জিয়াউর রহমানের মন্ত্রিসভা
জিয়াউর রহমানের মন্ত্রিসভা | |
---|---|
বাংলাদেশের সপ্তম মন্ত্রিসভা | |
গঠনের তারিখ | ১৫ এপ্রিল ১৯৭৯ |
বিলুপ্তির তারিখ | ৩১ মে ১৯৮১ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপতি | জিয়াউর রহমান |
উপরাষ্ট্রপতি | আবদুস সাত্তার |
ইতিহাস | |
পূর্ববর্তী | আবু সাদাত মোহাম্মদ সায়েমের মন্ত্রিসভা |
পরবর্তী | আবদুস সাত্তারের মন্ত্রিসভা |
২১ এপ্রিল ১৯৭৭ সাল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে অবসর গ্রহণ করেন।[১][২]
৩০ মে ১৯৭৭ সালে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমানের হ্যাঁ, না ভোট এবং ৯৮.৪ ভাগ ভোট প্রাপ্তি, ১৯৭৮ সালের ২৮ ফেব্রুয়ারি ছাত্রদল গঠন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠন, ১৯৭৮ সালের ৩ জুন দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন ও বিএনপি দলের হয়ে নির্বাচনে বিজয়ী হন। জিয়াউর রহমান ২৮ এপ্রিল ১৯৭৮ সালের মেজর জেনারেল পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি গ্রহণ করেন নিজেই।[৩][৪]
১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জিয়াউর রহমান ১৫ এপ্রিল ১৯৭৯ সালে ৪২ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন। যার মধ্যে প্রধানমন্ত্রীসহ ২ জন উপপ্রধানমন্ত্রী, ২৬ জন ক্যাবিনেট মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী ছিলেন। একই দিনে মন্ত্রীর মর্যাদায় ৩ জনকে প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।[৫]
৩০ মে ১৯৮১ সালে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। ৩১ মে ১৯৮১ সালের পর্যন্ত বাংলাদেশ সরকার জিয়াউর রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের মন্ত্রিসভা কার্যকর ছিল।[৬][৭][৮]
মন্ত্রিদের তালিকা
[সম্পাদনা]নাম | দফতর | মেয়াদকাল |
---|---|---|
জিয়াউর রহমান | রাষ্ট্রপতি | |
আবদুস সাত্তার | উপরাষ্ট্রপতি | |
মশিউর রহমান | প্রধানমন্ত্রী | ২৯ জুন ১৯৭৮ – ১২ মার্চ ১৯৭৯ |
শাহ আজিজুর রহমান | প্রধানমন্ত্রী | ১৫ এপ্রিল ১৯৭৯–১১ ফেব্রুয়ারি ১৯৮২ |
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী | সিনিয়র উপপ্রধানমন্ত্রী | ১৫ এপ্রিল ১৯৭৯-২৩ আগষ্ট ১৯৭৯ |
মওদুদ আহমদ | উপ-প্রধানমন্ত্রী | ১৫ এপ্রিল ১৯৭৯- |
জামালউদ্দিন আহমদ | উপ-প্রধানমন্ত্রী | ২৩ আগস্ট ১৯৭৯-১১ ফেব্রুয়ারি ১৯৮২ |
এস. এ. বারী | উপ-প্রধানমন্ত্রী | ২৩ আগস্ট ১৯৭৯-২৭ নভেম্বর ১৯৮১ |
মীর্জা গোলাম হাফিজ | স্পিকার | |
সুলতান আহমদ চৌধুরী | ডেপুটি স্পিকার |
নাম | দফতর | মেয়াদকাল |
---|---|---|
কাজী আনোয়ারুল হক | বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী | |
এস এম শফিউল আজম | ||
মওদুদ আহমেদ | বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানিসম্পদ মন্ত্রণালয় | মে ১৯৭৭-৪ জুলাই ১৯৭৮ |
বি এম আব্বাস | বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানিসম্পদ মন্ত্রণালয় | ৪ জুলাই ১৯৭৮ – ১৫ এপ্রিল ১৯৭৯ |
মির্জা নূরুল হুদা | অর্থ মন্ত্রণালয় | ২৬ নভেম্বর ১৯৭৫–১৪ এপ্রিল ১৯৭৯ |
বাণিজ্য মন্ত্রণালয় | ১ জুন ১৯৭৬ – ২২ ডিসেম্বর ১৯৭৬ | |
আবদুল গফুর মাহমুদ | খাদ্য মন্ত্রণালয় | ৬ সেপ্টেম্বর ১৯৭৬ – ১৪ জুলাই ১৯৭৭ |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (বিমান বাহিনীর প্রধান) | ৬ সেপ্টেম্বর ১৯৭৬ –৩ জুলাই ১৯৭৮ |
নাম | দফতর | মেয়াদকাল |
---|---|---|
মশিউর রহমান | রেলওয়ে ও সড়ক যোগাযোগ মন্ত্রণালয় | ৪ জুলাই ১৯৭৮ – ১৩ মার্চ ১৯৭৯ |
এস এম শফিউল আজম | ১৫ মার্চ ১৯৭৯ – ১৫ এপ্রিল ১৯৭৯ | |
আবদুল আলীম | ১৫ এপ্রিল ১৯৭৯ – ১১ ফেব্রুয়ারি ১৯৮২ | |
আবদুস সাত্তার | আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় | |
শাহ আজিজুর রহমান | (প্রধানমন্ত্রী) শিক্ষা মন্ত্রণালয় | ১৫ এপ্রিল ১৯৭৯ – ১১ ফেব্রুয়ারি ১৯৮২ |
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী | স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় | |
মওদুদ আহমদ | বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানিসম্পদ মন্ত্রণালয় | |
মির্জা নূরুল হুদা | অর্থ মন্ত্রণালয় | ১৪ এপ্রিল ১৯৭৯ – ২৪ এপ্রিল ১৯৮০ |
মুহাম্মদ শামস উল হক | পররাষ্ট্রমন্ত্রী | ১৯৭৭ – ১৯৭৮ |
আবদুল মোমেন খান | খাদ্য মন্ত্রণালয় | ১৪ জুলাই ১৯৭৭ – ১১ ফেব্রুয়ারি ১৯৮২ |
মাজিদ উল হক | সংস্থাপন মন্ত্রী | |
এ এস এম আবদুল হালিম চৌধুরী | এলজিআরডি মন্ত্রী | |
এ এস এম মোস্তাফিজুর রহমান | স্বরাষ্ট্র মন্ত্রণালয় | ৬ জুলাই ১৯৭৮–২৭ নভেম্বর ১৯৮১ |
পররাষ্ট্র মন্ত্রণালয় | ১৯৭৮– ১৯৭৯ | |
এম সাইফুর রহমান | বাণিজ্য মন্ত্রণালয় | ২৭ ডিসেম্বর ১৯৭৬ – ৩০ এপ্রিল ১৯৮০ |
অর্থ মন্ত্রণালয় | ২৫ এপ্রিল ১৯৮০ – ১১ জানুয়ারি ১৯৮২ | |
জামালউদ্দিন আহমদ | শিল্পমন্ত্রী | |
শামসুল হুদা চৌধুরী | ধর্মীয় বিষয়ক, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী | |
নূরুল হক | বন্দর, শিপিং ও নৌপরিবহন মন্ত্রী | |
নুরুল ইসলাম শিশু | বন ও কৃষি মন্ত্রী | |
এস এ বারি (ন্যাপ-ভাসানী) | জনশক্তি ও সমাজকল্যাণ মন্ত্রী | |
আমিনা রহমান | মহিলা বিষয়ক মন্ত্রী | |
কে এম ওবায়দুর রহমান | মৎস্য ও পশুপালন মন্ত্রী | |
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী | ২৫ এপ্রিল ১৯৮০ – ২৬ নভেম্বর ১৯৮১ | |
আবদুর রহমান (ন্যাপ-ভাসানী) | গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী | |
আকবর হোসেন | পেট্রেলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী | |
ফসিহউদ্দীন মাহতাব | পরিকল্পনা মন্ত্রী | |
এম এ মতিন | বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী | ১৫ জুলাই ১৯৭৯ – ২২ আগস্ট ১৯৭৯ |
কাজী আনোয়ারুল হক | ২৩ আগস্ট ১৯৭৯ – ২৪ এপ্রিল ১৯৮০ | |
খোন্দকার আবদুল হামিদ | যুব উন্নয়ন মন্ত্রী | |
আবদুর রহমান বিশ্বাস | পাটমন্ত্রী | |
এমরান আলী সরকার | ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী | |
মুহাম্মদ আবদুল হক | ভূমি প্রশাসন ও সংস্কার মন্ত্রী | |
মুহাম্মদ মনসুর আলী | বস্ত্র মন্ত্রী | |
এ কে এম মাঈদুল ইসলাম মুকুল | ডাক, তার ও টেলিফোন মন্ত্রী | |
ইউসুফ আলী | বস্ত্র মন্ত্রী |
ক্রম | নাম | দফতর | মেয়াদকাল |
---|---|---|---|
১ | আবদুল বাতেন | শিক্ষা মন্ত্রণালয় | ১১ অক্টোবর ১৯৭৮ – ১৫ এপ্রিল ১৯৭৯ |
২ | দেওয়ান তৈমুর রাজা চৌধুরী | রেলওয়ে ও সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী | |
৩ | রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া | শ্রম ও শিল্প কল্যাণ প্রতিমন্ত্রী | |
৪ | মির্জা আবদুল হালিম | বন্দর, শিপিং ও নৌপরিবহন প্রতিমন্ত্রী | |
৫ | আবদুল মান্নান সিকদার | ভূমি প্রশাসন ও সংস্কার প্রতিমন্ত্রী | |
৬ | আবু আহমদ ফজলুল করিম | স্বাস্থ্য ও জন্মনিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী | |
৭ | আর এ গণি | বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী | |
৮ | ইকবাল মাহমুদ | কৃষি ও বন প্রতিমন্ত্রী | |
৯ | সুনীল কুমার গুপ্ত | পেট্রোলিয়াম ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী | |
১০ | আবুল কাশেম | যুবউন্নয়ন প্রতিমন্ত্রী | |
১১ | নূর মুহম্মদ খান | এলজিইডি প্রতিমন্ত্রী | |
১২ | এ এম জহিরুদ্দিন খান | শিল্প প্রতিমন্ত্রী | |
১৩ | সৈয়দ মহিবুল হাসান | জনশক্তি উন্নয়ন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | |
১৪ | অং শৈ প্রু চৌধুরী | খাদ্য প্রতিমন্ত্রী | |
১৫ | আতাউদ্দিন খান | অর্থ, শ্রমিক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | |
১৬ | এল কে সিদ্দিকী | বিদ্যুৎ, পানি ও বন্যানিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী | |
১৭ | ফরিদুল হুদা | স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী | |
১৮ | মোহাম্মদ ইসমাইল | ভূমি প্রশাসন ও সংস্কার প্রতিমন্ত্রী | |
১৯ | আমিরুল ইসলাম কামাল | ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী | |
২০ | সিরাজুল হক মন্টু | বস্ত্র প্রতিমন্ত্রী | |
২১ | আফতাবুজ্জামান | মৎস্য ও পশুপালন প্রতিমন্ত্রী | |
২২ | চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকী | বাণিজ্য প্রতিমন্ত্রী | ১ মে ১৯৮০ – ৩১ মে ১৯৮০ |
২৩ | আবদুস সালাম তালুকদার | আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী | |
২৪ | জমির উদ্দিন সরকার | গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী | |
২৫ | তসলিমা আবেদ | মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী |
ক্রমিক | নাম | দফতর | মেয়াদকাল |
---|---|---|---|
১ | আব্দুস সালাম | স্বরাষ্ট্র উপমন্ত্রী | |
২ | জাফর ইমাম | ত্রাণ ও পুনর্বাসন উপমন্ত্রী | |
৩ | ইকবাল হোসেন চৌধুরী | খাদ্য উপমন্ত্রী | |
৪ | মাবুদ ফাতেমা কবীর | স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী | |
৫ | আরিফ মইনুদ্দীন | ত্রাণ ও পুনর্বাসন উপমন্ত্রী | |
৬ | কামরুন নাহার জাফর | স্বাস্থ্য ও জন্মনিয়ন্ত্রণ উপমন্ত্রী | |
৭ | আবদুস সালাম | স্বরাষ্ট্র উপমন্ত্রী | |
৮ | জাফর ইমাম | ত্রাণ ও পুনর্বাসন উপমন্ত্রী | |
৯ | ইকবাল হোসেন চৌধুরী | খাদ্য উপমন্ত্রী | |
১০ | মাবুদ ফাতেমা কবীর | স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এ এস এম শামসুল আরেফিন। বাংলাদেশে নির্বাচন।
- ↑ মাহফুজ উল্লাহ। প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী।
- ↑ মহিউদ্দিন আহমদ। বিএনপি: সময়-অসময়।
- ↑ বঙ্গবন্ধু হ্ত্যাকাণ্ড ফ্যাক্টস্ এণ্ড ডকুমেন্টস্, অধ্যাপক আবু সাইয়িদ, প্রকাশক সেলিম হাসান তরফদার, ৪র্থ সংস্করণ ৯৪ খ্রিঃ
- ↑ জিবলু রহমান। ভাসানী-মুজিব-জিয়া। বাংলাদেশ: শ্রীহট্ট প্রকাশ। পৃষ্ঠা ৪৩৬। আইএসবিএন 9789849302728।
- ↑ ১৬ এপ্রিল ১৯৭৯ সালে দৈনিক বাংলা
- ↑ খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন।
- ↑ জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১