দশম জাতীয় সংসদ
অবয়ব
বাংলাদেশ প্রবেশদ্বার |
১০ম জাতীয় সংসদ ২০১৪ বাংলাদেশের সাধারণ নির্বাচনে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য নিয়ে গঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ৫ জানুয়ারি ২০১৪ সালে ৩০০টি আসনের ১৪৭টিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাকি ১৫৩ আসনে প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। নিবার্চনে আওয়ামী লীগ ৩০০টির মধ্যে ২৩৪টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০১৪ সালের ৯ জানুয়ারি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শেখ হাসিনা বাংলাদেশের চতুর্দশ প্রধানমন্ত্রী[১] হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং সরকার গঠন করেছেন। জাতীয় পার্টি (এরশাদ) ৩৪টি আসনে বিজয়ী হয়ে বিরোধীদলের মর্যাদা পায়।
১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২৯ জানুয়ারি ২০১৪ সালে।
দশম জাতীয় সংসদ | |
---|---|
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
পূর্বসূরী | নবম জাতীয় সংসদ |
উত্তরসূরী | একাদশ জাতীয় সংসদ |
নেতৃত্ব | |
গঠন | |
আসন | ৩৫০ |
রাজনৈতিক দল | সরকার(২৮১)
অন্যান্য(৫০) |
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | দশম জাতীয় সংসদ নির্বাচন |
পরবর্তী নির্বাচন | একাদশ জাতীয় সংসদ নির্বাচন |
সভাস্থল | |
জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ | |
ওয়েবসাইট | |
http://www.parliament.gov.bd/ |
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
[সম্পাদনা]নাম | আলোকচিত্র | পদবী | কার্যকাল | রাজনৈতিক দল |
---|---|---|---|---|
শিরীন শারমিন চৌধুরী | স্পিকার | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
ফজলে রাব্বি মিয়া | ডেপুটি স্পিকার | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শেখ হাসিনা | সংসদ নেতা | ৯ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
সৈয়দা সাজেদা চৌধুরী | সংসদ উপনেতা | ৯ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আ. স. ম. ফিরোজ | চীফ হুইপ | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আতিউর রহমান আতিক | হুইপ | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
ইকবালুর রহিম | হুইপ | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শাহাব উদ্দিন | হুইপ | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
সোলায়মান হক জোয়ার্দ্দার | হুইপ | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শহীদুজ্জামান সরকার | হুইপ | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
মাহাবুব আরা বেগম গিনি | হুইপ | ২৪ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
রওশন এরশাদ | বিরোধীদলীয় নেতা | ৯ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | জাতীয় পার্টি | |
তাজুল ইসলাম চৌধুরী | বিরোধীদলীয় চীফ হুইপ | ৯ জানুয়ারি ২০১৪ – ১৩ আগষ্ট ২০১৮ | জাতীয় পার্টি | |
নূরুল ইসলাম ওমর | বিরোধীদলীয় চীফ হুইপ | ১৩ আগষ্ট ২০১৮ – ৩০ জানুয়ারি ২০১৯ | জাতীয় পার্টি | |
নূরুল ইসলাম ওমর | বিরোধীদলীয় হুইপ | ৯ জানুয়ারি ২০১৪ – ১৩ আগষ্ট ২০১৮ | জাতীয় পার্টি | |
সেলিম উদ্দিন | বিরোধীদলীয় হুইপ | ৯ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | জাতীয় পার্টি | |
শওকত চৌধুরী | বিরোধীদলীয় হুইপ | ৯ জানুয়ারি ২০১৪ – ৩০ জানুয়ারি ২০১৯ | জাতীয় পার্টি |
দল অনুযায়ী সদস্য
[সম্পাদনা]দল | নাম সংক্ষেপ | আসনসংখ্যা | সংসদে নেতা | |
---|---|---|---|---|
বাংলাদেশ আওয়ামী লীগ | আওয়ামী লীগ | ২৩৪ | শেখ হাসিনা | |
জাতীয় পার্টি (এরশাদ) | জাপা-এ | ৩৪ | রওশন এরশাদ | |
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি | ৬ | |||
জাতীয় সমাজতান্ত্রিক দল | জাসদ | ৫ | ||
জাতীয় পার্টি (মঞ্জু) | জাপা-মঞ্জু | ২ | ||
বাংলাদেশ তরিকত ফেডারেশন | ২ | |||
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট | বিএনএফ | ১ | ||
স্বতন্ত্র | ১৫ | |||
খালি | ১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাধারণ জ্ঞান : সংসদ ও সংবিধান"। www.jagonews24.com। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮।