ইয়াজউদ্দিন আহম্মেদের মন্ত্রিসভা
ইয়াজউদ্দিন আহম্মেদের মন্ত্রিসভা | |
---|---|
বাংলাদেশের ষোড়শ মন্ত্রিসভা | |
তত্ত্বাবধায়ক | |
গঠনের তারিখ | ২৯ অক্টোবর ২০০৬ |
বিলুপ্তির তারিখ | ১১ জানুয়ারি ২০০৭ |
ব্যক্তি ও সংস্থা | |
সরকারপ্রধান | ইয়াজউদ্দিন আহম্মেদ |
ইতিহাস | |
পূর্ববর্তী | খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভা |
পরবর্তী | ফখরুদ্দীন আহমদের উপদেষ্টা পরিষদ |
ইয়াজউদ্দিন আহম্মেদের মন্ত্রিসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরে ২৯ অক্টোবর ২০০৬ সাল থেকে ১১ জানুয়ারি ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়েছিল। [১][২][৩]
পটভূমি
[সম্পাদনা]মূল নিবন্ধ: ২০০৬-০৮ বাংলাদেশী রাজনৈতিক সংকট
বাংলাদেশের সংবিধান অনুসারে সর্বশেষ অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হন। বিচারপতি কে এম হাসান অসুস্থতা জনিত কারণে দায়িত্ব নিতে অপারগতা দেখালে আরও পাঁচ জনকে এই পদে বিবেচনা করা হয়েছিল। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য শেষ বিকল্প ছিল। প্রধান রাজনৈতিক দলগুলি অন্য প্রার্থীর সাথে একমত হতে ব্যর্থ হওয়ার পরে ২৯ শে অক্টোবর ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। ইয়াজউদ্দিন আহম্মেদ ১১ জানুয়ারি ২০০৭ সালে পদত্যাগ করেন।
উপদেষ্টাদের তালিকা
[সম্পাদনা]ক্রমিক নং | উপদেষ্টাদের নাম | পদবি | দফতর | প্রবেশ | অব্যাহতি |
---|---|---|---|---|---|
১ | ইয়াজউদ্দিন আহম্মেদ | রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা | প্রধান উপদেষ্টার কার্যালয় | ১ নভেম্বর ২০০৬ | ২৮ নভেম্বর ২০০৬ |
সশস্ত্র বাহিনী বিভাগ | |||||
মন্ত্রিপরিষদ বিভাগ | |||||
নির্বাচন কমিশন সচিবালয় | |||||
এনজিও বিষয়ক ব্যুরো | |||||
প্রতিরক্ষা মন্ত্রণালয় | |||||
সংস্থাপন মন্ত্রণালয়,
(ক) বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় | |||||
পররাষ্ট্র মন্ত্রণালয় | |||||
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | |||||
শিক্ষা মন্ত্রণালয় | |||||
প্রধান উপদেষ্টা | মন্ত্রিপরিষদ বিভাগ | ২৮ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | ||
সংস্থাপন মন্ত্রণালয় | |||||
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | |||||
পররাষ্ট্র মন্ত্রণালয় | |||||
শিক্ষা মন্ত্রণালয় | |||||
নির্বাচন কমিশন সচিবালয় | |||||
২ | ফজলুল হক | উপদেষ্টা | আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,
(ক) জাতীয় সংসদ সচিবালয় |
১ নভেম্বর ২০০৬ | ১৪ জানুয়ারি ২০০৭ |
ভূমি মন্ত্রণালয় | |||||
পরিবেশ ও বন মন্ত্রণালয় | |||||
৩ | আকবর আলী খান | উপদেষ্টা | অর্থ মন্ত্রণালয়
(ক) অর্থ বিভাগ |
১ নভেম্বর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ |
পরিকল্পনা মন্ত্রণালয়
(ক) পরিকল্পনা বিভাগ | |||||
বাণিজ্য মন্ত্রণালয় | |||||
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় | |||||
৪ | হাসান মশহুদ চৌধুরী | উপদেষ্টা | বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
(ক) বিদ্যুৎ বিভাগ |
৩১ অক্টোবর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ |
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় | |||||
যোগাযোগ মন্ত্রণালয় | |||||
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় | |||||
৫ | সিএম শফি সামি | উপদেষ্টা | কৃষি মন্ত্রণালয় | ৩১ অক্টোবর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ |
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় | |||||
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | |||||
৬ | ধীরাজ কুমার নাথ | উপদেষ্টা | মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় | ১ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় | |||||
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় | |||||
৭ | মাহবুবুল আলম | উপদেষ্টা | পানি সম্পদ মন্ত্রণালয় | ১ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
তথ্য মন্ত্রণালয় | |||||
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় | |||||
৮ | এম আজিজুল হক | উপদেষ্টা | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ঃ
(ক) স্থানীয় সরকার বিভাগ (খ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ |
১ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
নৌ-পরিবহন মন্ত্রণালয় | |||||
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় | |||||
৯ | সুফিয়া রহমান | উপদেষ্টা | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় | ১ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় | |||||
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় | |||||
১০ | ইয়াসমীন মোর্শেদ | উপদেষ্টা | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়। |
১ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
১১ | সুলতানা কামাল | উপদেষ্টা | শিল্প মন্ত্রণালয় | ১ নভেম্বর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ |
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় | |||||
বস্ত্র ও পাট মন্ত্রণালয় | |||||
১২ | রুহুল আলম চৌধুরী | উপদেষ্টা | বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ঃ
(ক) বিদ্যুৎ বিভাগ (খ) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ |
১২ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
যোগাযোগ মন্ত্রণালয় | |||||
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় | |||||
১৩ | সফিকুল হক চৌধুরী | উপদেষ্টা | কৃষি মন্ত্রণালয় | ১২ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় | |||||
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | |||||
১৪ | মঈন উদ্দিন খান | শিল্প মন্ত্রণালয় | ১২ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | |
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় | |||||
বস্ত্র ও পাট মন্ত্রণালয় | |||||
১৫ | শোয়েব আহমেদ | উপদেষ্টা | অর্থ মন্ত্রণালয়ঃ
(ক) অর্থ বিভাগ (খ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (গ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ |
১২ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ |
পরিকল্পনা মন্ত্রণালয়ঃ
(ক) পরিকল্পনা বিভাগ (খ) বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ | |||||
বাণিজ্য মন্ত্রণালয় | |||||
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Pike, John। "Caretaker Government, October 2006-January 2009"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Caretakers take office on oath"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬।