বিষয়বস্তুতে চলুন

শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভা

বাংলাদেশের চতুর্থ মন্ত্রিসভা
শেখ মুজিবুর রহমান
গঠনের তারিখ২৫ জানুয়ারি ১৯৭৫
বিলুপ্তির তারিখ১৫ আগস্ট ১৯৭৫
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানশেখ মুজিবুর রহমান
সরকারপ্রধানশেখ মুজিবুর রহমান
মন্ত্রী অপসারণ৩০
মোট সংখ্যা(রাষ্ট্রপতিসহ)
সদস্য দলজাতীয় লীগ
ইতিহাস
আইনসভার মেয়াদপ্রথম জাতীয় সংসদ
পূর্ববর্তীশেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মন্ত্রিসভা
পরবর্তীমোশতাক আহমেদের মন্ত্রিসভা

শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভা ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে এই মন্ত্রিসভাটি গঠিত হয়। শেখ মুজিবুর রহমানের বাকশাল সরকারেরও মন্ত্রিসভা ছিল এটি।[][]

মন্ত্রিসভার সদস্যগণ

[সম্পাদনা]

এই মন্ত্রিসভাটি নিম্নলিখিত মন্ত্রীদের সমন্বয়ে গঠিত হয়েছিল:[]

ক্রমিক

নং

প্রতিকৃতি নাম  পদবী নিয়োগের তারিখ দপ্তর বন্টন অব্যাহতি/

পদত্যাগের তারিখ

নাম থেকে পর্যন্ত
শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ২৫-১-১৯৭৫ রাষ্ট্রপতির সচিবালয়ঃ

ক) মন্ত্রী পরিষদ বিভাগ,

খ) সংস্থাপন বিভাগ,

গ) রাষ্ট্রপতির বিভাগ।

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫

নিহত

প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি ২৫-১-১৯৭৫

(নিয়োগ)

২৬-১-১৯৭৫

(কার্যভার গ্রহণ)

পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
এম মনসুর আলী প্রধানমন্ত্রী ২৬-১-১৯৭৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
যোগাযোগ মন্ত্রণালয়

ক) রেলপথ বিভাগ

খ) সড়ক, সড়ক পরিবহন, জনপথ ও সমুদ্র বন্দর  বিভাগ

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
জাহাজ চলাচল, আভ্যন্তরীণ নৌ-চলাচল ও বিমান পরিবহন মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
খন্দকার মোশতাক আহমেদ মন্ত্রী ২৬-১-১৯৭৫ বাণিজ্য মন্ত্রণালয়ঃ

(ক) বৈদেশিক বাণিজ্য বিভাগ,

(খ) আভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ।

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
আবুল হাসানাত মোহাম্মদ কামারুজ্জামান মন্ত্রী ২৬-১-১৯৭৫ শিল্প মন্ত্রণালয়ঃ

ক) শিল্প বিভাগ

খ) রাষ্ট্রায়ত্ব শিল্প বিভাগ

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
মুহম্মদুল্লাহ্ মন্ত্রী ২৬-১-১৯৭৫ ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
আব্দুস সামাদ আজাদ মন্ত্রী ২৬-১-১৯৭৫ কৃষি মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
মোহাম্মদ ইউসুফ আলী মন্ত্রী ২৬-১-১৯৭৫ শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
সাস্কৃতিক বিষয়াবলী ও ক্রীড়া বিভাগ ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
ফনী ভূষণ মজুমদার মন্ত্রী ২৬-১-১৯৭৫ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৫৭৫
১০ কামাল হোসেন মন্ত্রী ২৬-১-১৯৭৫ পররাষ্ট্র মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ কার্যভার গ্রহণ   না করা পর্যন্তরাষ্ট্রপতির দায়িত্বে থাকিবে।
পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১১ সোহরাব হোসেন মন্ত্রী ২৬-১-১৯৭৫ পূর্ত, গৃহ নির্মাণ ও শহর উন্নয়ন মন্ত্রণালয়ঃ

ক) পূর্ত ও গৃহ নির্মাণ বিভাগ

খ) শহর উন্নয়ন বিভাগ।

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১২ আবদুল মান্নান মন্ত্রী ২৬-১-১৯৭৫ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ঃ

ক) স্বাস্থ্য বিভাগ

খ) পরিবার পরিকল্পনা বিভাগ।

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১৩ আবদুর রব সেরনিয়াবাত মন্ত্রী ২৬-১-১৯৭৫ বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ উন্নয়ন ও    

বিদ্যুৎ শক্তি মন্ত্রণালয়ঃ

ক)বন্যা নিয়ন্ত্রণ ও  পানি সম্পদ বিভাগ

খ) বিদ্যুৎ শক্তি বিভাগ

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
বন, মৎস্য ও পশু পালন মন্ত্রণালয়। ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১৪ মনোরঞ্জন ধর মন্ত্রী ২৬-১-১৯৭৫ আইন, সংসদ  বিষয়ক ও বিচার মন্ত্রণালয়ঃ

(ক) আইন ও সংসদ  বিষয়ক  বিভাগ

(খ) বিচার বিভাগ।

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১৫ আব্দুল মমিন মন্ত্রী ২৬-১-১৯৭৫ খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
সাহায্য ও পুনর্বাসন  মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১৬ আছাদুজ্জামান খান মন্ত্রী ২৬-১-১৯৭৫ পাট মন্ত্রণালয়ঃ

ক) পাট বিভাগ

খ) পাট শিল্প বিভাগ

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১৭ এম কোরবান আলী মন্ত্রী ২৬-১-১৯৭৫ তথ্য ও বেতার মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১৮ আজিজুর রহমান মল্লিক মন্ত্রী ২৬-১-১৯৭৫ অর্থ মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
১৯ মোজাফফর আহমেদ চৌধুরী মন্ত্রী ২৬-১-১৯৭৫ শিক্ষা এবং বৈজ্ঞানিক, কারিগরী গবেষণা ও আণবিক শক্তি মন্ত্রণালয়ঃ

ক) শিক্ষা  বিভাগ

খ)  বৈজ্ঞানিক, কারিগরী গবেষণা ও আণবিক শক্তি  বিভাগ

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২০ নূরুল ইসলাম মঞ্জুর প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ যোগাযোগ মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ২১-৭-১৯৭৫ ২১-৭-১৯৭৫

(অপসারণ)

২১ কে এম ওবায়দুর রহমান প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২২ দেওয়ান ফরিদ গাজী প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ আভ্যন্তরীণ বাণিজ্য

(চা বোর্ড, ভোগ্যপণ্য সংস্থা, বীমা ও পর্যটনসহ)

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২৩ নুরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ শিল্প মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৯-৫-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৯-৫-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২৪ আবদুল মমিন তালুকদার প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ স্থানীয় সরকার বিভাগ

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২৫ রিয়াজ উদ্দিন আহমেদ প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ বন, মৎস্য ও পশুপালন  মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২৬ ক্ষিতীশ চন্দ্র মন্ডল প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ সাহায্য ও পুনর্বাসন মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২৭ মোছলেম উদ্দিন খান প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ পাট মন্ত্রণালয়। ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২৮ তাহের উদ্দিন ঠাকুর প্রতিমন্ত্রী ২৬-১-১৯৭৫ তথ্য ও বেতার  মন্ত্রণালয় ২৬-১-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫
২৯ আবু সাঈদ চৌধুরী মন্ত্রী ৮-৮-১৯৭৫ পররাষ্ট্র মন্ত্রণালয়

বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়

৮-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫ ১৫-৮-১৯৭৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.globalsecurity.org/military/world/bangladesh/pres-mujib.htm
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯ 
  3. Craig Baxter; Syedur Rahman (২০০৩)। Historical Dictionary of Bangladesh (Third সংস্করণ)। Scarecrow Press। পৃষ্ঠা 206–210। আইএসবিএন 0-8108-4863-5 

বহিঃসংযোগ

[সম্পাদনা]