বালাগ্রাম ইউনিয়ন
বালাগ্রাম | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: বালাগ্রাম ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
উপজেলা | জলঢাকা উপজেলা |
আসন | নীলফামারী-৪ |
আয়তন[১] | |
• মোট | ২৬.৯৬ বর্গকিমি (১০.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২৮,৩৭৪ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বালাগ্রাম ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড হল ৫৫.৭৩.৩৬.১৩।[২]
ইতিহাস
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]জলঢাকা উপজেলা সদর হতে উত্তর দিকে অবস্থিত এ ইউনিয়নের আয়তন ২৬.৯৬ বর্গকিলোমিটার। এর সীমানা রয়েছে উত্তরে ডিমলা উপজেলার নাউতারা ও ঝুনাগাছ চাপানী ইউনিয়ন, পূর্বে ডাউয়াবাড়ী ও গোলমুন্ডা ইউনিয়ন, দক্ষিণে জলঢাকা সদর এবং পশ্চিমে কাঁঠালি ও গোলনা ইউনিয়ন। এ ইউনিয়নের মধ্যদিয়ে বুড়ি তিস্তা নদী বয়ে গেছে।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]বালাগ্রাম ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —দোলঢুপি,মাইজালি, চৌধুরী পাড়া, মন্তের টান্গা ইত্যাদি।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বালাগ্রাম ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৮,৩৭৪ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৪১২৬ জন এবং নারী হল ১৪২৪৮ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]বালাগ্রাম ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো তবে এখানকার অধিকাংশ মানুষ জলপথের তুলনায় স্হলপথ বেশিরভাগ লোকই ব্যবহার করে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৫১। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।