আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর | |
---|---|
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | আহসান আহমেদ |
বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৩ জানুয়ারি ২০১৪ – ৭ জানুয়ারি ২০১৯ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | হাসানুল হক ইনু |
উত্তরসূরী | কে এম খালিদ বাবু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত | ৩১ অক্টোবর ১৯৪৬
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | শাহীন আখতার |
মাতা | আমিনা বেগম |
পিতা | আবু নাজেম মোহাম্মদ আলী |
বাসস্থান | ঢাকা |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
পুরস্কার | স্বাধীনতা পুরস্কার (২০১৮) |
আসাদুজ্জামান নূর (জন্ম ৩১ অক্টোবর ১৯৪৬[১]) হলেন একজন বাংলাদেশী অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন[২] এবং ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৫]
১৯৭২ সালে তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চদল "নাগরিক" নাট্য সম্প্রদায়ের সাথে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। এই দলের দুটি নাটকের নির্দেশনা প্রদান করেছেন, যার মধ্যে দেওয়ান গাজীর কিসসা বহুল জনপ্রিয়তা লাভ করে। নূর ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিনরাত্রি (১৯৮৫), অয়োময় (১৯৮৮), কোথাও কেউ নেই (১৯৯০), আজ রবিবার (১৯৯৯) ও সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড (১৯৯৯)। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা ৫০ এরও অধিক। টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শঙ্খনীল কারাগার (১৯৯২) ও আগুনের পরশমণি (১৯৯৪)।
সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন।[৬] তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।[৭][৮]
জীবনী
[সম্পাদনা]প্রাথমিক জীবন
[সম্পাদনা]নূর ১৯৪৬ সালের ৩১ অক্টোবর জলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন।[৯] তার পিতা আবু নাজেম মোহাম্মদ আলী ও মাতা আমিনা বেগম। নূর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৭২ সালে বহুল প্রচারিত সাপ্তাহিক চিত্রালীতে কাজ করার মধ্যদিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে একটি বিজ্ঞাপনী সংস্থার অধীনে একটি ছাপাখানায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে সোভিয়েত দূতাবাসের (বর্তমানে রাশিয়া) প্রেস রিলেশন অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮০ সালে ইস্ট এশিয়াটিক অ্যাডভারটাইজিং লিমিটেড এ (বর্তমানে এশিয়াটিক থ্রি সিক্সটি) সাধারণ ব্যবস্থাপক পদে কাজ করেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছেন আসাদুজ্জামান নূর। তিনি মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি সদস্য, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও বাংলাদেশ রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নব্বইয়ের দশকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে দেশব্যাপী তুমূল জনপ্রিয়তা লাভ করেন। দেশটিভিতে প্রচারিত “কে হতে চায় কোটিপতি” অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির প্রাক্তন ব্যবস্থাপক ছিলেন ৷
অভিনয় জীবন
[সম্পাদনা]নূরের অভিনয় জীবনের শুরু থিয়েটার থেকে। ১৯৭২ সাল থেকে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে জড়িত হন। সে সময়ে তিনি 'চিত্রালী'র অভ্যর্থনাকারী ছিলেন এবং বিখ্যাত অভিনেতারদের সাক্ষাৎকার নিতে যেতেন।[১০] এভাবেই তিনি আলী জাকের এর সাথে দেখা করেন, যিনি নাগরিক সম্প্রদায়ের ছিলেন। প্রথমে দলটির একটি নাটকরের মহড়ায় গিয়ে দলটির অংশ হয়ে যান তিনি। প্রথমে নেপথ্যের কণ্ঠদান দিয়ে শুরু করেন। 'তৈল সংকট' নামক একটি নাটকের আনুষ্ঠানিক প্রদর্শনীর মাত্র দু'দিন বাকি থাকা অবস্থায় এর প্রধান অভিনেতা আবুল হায়াত হঠাৎ আহত হয়ে পড়েছিলেন। নেপথ্যের কণ্ঠদানের কারণে নূর নাটকের প্রতিটি লাইনই জানতেন। আলী জাকের নূরকে আবুল হায়াতের চরিত্রটি করতে বলেন। এভাবেই তার অভিনয়ের শুরু।[১১] তিনি এই দলের ১৫টি নাটকে ৬০০ বারেরও বেশি অভিনয় করেছেন। তিনি এই দলের দুটি নাটকের নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে দেওয়ান গাজীর কিসসা প্রায় তিন শতাধিকবার মঞ্চায়িত হয়ে সর্বোচ্চ প্রদর্শিত মঞ্চ নাটকের রেকর্ড গড়েছে। নূর এর প্রথম টেলিভিশনে অভিনীত নাটক ১৯৭৪ সালে ছিল রং এর ফানুশ, যার পরিচালক ছিলেন আব্দুল্লাহ আল মামুন।[১২][১৩]
তিনি মঞ্চের জন্য ব্রেখটেরে নাটকের বাংলা অনুবাদ, রবীন্দ্রনাথের তিনটি উপন্যাসের টিভি নাট্যরূপ এবং টিভির জন্য একটি মৌলিক নাটক রচনা করেছেন। এ মোর অহংকার ও দেওয়ান গাজীর কিসসা তার পুস্তাকাকারে প্রকাশিত নাটক। নিজস্ব পরিচালনায় তিনি ৫০টিরও বেশি বিজ্ঞাপনচিত্র ও ভিডিও ছবি নির্মাণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৬৩ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করেন আসাদুজ্জামান নূর। ১৯৬৫ সালে তিনি নীলফামারী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি, পরবর্তীতে দেশ স্বাধীনের পর কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে বিরত রেখে সংস্কৃতি কর্মী হিসেবে নানান সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারেরর দাবীতে শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯৮ সালের মাঝামাঝি পর্যায়ে তিনি আবারও প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। ২০০২ সালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবার পর ১২ই জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[১৪]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১৫][১৬] ১৫ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেফতার হন আসাদুজ্জামান নূর।[১৭] মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।[১৮][১৯] ২৯ সেপ্টেম্বর আরেকটি মামলায় নূরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।[২০][২১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]নূর ডা. শাহীন আখতারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাহীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। পুত্র সুদীপ্ত ও কন্যা সুপ্রভা তাসনীম। পুত্র সুদীপ্ত বাংলাদেশী কূটনীতিক এম আমিনুল ইসলামের কন্যা কাজলি শেহরিন ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২২] কন্যা সুপ্রভা ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর টিমথি স্টিফেন গ্রিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২৩] নূরের বোন কাওসার আফসানা ব্র্যাক, বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিভাগের পরিচালক।[২৪] তাঁর ছোট ভাইয়ের নাম আহাদুজ্জামান মোহাম্মদ আলী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদের কণ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তণ চেয়ারপারসন অধ্যাপক সিতারা পারভীন। [২৫]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৮৪ | হুলিয়া | তানভীর মোকাম্মেল | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
১৯৮৬ | দহন | সুমিত | শেখ নিয়ামত আলী | ||
১৯৯২ | শঙ্খনীল কারাগার | খোকা | মোস্তাফিজুর রহমান | ||
১৯৯৪ | আগুনের পরশমণি | "বাকের ভাই" | হুমায়ূন আহমেদ | ||
২০০৩ | চন্দ্রকথা | সরকার | হুমায়ূন আহমেদ | ||
২০০৭ | দারুচিনি দ্বীপ | মনসুর আলী | তৌকির আহমেদ | ||
নয় নম্বর বিপদ সংকেত | কামার | হুমায়ূন আহমেদ | |||
২০১২ | ঘেটুপুত্র কমলা | বর্ণনাকারী | হুমায়ূন আহমেদ | ||
২০১৫ | সুতপার ঠিকানা | বর্ণনাকারী | প্রসূন রহমান | ||
২০২০ | বায়োগ্রাফি অব নজরুল | বর্ণনাকারী | ফেরদৌস খান | [২৬] | |
২০২২ | জয় বাংলার ধ্বনি | ঘোষিত হবে | খ. ম. খুরশীদ | ||
যাপিত জীবন | হাবিবুল ইসলাম হাবিব | [২৭] |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | চ্যানেল | টীকা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৬১ | নক্ষত্রের রাত | হাসান | বিটিভি | টেলিভিশন ধারাবাহিক | |
১৯৮৮ | বহুব্রীহি | আনিস | বিটিভি | টেলিভিশন ধারাবাহিক | |
এইসব দিনরাত্রি | রফিক | বিটিভি | টেলিভিশন ধারাবাহিক | ||
অয়োময় | ছোট মির্জা | বিটিভি | টেলিভিশন ধারাবাহিক | ||
১৯৯০ | কোথাও কেউ নেই | বাকের ভাই | বিটিভি | টেলিভিশন ধারাবাহিক | |
১৯৯২ | প্রিয় পদরেখা | রঞ্জু | বিটিভি | টেলিভিশন চলচ্চিত্র | |
আজ আমাদের ছুটি | ফরিদ | বিটিভি | টেলিভিশন চলচ্চিত্র | ||
১৯৯৪ | হিমু | মোবিন/হিমু | বিটিভি | টেলিভিশন চলচ্চিত্র | |
১৯৯৭ | নিমফুল | মনা ডাকাত | বিটিভি | টেলিভিশন চলচ্চিত্র | |
ঘটনা সামান্য | দুলাভাই | বিটিভি | টেলিভিশন চলচ্চিত্র | ||
১৯৯৯ | সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড | জনাব রফিক | বিটিভি | টেলিভিশন চলচ্চিত্র | |
আজ রবিবার | ফরহাদ | বিটিভি | টেলিভিশন ধারাবাহিক | ||
২০১০ | বিশ্বাস | বর্ণনাকারী | বিটিভি | বিবিসি প্রযোজিত টেলিভিশন ধারাবাহিক | |
২০১৭ | হোটেল অ্যালবাট্রস | কিবরিয়া কবির | গাজী টিভি | টেলিভিশন চলচ্চিত্র |
সম্মাননা
[সম্পাদনা]- শহীদ মুনির চৌধুরী পুরস্কার (২০০৬)[২৮]
- নরেন বিশ্বাস পদক (২০১০)
- শহীদ বদরউদ্দিন হোসেন স্মৃতি পুরস্কার (২০১৫)[২৯]
- বিশ্ব মঞ্চ দিবস পুরস্কার (২০১৫)[৩০]
- স্বাধীনতা পুরস্কার (২০১৮)
- বাংলা একাডেমি ফেলোশিপ
- বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক (২০২২)[৩১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আজ আসাদুজ্জামান নূরের জন্মদিন"। বাংলাদেশ প্রতিদিন। ৩১ অক্টোবর ২০১৪। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "মাননীয় মন্ত্রী"। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "Asaduzzaman Noor's 72nd birthday today"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪।
- ↑ "Asaduzzaman Noor"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ "আরও দুজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮।
- ↑ "বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর 'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক' প্রবর্তন - নিরাপদ নিউজ"। https://www.nirapadnews.com/ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ প্রতিবেদক, নিজস্ব। "আসাদুজ্জামান নূর সভাপতি, সম্পাদক আহকাম উল্লাহ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ"। দৈনিক ভোরের কাগজ। সাবের হোসেন চৌধুরী। ৩১ অক্টোবর ২০১৭। ৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "Momtazuddin Ahmed and Asaduzzaman Noor honoured « DhakaCourier"। web.archive.org। ২০১৭-০৮-১১। Archived from the original on ২০১৭-০৮-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ Jun 6, Priyanka Dasgupta / TNN / Updated:; 2015; Ist, 03:39। "Bangla min: City theatre reflects changing times | Kolkata News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "Asaduzzaman Noor and the leading ladies"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "অনেক দিন পর", প্রথম আলো. ৮ সেপ্টেম্বর ২০০৫
- ↑ "নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর জয়ী"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার"। ঢাকা পোস্ট। ১৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কারাগারে"। ভয়েস অফ আমেরিকা-বাংলা। সেপ্টেম্বর ১৬, ২০২৪।
- ↑ "আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ"। ঢাকা ট্রিবিউন। ১৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আনিসুল, সালমান, আসাদুজ্জামান নূর পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার, মামুন রিমান্ডে"। ঢাকা টাইমস। ২৯ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো আসাদুজ্জামান নূরকে"। দ্য ডেইলি স্টার। সেপ্টেম্বর ২৯, ২০২৪।
- ↑ "Asaduzzaman Noor, MP,Managing Director, Desh TV"। দেশ নিউজ (ইংরেজি ভাষায়)। ২১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "Shuprova Tasneem Ties the Knot!"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ Haque, Minam (৬ আগস্ট ২০১৬)। "The Monologue of a Maestro"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "৭৫-এ তরুণ নূর"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯।
- ↑ "'বায়োগ্রাফি অব নজরুল' মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-১১-০৩। ২০২০-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২১।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৪-০৩-২৩)। "'যাপিত জীবন'–এ আসাদুজ্জামান নূর"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৩।
- ↑ Kamol, Ershad (২৯ নভেম্বর ২০০৬)। "Asaduzzaman Noor and Faiz Zahir bag awards"। দ্য ডেইলি স্টার। ২১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৫।
- ↑ "Momtazuddin Ahmed and Asaduzzaman Noor honoured"। ঢাকা কুরিয়ার (ইংরেজি ভাষায়)। ১১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "World Theatre Day observed in Dhaka, Ctg"। নিউ এজ (ইংরেজি ভাষায়)। Dhaka। ২৯ মার্চ ২০১৫। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "৩০ লাখ টাকা অনুদান পেলো বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আসাদুজ্জামান নূর (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আসাদুজ্জামান নূর
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে আসাদুজ্জামান নূর (ইংরেজি)
- রটেন টম্যাটোসে আসাদুজ্জামান নূর (ইংরেজি)
- লাইব্রেরি অব কংগ্রেস কর্তৃপক্ষে আসাদুজ্জামান নূর
- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে
- ১৯৪৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- নীলফামারী জেলার রাজনীতিবিদ
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- বাংলাদেশী টেলিভিশন অভিনেতা
- বাংলাদেশী মঞ্চ অভিনেতা
- সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার বিজয়ী
- বাংলাদেশের মন্ত্রী
- অষ্টম জাতীয় সংসদ সদস্য
- নবম জাতীয় সংসদ সদস্য
- দশম জাতীয় সংসদ সদস্য
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- দ্বাদশ জাতীয় সংসদ সদস্য
- শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভার সদস্য
- জলপাইগুড়ি জেলার ব্যক্তি
- কারমাইকেল কলেজ, রংপুরের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলা একাডেমির সম্মানিত ফেলো
- বাংলাদেশী অভিনয়শিল্পী-রাজনীতিবিদ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- স্বাধীনতা পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর বাঙালি
- ২১শ শতাব্দীর বাঙালি