কাশিরাম বেলপুকুর ইউনিয়ন
অবয়ব
(কাশিরামবেলপুকুর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
কাশিরাম বেলপুকুর | |
---|---|
ইউনিয়ন | |
২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
উপজেলা | সৈয়দপুর উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৫০ |
আয়তন | |
• মোট | ৫৪.৬২ বর্গকিমি (২১.০৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩১,৫৪৬ |
• জনঘনত্ব | ৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২] এটি ৫৪.৬২ বর্গ কি. মি. (২১.০৯ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১,৩৭৯ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ৯টি।[৩]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]পূর্বে খাতামধুপুর ইউনিয়ন, উত্তরে নিতাই, চাপড়া ও চড়াইখোলা ইউনিয়ন, পশ্চিমে বোতলাগাড়ী এবং দক্ষিণে আলমপুর ও কামারপুকুর ইউনিয়ন ।[৪]
ইতিহাস
[সম্পাদনা]ভৌগোণিক উপাত্ত
[সম্পাদনা]প্রশাসনিক উপাত্ত
[সম্পাদনা]এই ইউনিয়টি ১০টি গ্রামের সমন্বয়ে গঠিত।
- গ্রাম
- চওড়া
- কিসামত চওড়া
- কিসামত ডাঙ্গী
- কাশিরাম বেলঃ
- পূর্ব বেলপুকুর
- কুমারগাড়ী
- ধোপাঘাট
- পশ্চিম বেলপুকুর
- ডিকশো মোল্লাপাড়া
- আরাজি কিসামত চওড়া
- আরাজি কিসামত ধুলিয়া।[৪]
শিক্ষাব্যবস্থা
[সম্পাদনা]মোট শিক্ষা প্রতিষ্ঠানঃ ২৪টি ।
- কলেজ-১টি
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-১টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-২টি
- মাদ্রাসা-২টি
- এতিম খানা-১টি।[৪]
স্বাস্থ্যসেবা
[সম্পাদনা]ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১ টি ।[৪]
অর্থনীতি
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]- নীলফামারী সদর থেকেঃ নীলফামারী সদর থেকে সৈয়দপুর রোড হয়ে ১৩ কিলোমিটার ঢেলাপির পর্যন্ত এবং ঢেলাপীর থেকে পূর্ব দিকে প্রায় ১২ কিলোমিটার পরে হাজারী হাটে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ ।
- সৈয়দপুর উপজেলা থেকেঃ সৈয়দপুর উপজেলা থেকে রংপুর রোড হয়ে খিয়ার জুম্মা পর্যন্ত এবং খিয়ার জুম্মা থেকে উত্তর দিকে প্রায় ০৪ কিলোমিটার পরে হাজারী হাটে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ ।[৪]
কৃতি ব্যক্তিত্ত্ব
[সম্পাদনা]দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা
[সম্পাদনা]বিবিধ
[সম্পাদনা]- মসজিদঃ ৪৬
- মন্দিরঃ ১৩ টি
- ব্যাংকঃ ০১ টি
- হাট ও বাজারঃ ০৫টি
- ক্লাবঃ ০৩টি
- ডাকঘরঃ ০২টি ।
- এনজিও-৫টি
- ব্যাংক-১টি
- বীমা-১১টি
- মাজার-১টি।[৪]
জমি
[সম্পাদনা]- আবাদি জমির পরিমানঃ ১,০০০ হেক্টর ।
- অনাবাদি জমির পরিমানঃ ১০ হেক্টর ।
- খাস জমির পরিমানঃ ১০ একর ।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চওড়া বড়গাছা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ "Union Parishad List"। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ ইউনিয়ন, কাশিরাম বেলপুকুর (১ আগস্ট ২০২১)। "কাশিরাম বেলপুকুর ইউনিয়ন"। কাশিরাম বেলপুকুর ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১।