জলঢাকা পৌরসভা
অবয়ব
জলঢাকা পৌরসভা বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত জলঢাকা উপজেলার একটি পৌরসভা।[১] এটি বাংলাদেশের পৌরসভারগুলোর মধ্যে “গ” শ্রেণীভুক্ত পৌরসভা।
অবস্থান
[সম্পাদনা]জলঢাকা পৌরসভাটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় অবস্থিত। এর উত্তরে বালাগ্রাম ইউনিয়ন, পূর্বে ডাউয়াবাড়ী ইউনিয়ন ও শৌলমারী ইউনিয়ন, দক্ষিণে কৈমারী ইউনিয়ন ও খুটামারা ইউনিয়ন এবং পশ্চিমে কাঁঠালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]জলঢাকা পৌরসভা ০৭টি মৌজা/মহল্লা নিয়ে গঠিত। এবং মৌজাসমূহ ০৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[২]
ওয়ার্ড নং | মৌজা | |
---|---|---|
ওয়ার্ড নং ০১ | দুন্দিবাড়ী | |
ওয়ার্ড নং ০২ | মাথা ভাঙ্গা | |
ওয়ার্ড নং ০৩, ০৪, ০৫ | বগুলাগাড়ী | |
ওয়ার্ড নং ০৬ | কাজিরহাট, ডাঙ্গাপাড়া | |
ওয়ার্ড নং ০৭, ০৮ | চেরেঙ্গা | |
ওয়ার্ড নং ০৯ | কাজির হাট |
ইতিহাস
[সম্পাদনা]জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]- মোট জনসংখ্যাঃ ৮১,৩৮৫ জন[৩]
- পুরুষঃ ৪০২৮০ জন
- মহিলাঃ ৪১১০৫ জন
শিক্ষা
[সম্পাদনা]পৌরসভার কলেজ ৫টি, মাধ্যমিক বিদ্যালয় ৫টি, মাদ্রাসা ৩টি, প্রাথমিক বিদ্যালয় ৯টি এবং ৬টি কিন্ডাগার্ডেন রয়েছে।
- উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান-
- জলঢাকা সরকারি কলেজ
- রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ
- পাইলট উচ্চ বিদ্যালয়
- জলঢাকা উচ্চ বিদ্যালয়
- আইডিয়াল ডিগ্রি কলেজ
- বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ
অর্থনীতি
[সম্পাদনা]জলঢাকার প্রধান অর্থনীতি কৃষি৷ এছাড়া মত্স্য চাষ, হাঁস মুরগ খামার, গবাদী খামার, ক্ষুদ্র কুঠির শিল্প, ব্যবসা বাণিজ্য এ এলাকার অর্থনীতিকে সচল রেখেছে ৷
বিবিধ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় তথ্য বাতায়ন"। ১০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "জলঢাকা পৌরসভার প্রশাসনিক ছক"। ১০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "জলঢাকা পৌরসভার জনসংখ্যা"। www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |