২০২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
২০২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | আফগানিস্তান | ||
তারিখ | ১৪ জুন ২০২৩ – ১৬ জুলাই ২০২৩ | ||
অধিনায়ক |
লিটন কুমার দাস (টেস্ট) তামিম ইকবাল (ওডিআই) সাকিব আল হাসান (টি২০আই) |
হাশমতউল্লাহ শাহিদি (টেস্ট ও ওডিআই) রাশিদ খান (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | নাজমুল হোসেন শান্ত (২৭০) | আফসার জাজাই (৪২) | |
সর্বাধিক উইকেট |
শরিফুল ইসলাম (৫) এবাদত হোসেন (৫) | নিজাত মাসুদ (৫) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | লিটন কুমার দাস (৯৬) | রহমানউল্লাহ গুরবাজ (১৭৩) | |
সর্বাধিক উইকেট |
শরিফুল ইসলাম (৪) সাকিব আল হাসান (৪) | ফজলুল হক ফারুকি (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ফজলুল হক ফারুকি (আফগানিস্তান) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | তাওহীদ হৃদয় (৬৬) | মোহাম্মদ নবি (৭০) | |
সর্বাধিক উইকেট |
সাকিব আল হাসান (৪) তাসকিন আহমেদ (৪) |
করিম জানাত (৩) মুজিব উর রহমান (৩) আজমতউল্লাহ ওমরজাই (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সাকিব আল হাসান (বাংলাদেশ) |
আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন ও জুলাই মাসে একটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করে।[১] ২০২৩ সালের মে মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[২][৩]
প্রাথমিকভাবে সিরিজে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৪] পরবর্তীতে সিরিজের সূচি থেকে একটি টেস্ট ও একটি টি২০আই ম্যাচ বাদ দেয়া হয়।[৫][৬]
একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে।[৭] ওডিআই সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয়।[৮] টি২০আই সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৯]
দলীয় সদস্য
[সম্পাদনা]আফগানিস্তানের টেস্ট দলে আজমতউল্লাহ ওমরজাই, জিয়া-উর-রহমান আকবর, নুর আলি জাদরান ও সৈয়দ শিরজাদকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৬] চোটের কারণে বাংলাদেশের টেস্ট দল থেকে ছিটকে যান তামিম ইকবাল।[১৭] ওডিআই সিরিজের প্রথম ম্যাচের পর তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলে ওডিআই সিরিজের অবশিষ্ট ম্যাচদ্বয়ের জন্য বাংলাদেশের ওডিআই দলে রনি তালুকদারকে যোগ করা হয়।[১৮] এছাড়াও ম্যাচদ্বয়ের জন্য বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসকে মনোনীত করা হয়।[১৯] চোটের কারণে নাভিন-উল-হক আফগানিস্তানের টি২০আই দল থেকে ছিটকে যান।[২০] তাঁর পরিবর্তে আফগানিস্তানের টি২০আই দলে নিজাত মাসুদকে অন্তর্ভুক্ত করা হয়।[২১] ওডিআই সিরিজ চলাকালে চোটের কারণে বাংলাদেশের টি২০আই দল থেকে ছিটকে যান এবাদত হোসেন।[২২]
একমাত্র টেস্ট
[সম্পাদনা]১৪–১৮ জুন ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১১ ওভার, ১৭ ওভার ও ২০ ওভার খেলা সম্ভব হয়নি।
- করিম জানাত, নিজাত মাসুদ ও বাহির শাহ (আফগানিস্তান)-এর টেস্ট অভিষেক হয়।
- নিজাত মাসুদ (আফগানিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৩][২৪]
- হাশমতউল্লাহ শাহিদি (আফগানিস্তান)-এর বদলি হিসেবে খেলেন বাহির শাহ।[২৫]
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৩ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- মোহাম্মদ সলিম (আফগানিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আবদুর রহমান রহমানি ও জিয়া-উর-রহমান আকবর (আফগানিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- করিম জানাত (আফগানিস্তান) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।[২৬]
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য ১৭ ওভারে ১১৯ নির্ধারণ করা হয়।
- ওয়াফাদার মোমন্দ (আফগানিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Schedule announced for Afghanistan's tour of Bangladesh"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩।
- ↑ "The Bangladesh Cricket Board (BCB) announces the itinerary for Afghanistan's Tour of Bangladesh 2023"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩।
- ↑ "Afghanistan's one-off Test against Bangladesh to be played from June 14"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩।
- ↑ "Bangladesh's FTP announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২।
- ↑ "Bangladesh scrap one Test against Afghanistan"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩।
- ↑ "বাংলাদেশ সফরের মধ্যে ভারতে খেলতে যাবে আফগানিস্তান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।
- ↑ "Bangladesh steer to record Test win over Afghanistan"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩।
- ↑ "Shoriful: Needed to find my rhythm, bowl better spells"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৩।
- ↑ "আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি–টোয়েন্টি সিরিজ জয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৩।
- ↑ "Afghanistan's Tour of Bangladesh 2023 – BCB announces squad for one-off Test"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩।
- ↑ "Mohammad Naim, Afif Hossain back in Bangladesh squad for Afghanistan ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩।
- ↑ "Afif, Ebadot back in Bangladesh's T20I squad for Afghanistan series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩।
- ↑ "রশিদকে ছাড়াই আসছে আফগানিস্তান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩।
- ↑ "Rashid Khan back in Afghanistan squad for Bangladesh ODIs; Noor Ahmad misses out"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩।
- ↑ "Rashid Khan, Mohammad Shahzad back in Afghanistan squad for Bangladesh T20Is"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৩।
- ↑ "ACB Name Squad for One-Off Test against Bangladesh"। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩।
- ↑ "আফগানিস্তান টেস্টে খেলা হচ্ছে না তামিমের"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- ↑ "তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি তালুকদার"। সমকাল। ৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩।
- ↑ "Litton to lead Bangladesh in last two ODIs against Afghanistan"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩।
- ↑ "Naveen-ul-Haq ruled out of Bangladesh T20Is"। বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩।
- ↑ "Nijat Masood replaces injured Naveen-ul-Haq for Bangladesh T20Is"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩।
- ↑ "Ebadot Hossain ruled out due to a knee injury"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩।
- ↑ "ট্রটের মজাকে সত্যি বানিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধস"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩।
- ↑ "Bangladesh vs Afghanistan one-off Test: Debutant Nijat Masood picks up five-wicket haul on debut"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩।
- ↑ "Taskin Ahmed grabs four as Bangladesh annihilate Afghanistan in their biggest Test win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩।
- ↑ "শেষ ওভারে বাংলাদেশের নাটকীয় জয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩।