বিষয়বস্তুতে চলুন

মোহাম্মাদ নবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মাদ নবী
২০১৪ সালে নবী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মাদ নবী ঈসা খেল
জন্ম (1985-03-03) ৩ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯)
লোগার, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক১৪ জুন ২০১৮ বনাম ভারত
শেষ টেস্ট৫ সেপ্টেম্বর ২০১৯ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক১৯ এপ্রিল ২০০৯ বনাম স্কটল্যান্ড
শেষ ওডিআই৭ জুন ২০২৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ )
১ ফেব্রুয়ারি ২০১০ বনাম আয়ারল্যান্ড
শেষ টি২০আই১৪ জুলাই ২০২৩ বনাম বাংলাদেশ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১আফগান চিটাস
২০০৭–২০১১মেরিলেবোন ক্রিকেট ক্লাব
২০০৮–২০১২পাকিস্তান কাস্টমস
২০১৩সিলেট রয়ালস
২০১৫রংপুর রাইডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ এফসি
ম্যাচ সংখ্যা ১৬১ ১১৮ ৩৫
রানের সংখ্যা ৩৩ ৩,৪৪৭ ২,০১৯ ১,২৮৪
ব্যাটিং গড় ৫.৫০ ২৭.১৪ ২২.৬৮ ২৪.২২
১০০/৫০ ০/০ ২/১৬ ০/৫ ২/৫
সর্বোচ্চ রান ২৪ ১৩৬ ৮৯ ১১৭
বল করেছে ৫৪৬ ৭,৫৯৮ ২,০৯৮ ৪,৮৪৮
উইকেট ১৬৯ ৯২ ৯৪
বোলিং গড় ৩১.৭৫ ৩২.০১ ২৮.০১ ২৩.১৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৩৬ ৫/১৭ ৪/১০ ৬/৩৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৭২/– ৬২/– ২০/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১৫ মার্চ ২০২৪

মোহাম্মাদ নবী (পশতু: محمد نبي; জন্ম: ৩ মার্চ, ১৯৮৫) হলেন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার, যিনি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন। তিনি বর্তমানে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ সিলেট রয়ালস তাকে মার্কিন ডলার $৩০,০০০ বিনিময়ে কিনে নেয়।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

নবী হচ্ছেন আফগানিস্তান জাতীয় দলের ভবিষ্যত প্রজন্মের জন্য অন্যতম একজন খেলোয়াড় এবং তিনি তার খেলার মাধ্যমে নিজের দেশকে অনেক দুর নিয়ে যেতে চেষ্টা করছেন। ২০০৯ সালে আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে তিনি দ্রুত ১১ উইকেট লাভ করেন যার ফলে আফগানিস্তান ভাল ফলাফল করতে সামর্থ্য হয়। র‌্যাঙ্কিংয়ে তারা ৫নং অবস্থান পর্যন্ত যেতে সক্ষম হন, যার ফলে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করেন। উক্ত খেলায় অভিষেক ম্যাচে নবী স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন।

২০১০ সালের ফেব্রুয়ারিতে নবীর টুয়েন্টি ২০ আন্তর্জাতিক খেলায় আয়ারল্যান্ড এর বিরুদ্ধে অভিষেক ঘটে, যেখানে তিনি মাত্র ১টি উইকেট লাভ করেছিলেন। যদিও উক্ত খেলায় আফগানিন্তান ৫ উইকেটে হেরে গিয়েছিল।

২০১০ সালের নভেম্বরে নবীকে এশিয়ান গেমসের জন্য আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয় এবং নওরোজ মঙ্গলকে অধিনায়ক থেকে অব্যহতি দেওয়া হয়। নবীর অধিনায়কত্বে আফগানিস্তান রানার্স আপ হয় যেখানে তারা ফাইনাল খেলায় বাংলাদেশের সাথে পরাজিত হয়।

ক্লাব জীবন

[সম্পাদনা]

মোহম্মাদ নবী বাংলাদেশের সিলেট রয়ালসের হয়ে ক্লাব জীবন শুরু করেন। এছাড়াও পাকিস্তানের আফগান চিটাস এবং সংযুক্ত আরব আমিরাতের মারলিবন ক্রিকেট ক্লাবের হয়েও খেলছেন।

সিলেট রয়্যালস

[সম্পাদনা]

২০১৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবী সিলেট রয়ালস এর হয়ে খেলেন এবং তার অসাধারণ নৈপূন্য প্রদর্শনের মাধ্যমে তার দল সেমি-ফাইনালে খেলতে সামর্থ্য হয়। তিনি ১৩ ম্যাচে ১৬ উইকেট লাভ করেন এবং টুর্ণামেন্টে টপ ব্যাটসম্যানদের মধ্য অন্যতম একজন ছিলেন। আন্দ্রে রাসেল এর ইনজুরির কারণে নবী দলে জায়গা পান। শেষ খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটরস এর বিরুদ্ধে নবী ক্রিস গেইল এর উইকেট লাভ করেন। উক্ত খেলায় গেইল দ্রুত গতিতে মাত্র ৫১ বলে ১১৪ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন যাতে করে তার দল সহজেই ফাইনাল খেলায় প্রবেশ করতে সামর্থ্য হয়। উক্ত খেলায় নবী দুই উইকেট নেন (ইকোনমি ৪.২৫)। অপর সেমি ফাইনালে চিটাগং কিংস এর বিরুদ্ধে নবী আরও ২টি উইকেট লাভ করেন কিন্তু তাদের জয়কে তারা থামাতে পারেননি।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]