নাজিব তারাকি
অবয়ব
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | নাজিব তারাকি | ||||||||||||||||||||||||||
জন্ম | আফগানিস্তান | ২ ফেব্রুয়ারি ১৯৯১||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি | ||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||
২০১১/১২ | আফগান চিতা | ||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, 30 September 2011 |
নাজিব তারাকি (জন্মঃ ২ ফেব্রুয়ারি ১৯৯১) একজন আফগান ক্রিকেটার। তারাকি একজন ডান-হাতি ব্যাটসম্যান হিসেবে খেলেন।
তারাকি ফয়সাল ব্যাংক টুয়েন্টি২০ কাপে রাওয়ালপিন্ডি র্যামস এর বিরুদ্ধে আফগান চিতাস এর হয়ে টুয়েন্টি২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি ফয়সালাবাদ উলভস এবং মুলতান টাইগার্সের বিরুদ্ধে অন্যান্য ২টি প্রতিযোগিতায় খেলেছেন।[১] উক্ত ৩টি খেলায় তিনি ১৮.০০ গড়ে সর্বমোট ৫৪ রান করেন, যাতে ছিল তার ৩৪ রানের একটি সর্বোচ্চ স্কোর।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Twenty20 Matches played by Najib Taraki"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Twenty20 Batting and Fielding For Each Team by Najib Taraki"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।