বুর্কিনা ফাসো জাতীয় ফুটবল দল
ডাকনাম | লে এতালোঁস (ঘোড়া) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | বুর্কিনাবি ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | কামু মালো | ||
অধিনায়ক | চার্লস কাবোরে | ||
সর্বাধিক ম্যাচ | চার্লস কাবোরে (৯৯) | ||
শীর্ষ গোলদাতা | মুমুনি দাগানো (৩৪)[১] | ||
মাঠ | ৪ আগস্ট ১৯৮৩ স্টেডিয়াম | ||
ফিফা কোড | BFA | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৫৭ (২১ ডিসেম্বর ২০২৩)[২] | ||
সর্বোচ্চ | ৩৫ (এপ্রিল–মে ২০১৭) | ||
সর্বনিম্ন | ১২৭ (ডিসেম্বর ১৯৯৩) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৬৪ ৪ (১২ জানুয়ারি ২০২৪)[৩] | ||
সর্বোচ্চ | ৫২ (সেপ্টেম্বর ২০১৭) | ||
সর্বনিম্ন | ১৩৩ (ফেব্রুয়ারি ১৯৮৭) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
আপার ভোল্টা ৫–৪ গ্যাবন (তানানারিভে, মাদাগাস্কার; ১৪ এপ্রিল ১৯৬০) | |||
বৃহত্তম জয় | |||
আপার ভোল্টা ৫–১ লাইবেরিয়া (আবিজান, কোত দিভোয়ার; ২৭ ডিসেম্বর ১৯৬১) বুর্কিনা ফাসো ৪–০ মোজাম্বিক (ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ৭ জুন ২০০৩) বুর্কিনা ফাসো ৪–০ নামিবিয়া (ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ২৬ মার্চ ২০১১) বুর্কিনা ফাসো ৪–০ ইথিওপিয়া (নেলসপ্রুইত, দক্ষিণ আফ্রিকা; ২৫ জানুয়ারি ২০১৩) বুর্কিনা ফাসো ৪–০ নাইজার (ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ২৩ মার্চ ২০১৩) বুর্কিনা ফাসো ৫–১ সোয়াজিল্যান্ড (নেলসপ্রুইত, দক্ষিণ আফ্রিকা; ১০ জানুয়ারি ২০১৫) বুর্কিনা ফাসো ৪–০ কাবু ভের্দি (ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ১৪ নভেম্বর ২০১৭) | |||
বৃহত্তম পরাজয় | |||
আলজেরিয়া ৭–০ আপার ভোল্টা (আলজেরিয়া; ৩০ আগস্ট ১৯৮১) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ১১ (১৯৭৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (২০১৩) |
বুর্কিনা ফাসো জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de football du Burkina Faso) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বুর্কিনা ফাসোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বুর্কিনাবি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬০ সালের ১৪ই এপ্রিল তারিখে, বুর্কিনা ফাসো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মাদাগাস্কারের তানানারিভেতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বুর্কিনা ফাসো আপার ভোল্টার কাছে ৫–৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ৪ আগস্ট ১৯৮৩ স্টেডিয়ামে লে এতালোঁস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কামু মালো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন দিনামো মস্কোর মধ্যমাঠের খেলোয়াড় চার্লস কাবোরে।
বুর্কিনা ফাসো এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে বুর্কিনা ফাসো এপর্যন্ত ১১ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৩ আফ্রিকা কাপ অফ নেশন্সের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা নাইজেরিয়ার কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
চার্লস কাবোরে, জনাথন পিত্রোইপা, বাকারি কোনে, মুমুনি দাগানো এবং আরিস্তিদে বঁসের মতো খেলোয়াড়গণ বুর্কিনা ফাসোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৭ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বুর্কিনা ফাসো তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩৫তম) অর্জন করে এবং ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১২৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বুর্কিনা ফাসোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫২ম (যা তারা ২০১৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৫৫ | জ্যামাইকা | ১৪২১.৫৪ | |
৫৬ | সৌদি আরব | ১৪২১.০৬ | |
৫৭ | বুর্কিনা ফাসো | ১৪১১.০১ | |
৫৮ | কাতার | ১৪০৭.৩ | |
৫৯ | ফিনল্যান্ড | ১৪০১.৩১ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৬২ | ২ | সৌদি আরব | ১৫৮৫ |
৬৩ | ২৬ | কোস্টা রিকা | ১৫৭৭ |
৬৪ | ৪ | বুর্কিনা ফাসো | ১৫৭১ |
৬৫ | ১১ | নাইজেরিয়া | ১৫৬৮ |
৬৫ | ১২ | উত্তর মেসিডোনিয়া | ১৫৬৮ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
আপার ভোল্টা হিসেবে | আপার ভোল্টা হিসেবে | ||||||||||||||
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | উত্তীর্ণ হয়নি | ৪ | ১ | ২ | ১ | ৪ | ৪ | ||||||||
১৯৮২ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
বুর্কিনা ফাসো হিসেবে | বুর্কিনা ফাসো হিসেবে | ||||||||||||||
১৯৮৬ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৯০ | উত্তীর্ণ হয়নি | ২ | ১ | ০ | ১ | ২ | ৩ | ||||||||
১৯৯৪ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৯৮ | উত্তীর্ণ হয়নি | ৮ | ১ | ১ | ৬ | ৯ | ১৭ | ||||||||
২০০২ | ৮ | ২ | ২ | ৪ | ১১ | ১০ | |||||||||
২০০৬ | ১০ | ৪ | ১ | ৫ | ১৪ | ১৩ | |||||||||
২০১০ | ১২ | ৯ | ১ | ২ | ২৪ | ১৬ | |||||||||
২০১৪ | ৮ | ৫ | ০ | ৩ | ১০ | ৭ | |||||||||
২০১৮ | ৮ | ৩ | ৩ | ২ | ১৩ | ৮ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/৮ | ৬০ | ২৬ | ১০ | ২৪ | ৮৭ | ৭৮ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mamrud, Roberto; Stokkermans, Karel। "Players with 100+ Caps and 30+ International Goals"। RSSSF। ২০১১-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২৭।
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ বুর্কিনা ফাসো জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ বুর্কিনা ফাসো জাতীয় ফুটবল দল (ইংরেজি)