বাংলাদেশ–রুয়ান্ডা সম্পর্ক
বাংলাদেশ |
রুয়ান্ডা |
---|
বাংলাদেশ–রুয়ান্ডা সম্পর্ক হল বাংলাদেশ ও রুয়ান্ডা রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। দুটি রাষ্ট্রই নন-এলাইনড মুভমেন্ট, গ্রুপ অব ৭৭ এবং কমনওয়েলথ অব নেশনস সংস্থার সদস্য। কোনো রাষ্ট্রেরই স্থায়ী রাষ্ট্রদূত নেই।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৪ সালে বাংলাদেশ সৈনিক ও স্থাস্থ্য কর্মকর্তাসহ মোট ৯০০ জন শান্তিরক্ষীকে রুয়ান্ডান গণহত্যাকালীন শান্তিরক্ষার জন্য রুয়ান্ডায় পাঠায়।[১] মোট ৪০টি দেশ এ মিশনে অনুরূপ সহায়তা দিয়েছিল।
সম্প্রতি ২০১২ সালে বাংলাদেশ থেকে রুয়ান্ডায় একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। ঐ সময় রুয়ান্ডা বাংলাদেশি ব্যবসায়ীদের কাছ থেকে বিনিয়োগ কামনা করে।[২]
কেন্দ্রীয় আফ্রিকাতে রুয়ান্ডার অবস্থান, ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের কেন্দ্রীয় আফ্রিকাতে যাওয়া সহজতর করতে রুয়ান্ডা কৌশলগত দিক থেকেও আদর্শ।\[৩]
বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক এবং ওষুধজাতীয় দ্রব্য রুয়ান্ডার বাজারে ভালো কদর পাচ্ছে।[৪]
যান্ত্রিক কৃষিক্ষেত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, টেক্সটাইল, বস্ত্র, সিরামিক এবং জাহাজনির্মাণ শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা রুয়ান্ডা অনুকরণ করতে চায় বলে জানিয়েছে।[৫]
২০১৫ সালে রুয়ান্ডা বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করে বলেছে, "বাণিজ্য ও বিনিয়োগ, টেক্সটাইল ও পাটশিল্প উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ, আন্তর্জাতিক শান্তিরক্ষায় সামর্থ্য বিনির্মাণ" বিষয়ে তারা আগ্রহী।[৬] বাংলাদেশ রুয়ান্ডায় আনুষ্ঠানিক সফরের মাধ্যমে এ দুই দেশের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করা হবে বলে জানায়।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Grünfeld, Frederik; Huijboom, Anke (২০০৭)। The Failure to Prevent Genocide in Rwanda: The Role of Bystanders। Martinus Nijhoff Publishers। পৃষ্ঠা 58, 208, 214।
- ↑ "Rwanda seeks more trade with Bangladesh"। নিউ এজ (বাংলাদেশ)। মে ১৭, ২০১২। জানুয়ারি ১৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৩।
রুয়ান্ডার রাষ্ট্রদূত উইলিয়ামস কুরুনজিজা কেন্দ্রীয় আফ্রিকার দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য বলেন। বুধবার সিসিসিআইতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও বাণিজ্য মন্ত্রী মুর্শেদ মুরাদ ইব্রাহিমের সাথে আলোচনাকালীন তিনি এ কথা জানান।
- ↑ "CCCI Urged to Invest in Central Africa"। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (বাংলাদেশ)। মে ১৭, ২০১২। সংগ্রহের তারিখ ২০১৫-০১-১১।
- ↑ "Rwandan envoy invites investment from Bangladesh"। ডেইলি সান। মে ১৭, ২০১২। মে ২৮, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-১০।
- ↑ "Nkurunziza presents credentials in Bangladesh"। দ্য নিউ টাইমস। জুন ২৯, ২০১১। ২০১৫-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-১০।
ভারতে নিযুক্ত রুয়ান্ডার রাষ্ট্রদূত উইলিয়ামস কুরুনজিজা বাংলাদেশি রাষ্ট্রদূত জিল্লুর রহমানের সাথে তার বিবরণী পেশ করেন।
- ↑ James Karuhanga (জানুয়ারি ৮, ২০১৫)। "Rwanda: Amb. Rwamucyo Presents Credentials in Bangladesh"। দ্য নিউ টাইমস। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫।
- ↑ James Karuhanga (জানুয়ারি ৯, ২০১৫)। "Bangladeshi entrepreneurs keen to invest in Rwanda"। দ্য নিউ টাইমস।
বাংলাদেশি বিনিয়োগকারীরা রুয়ান্ডায় সম্ভাব্য বিনিয়োগের খাত উদঘাটনে দেশটিতে সফর করার প্রতিশ্রুতি দিয়েছেন।