পঞ্চগড় সদর থানা
পঞ্চগড় সদর | |
---|---|
থানা | |
পঞ্চগড় সদর থানা | |
বাংলাদেশে পঞ্চগড় সদর থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°১৯′৫৭″ উত্তর ৮৮°৩৩′১৫″ পূর্ব / ২৬.৩৩২৫২৫° উত্তর ৮৮.৫৫৪২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | পঞ্চগড় সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯১১ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫০০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পঞ্চগড় সদর থানা বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত পঞ্চগড় সদর উপজেলার একটি থানা।
পটভূমি
[সম্পাদনা]ব্রিটিশ শাসনামলে পঞ্চগড় জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত হয় এবং ১৯১১-১৯১২ খ্রিস্টাব্দে একটি পূর্ণাঙ্গ থানায় উন্নীত হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় বর্তমান পঞ্চগড় জেলার ০৪টি থানা জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন করে দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৯ সালে এখানে স্থাপিত হয় মুন্সেফ,ম্যাজিস্ট্রেড কোর্ট,পুলিশ ইন্সপেক্টর ও সার্কেল অফিস। পরবর্তীতে ঠাকঁরগাঁও মহকুমার আটোয়ারী থানাকে বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ার সাথে যুক্ত করে পঞ্চগড় মহকুমা গঠিত হয় ১৯৮০ খ্রিস্টাব্দের ১ জানুয়ারী। এরপর ১৯৮৩ খ্রিস্টাব্দের ১ জুন এটি মান উন্নীত থানায় রূপান্তরিত হয়।[১]
প্রশাসনিক এলাকাসমূহ
[সম্পাদনা]পঞ্চগড় সদর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পঞ্চগড় সদর থানার অধীন।[২]
- ১নং অমরখানা
- ২নং হাফিজাবাদ
- ৩নং পঞ্চগড় সদর
- ৪নং কামাত কাজলদিঘী
- ৫নং চাকলাহাট
- ৬নং সাতমেরা
- ৭নং হাড়িভাসা
- ৮নং ধাক্কামারা
- ৯নং মাগুরা
- ১০নং গড়িনাবাড়ী
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পঞ্চগড় সদর উপজেলা - পটভূমি"। panchagarhsadar.panchagarh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ "পঞ্চগড় সদর উপজেলা - ইউনিয়নসমূহ"। panchagarhsadar.panchagarh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।