কোতোয়ালী থানা, রংপুর
কোতোয়ালী | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
রংপুর কোতোয়ালী থানা | |
বাংলাদেশে কোতোয়ালী থানা, রংপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৪৪′৫২.৫৭৩″ উত্তর ৮৯°১৫′২.০২৭″ পূর্ব / ২৫.৭৪৭৯৩৬৯৪° উত্তর ৮৯.২৫০৫৬৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
শহর | রংপুর সিটি কর্পোরেশন |
প্রতিষ্ঠাকাল | ১৮৭৭ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৪০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কোতোয়ালী বাংলাদেশের রংপুর জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন।
ইতিহাস
[সম্পাদনা]১৮৭৭ সালে রংপুর কোতোয়ালী থানা প্রতিষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার আগে এ থানার অধীনে মোট ইউনিয়ন ছিল ১১টি।[১] কিন্তু ২০১২ খ্রিস্টাব্দের ২৮ জুন রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে রংপুর পৌরসভাসহ রংপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যায় এবং কোতোয়ালী থানাসহ মোট ৬টি মেট্রোপলিটন থানার অধীনে সম্পূর্ণ সিটি কর্পোরেশনকে ৩৩টি ওয়ার্ডে বিভক্ত করা হয়।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রংপুর সিটি কর্পোরেশনের পশ্চিম-মধ্যভাগে মূলাটোল এলাকায় কোতোয়ালী থানার অবস্থান। এর উত্তর-পশ্চিমে হাজিরহাট থানা, উত্তরে পরশুরাম থানা, উত্তর-পূর্বে হারাগাছ থানা, পূর্বে মাহিগঞ্জ থানা, দক্ষিণে তাজহাট থানা ও মিঠাপুকুর উপজেলা এবং দক্ষিণ-পশ্চিমে বদরগঞ্জ উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কোতোয়ালী থানার আওতাধীন রংপুর সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:
- ১৩নং ওয়ার্ড
- ১৪নং ওয়ার্ড
- ১৫নং ওয়ার্ড (আংশিক)
- ১৬নং ওয়ার্ড
- ১৭নং ওয়ার্ড
- ১৮নং ওয়ার্ড
- ১৯নং ওয়ার্ড
- ২০নং ওয়ার্ড
- ২১নং ওয়ার্ড
- ২২নং ওয়ার্ড
- ২৩নং ওয়ার্ড
- ২৪নং ওয়ার্ড
- ২৫নং ওয়ার্ড
- ২৬নং ওয়ার্ড
- ২৭নং ওয়ার্ড
- ২৮নং ওয়ার্ড (আংশিক)
- ৩নং চন্দনপাট ইউনিয়ন (রংপুর সদর উপজেলা)
- ৪নং সদ্যপুস্করণী ইউনিয়ন (রংপুর সদর উপজেলা)
- ১১নং গোপালপুর ইউনিয়ন (বদরগঞ্জ উপজেলা)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রংপুর সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩।