বিষয়বস্তুতে চলুন

উলিপুর উপজেলা

স্থানাঙ্ক: ২৫°৩৯′৪৮″ উত্তর ৮৯°৩৮′১৪″ পূর্ব / ২৫.৬৬৩৩৩° উত্তর ৮৯.৬৩৭২২° পূর্ব / 25.66333; 89.63722
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উলিপুর
উপজেলা
মানচিত্রে উলিপুর উপজেলা
মানচিত্রে উলিপুর উপজেলা
স্থানাঙ্ক: ২৫°৩৯′৪৮″ উত্তর ৮৯°৩৮′১৪″ পূর্ব / ২৫.৬৬৩৩৩° উত্তর ৮৯.৬৩৭২২° পূর্ব / 25.66333; 89.63722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
আয়তন
 • মোট৫০৪.১৯ বর্গকিমি (১৯৪.৬৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,১০,৮৯০ []
সাক্ষরতার হার
 • মোট৬৮.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৪৯ ৯৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

উলিপুর উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি দেশের বৃহৎ উপজেলা সমূহের মধ্যে একটি।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

কুড়িগ্রাম জেলা সদর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে ২৫°৩৩´ থেকে ২৫°৪৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৯´ থেকে ৮৯°৫১´ পূর্ব দ্রাঘিমাংশে উলিপুর উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে কুড়িগ্রাম সদর উপজেলারাজারহাট উপজেলা, দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাচিলমারী উপজেলা, পূর্বে রৌমারী উপজেলাভারতের আসাম, পশ্চিমে রংপুর জেলার পীরগাছা উপজেলাগাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা

আয়তন

[সম্পাদনা]

উলিপুর উপজেলার আয়তন ৫০৪.১৯ বর্গ কিলোমিটার।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

উলিপুর উপজেলায় রয়েছে একটি পৌরসভা, ১৩টি ইউনিয়ন পরিষদ, ১৪৭টি মৌজা এবং ৩৫৮টি গ্রাম। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম উলিপুর থানাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী উলিপুর উপজেলার মোট জনসংখ্যা ৪,১০,৮৯০ জন। এর মধ্যে পুরুষ ১,৯৮,৬২৫ জন ও মহিলা ২,১২,২৬৫ জন।

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উলিপুর উপজেলার সাক্ষরতার হার ৫৫.৪০% (পুরুষ ৫৮.৪৫%, মহিলা ৫৩.৯১%)। এ উপজেলায় ৮টি কলেজ (১টি সরকারি কলেজ), ৬২টি মাধ্যমিক বিদ্যালয় (১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ২৪২টি প্রাথমিক বিদ্যালয় (১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়), ৫৫টি মাদ্রাসা (৪০টি দাখিল, ৬টি আলিম, ৮টি ফাজিল ও ১টি কামিল মাদ্রাসা) রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

স্কুল এন্ড কলেজ

  • উলিপুর এম, এস স্কুল এন্ড কলেজ
  • কৃষ্ণ মঙ্গল স্কুল এন্ড কলেজ
  • উমানন্দ স্কুল এন্ড কলেজ
  • হযরত ফাতেমা (রাঃ) পৌর বাঃ স্কুল এন্ড কঃ

কলেজ

  • উলিপুর সরকারী ডিগ্রী কলেজ
  • উলিপুর মহিলা ডিগ্রী কলেজ
  • এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ
  • উলিপুর আদর্শ কলেজ
  • পাঁচপীর ডিগ্রী কলেজ
  • বজরা এল কে আমিন ডিগ্রী কলেজ
  • গুনাইগাছ ডিগ্রী কলেজ
  • বজরা কলেজ
  • থেতরাই এ জে কলেজ
  • মন্ডলের হাট কলেজ
  • মেধা বিকাশ টেকনিক্যাল এন্ড বি এম কলেজ
  • নামাজের চর কলেজ


মাদ্রাসা

  • সাতদরগা নেছারিয়া আলীয়া মাদ্রাসা (১৯৫২)
  • কামাল খামার দ্বিমুখী সিনিয়র মাদ্রাসা (১৯৫৪)
  • নুরেশ্বর আমীনিয়া মাদ্রাসা (১৯৫৪)

অর্থনীতি

[সম্পাদনা]
  • মোট আবাদী জমির পরিমাণঃ ২৮,২৫০ একর
  • অর্থকরী ফসলঃ ধান, গম, সবজি,আলু, পাঠ, আখ প্রভৃতি
  • শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাঃ মোট ৭৩০টি, কুটির শিল্প- ৭৩০টি
  • পেশাঃ প্রাধান পেশা হচ্ছে কৃষি কাজ,তাছারাও আছে চাকরিজীবী,কামার,কুমার,জেলে ইত্যাদি।
  • পাকা রাস্তাঃ ১৮০কি. মি
  • কাঁচা রাস্তাঃ ৪৪৬ কি. মি.

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • জিয়া পুকুর
  • জালার পীরের দরগাহ
  • সাত দরগাহ মাজার
  • কাজীর মসজিদ
  • ঠাঁকুরবাড়ি মন্দির
  • ব্রহ্মপুত্র নদ
  • তিস্তা নদী
  • নাওডাঙ্গার বিল
  • দাগারকুটি বধ্যভূমি স্মৃতিসৌধ
  • পাঁচপীর রেলওয়ে স্টেশন, দুর্গাপুর
  • পানের বড়জ, পান্ডুল
  • কাঁচারী পুকর
  • কাশির খামার জমে মসজিদ
  • বাহারের ঘাট
  • টি বাধ, নাগরাকুঁড়া
  • মুন্সিবাড়ী

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • এ কে এম মাইদুল ইসলাম (রাজনীতিবিদ,শিল্পপতি,সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম-৩ এবং চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা কাসেম গ্রুপ)
  • ভূপতি ভূষণ বর্মা (বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী)
  • আককাছ আলী সরকার (চিকিৎসক,শিল্পপতি, রাজনীতিবিদ,সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম -৩ ও প্রাইম মেডিকেল কলেজে রংপুর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং চেয়ারম্যান প্রাইম গ্রুপ)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "একনজরে উলিপুর উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]