Poem Poetry Quotes
Quotes tagged as "poem-poetry"
Showing 1-30 of 40
![Monica Laura Rapeanu](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/authors/1738076340i/26360306._UY200_CR11,0,200,200_.jpg)
“When I first met you
A thousand songs ago
I didn't know that you were
So many sunrises away.
(from the book "The Void that Reflects Your Beauty")”
―
A thousand songs ago
I didn't know that you were
So many sunrises away.
(from the book "The Void that Reflects Your Beauty")”
―
“বাষট্টি বছর ধরে এক কুরে ব্যথা আমাকে ভোগাচ্ছে,
প্রথম জীবনে যাকে ভালোবেসেছিলাম, তাকে পাইনি
বলে। এই ব্যথা উপশম হবে মৃত্যুর পরে, কোনো
নিশ্চয়তা কি আছে? যদি এমন কোনো নিশ্চয়তা দিতে পারো, তবে আমার জন্য সাড়ে তিন হাত মাটি খুড়ে
সাদা কাফনের ব্যবস্থা করো। আমি জানাযা ছাড়া
তার পথের পথিক হবো।”
―
প্রথম জীবনে যাকে ভালোবেসেছিলাম, তাকে পাইনি
বলে। এই ব্যথা উপশম হবে মৃত্যুর পরে, কোনো
নিশ্চয়তা কি আছে? যদি এমন কোনো নিশ্চয়তা দিতে পারো, তবে আমার জন্য সাড়ে তিন হাত মাটি খুড়ে
সাদা কাফনের ব্যবস্থা করো। আমি জানাযা ছাড়া
তার পথের পথিক হবো।”
―
“প্রবাসী হয়ে, বাংলার ধুলো ঝেড়ে—
নতুন জগতে যারা, বাঁধিতে চলিয়া
যায় নীড়;— আমি যাই নাকো তাহাদের ভীড়ে—
থেকে যেতে চাই;— নাক ফুল পরা নারীর মুখ ফেলিয়া
যেতে চাই নাকো বিদেশে কোথাও!”
―
নতুন জগতে যারা, বাঁধিতে চলিয়া
যায় নীড়;— আমি যাই নাকো তাহাদের ভীড়ে—
থেকে যেতে চাই;— নাক ফুল পরা নারীর মুখ ফেলিয়া
যেতে চাই নাকো বিদেশে কোথাও!”
―
“আমি, হয়তো একাকী হয়ে হঠাৎ ঝরিয়া যাবো
ধূসর সন্ধ্যায় কিংবা মাঝরাতে;— যেইভাবে ঝরে
গাছের শুকনো পাতা;— তার গাছেরই অগোচরে।”
―
ধূসর সন্ধ্যায় কিংবা মাঝরাতে;— যেইভাবে ঝরে
গাছের শুকনো পাতা;— তার গাছেরই অগোচরে।”
―
“আমি যাকে ভালোবেসে ডাকিয়াছিলাম কাছে,-
কবে তাকে ভুলে গেছি; কোথায় সে চলে গেছে
নাই তাহার হদিস;— যানজট ভীড় ফেলে দূরে
বহুদূরে একা চলে গেছে;— সব ধুলো ঝেড়ে
কাহার সাথে সে ঘুরে শাটল ট্রেনে—পাহাড়ে;
কোন যুবকের প্রেম, ডেকে নেয় কাছে তারে,-
তার উষ্ণতার স্বাদে যুবক হয় উন্মাদ?
বিচ্ছেদের ভীড়ে— প্রেম গাঁথা হয় কি প্রবাদ?”
―
কবে তাকে ভুলে গেছি; কোথায় সে চলে গেছে
নাই তাহার হদিস;— যানজট ভীড় ফেলে দূরে
বহুদূরে একা চলে গেছে;— সব ধুলো ঝেড়ে
কাহার সাথে সে ঘুরে শাটল ট্রেনে—পাহাড়ে;
কোন যুবকের প্রেম, ডেকে নেয় কাছে তারে,-
তার উষ্ণতার স্বাদে যুবক হয় উন্মাদ?
বিচ্ছেদের ভীড়ে— প্রেম গাঁথা হয় কি প্রবাদ?”
―
“পৃথিবীর এইসব প্রেমে, অযাচিত বিষন্নতা;
জীবনের শেষ হলে, আমি না থাকিলে রবে বেশ
তুমি;— ঝিলমিল আলো পৃথিবীতে, চারিপাশে; বার্তা
পৌঁছাবে না কোনোদিনই;—”
―
জীবনের শেষ হলে, আমি না থাকিলে রবে বেশ
তুমি;— ঝিলমিল আলো পৃথিবীতে, চারিপাশে; বার্তা
পৌঁছাবে না কোনোদিনই;—”
―
“আমার ছাপোষা দুঃখ গুলো দিন দিন বড় হচ্ছে...
এখন তার বয়স একুশ হয়েছে।
বয়স বাড়লে নানা পেরেশানি আসে;
দুঃখের জ্বালাতন তুমুল যন্ত্রণা
মাথায় মগজে মনে বেনামি কল্পনা।
আমার ছাপোষা ব্যথা কেউ ধার নেবে?
ওর বয়স একুশ হলো, একজন সঙ্গী চাই।”
―
এখন তার বয়স একুশ হয়েছে।
বয়স বাড়লে নানা পেরেশানি আসে;
দুঃখের জ্বালাতন তুমুল যন্ত্রণা
মাথায় মগজে মনে বেনামি কল্পনা।
আমার ছাপোষা ব্যথা কেউ ধার নেবে?
ওর বয়স একুশ হলো, একজন সঙ্গী চাই।”
―
“আমাদেরও পাতার মতো ফুরাবে জীবন
একদিন;— তারপর, হবে মাটিতে পতন।
সব ব্যথা শেষ হবে, থেকে যাবে আয়োজন।
কত রঙ পৃথিবীর মাঝে, দেখিবো না আর,-
হয়তো কেউ বলিবে না,- এ কবরটি কার।”
―
একদিন;— তারপর, হবে মাটিতে পতন।
সব ব্যথা শেষ হবে, থেকে যাবে আয়োজন।
কত রঙ পৃথিবীর মাঝে, দেখিবো না আর,-
হয়তো কেউ বলিবে না,- এ কবরটি কার।”
―
“চারকোনা হিম ঘরে, এক রাত্রি সে কাটিয়েছে কিভাবে তাহার ভেতর?
গ্লাসের ভিতর তার ফ্যাকাসে মুখ, আজও ভেসে ওঠে চোখে
চার চাকা লাশবাহী গাড়ি তাকে নিয়ে গেছে, আছে কি সে সুখে?
আতাগাছ, পারিজাত, দুর্বাঘাস সংসার বাঁধে তাহার কবরের ’পর
দেখে এসেছি তাহারে, মাটির নীড়ে তাহার জীবনযাপন
সময় নিয়েছে মৃত্যু দিয়ে তারে;— রাখিয়াছি আপনাকে মনে, প্রিয়জন।”
―
গ্লাসের ভিতর তার ফ্যাকাসে মুখ, আজও ভেসে ওঠে চোখে
চার চাকা লাশবাহী গাড়ি তাকে নিয়ে গেছে, আছে কি সে সুখে?
আতাগাছ, পারিজাত, দুর্বাঘাস সংসার বাঁধে তাহার কবরের ’পর
দেখে এসেছি তাহারে, মাটির নীড়ে তাহার জীবনযাপন
সময় নিয়েছে মৃত্যু দিয়ে তারে;— রাখিয়াছি আপনাকে মনে, প্রিয়জন।”
―
“ভরা ভরা দুঃখে
আঁখি ভরা জল ;
ডুবে গেছে হৃদয়
হারাইছি অতল।
পাইনি ঠাঁই!
গাইনি তাই
গান-কবিতা-
পাইছি শুধু ব্যথা।
দিয়েছি ফুল ;
করেছি ভুল!
কেউ জানে না,
হারাইছি দুকূল।”
―
আঁখি ভরা জল ;
ডুবে গেছে হৃদয়
হারাইছি অতল।
পাইনি ঠাঁই!
গাইনি তাই
গান-কবিতা-
পাইছি শুধু ব্যথা।
দিয়েছি ফুল ;
করেছি ভুল!
কেউ জানে না,
হারাইছি দুকূল।”
―
“মনে মনে আজ কত বেদনা
জলে জলে আজ শত যাতনা
শোনেনি কোনো বারণ
মানেনি কোনো কারণ
অবশেষে নির্ঘুম রাত্রি যাপন
দীর্ঘশ্বাস করেছে আপন।”
―
জলে জলে আজ শত যাতনা
শোনেনি কোনো বারণ
মানেনি কোনো কারণ
অবশেষে নির্ঘুম রাত্রি যাপন
দীর্ঘশ্বাস করেছে আপন।”
―
“শীতে শীতে রিক্তের বেদন
দুয়ারে দুয়ারে দুখের আলাপন
মন জমিন ফেঁটে চৌচির
ধুলো জমা মন প্রাচীর
বসন্ত নিয়ে আসেনি কেউ
হৃদয়ে ওঠেনি সমুদ্রের ঢেউ।”
―
দুয়ারে দুয়ারে দুখের আলাপন
মন জমিন ফেঁটে চৌচির
ধুলো জমা মন প্রাচীর
বসন্ত নিয়ে আসেনি কেউ
হৃদয়ে ওঠেনি সমুদ্রের ঢেউ।”
―
“বিরহ দাও ; জ্বালায় শতও
দূরে ঠেলে দাও ; কাঁদায় যতও
হেলায়-ফেলায় যত দূরে সরাও
তত তুমি, মনে প্রেম বাড়াও
বারেক ফিরে তাকাও পিছনে
আমার বারী তোমার সনে।”
―
দূরে ঠেলে দাও ; কাঁদায় যতও
হেলায়-ফেলায় যত দূরে সরাও
তত তুমি, মনে প্রেম বাড়াও
বারেক ফিরে তাকাও পিছনে
আমার বারী তোমার সনে।”
―
“তোমারে দেখি না কতদিন ,
তুমিও আমারে দেখো না ,
আমার চলার পথ ঠিকই দেখে তোমার মলিন মুখছবি
বাতাসও ছুঁয়ে যায় তোমার শরীর সারা রাত-দিনভর;
তোমার পায়ের ধুলো উড়ে এসে
লুটাইয়া পড়ে আমার পায়ের উপর।”
―
তুমিও আমারে দেখো না ,
আমার চলার পথ ঠিকই দেখে তোমার মলিন মুখছবি
বাতাসও ছুঁয়ে যায় তোমার শরীর সারা রাত-দিনভর;
তোমার পায়ের ধুলো উড়ে এসে
লুটাইয়া পড়ে আমার পায়ের উপর।”
―
“মুখে নিকোটিনের দুর্গন্ধ __ লাল পানি গলাধঃকরণ আর পতিতালয়ে কাটানো অগোছালো জীবন নিয়ে আমি কখনো তোমার সামনে দাড়াতে পারবো না।
আমি কখনো তোমারে ভুলতে চাই না— তাই ভুলে যাওয়ার কোনো ঝুটঝামেলা আমার নাই।”
―
আমি কখনো তোমারে ভুলতে চাই না— তাই ভুলে যাওয়ার কোনো ঝুটঝামেলা আমার নাই।”
―
“প্রেমহীনতার ব্যথা নেই পরপারে
দুই খেয়াঘাট পরে থাকে দুইধারে
মাঝখানে ব্যবধান কত নদী পথ
দুই কূলে পাড় ভাঙে নদীর দ্বৈরথ”
―
দুই খেয়াঘাট পরে থাকে দুইধারে
মাঝখানে ব্যবধান কত নদী পথ
দুই কূলে পাড় ভাঙে নদীর দ্বৈরথ”
―
“কিছু কথা অপঠিত থেকে যায়.
বেদনার সব কথা মানুষ বলে না!
কিছু কবিতা অলিখিত থেকে যায়.
বেদনার সব কবিতা প্রকাশ হয় না!
মানুষের কত ব্যথা-ক্ষত সেড়ে যায়.
শুধু সাড়ে না বুকের বাঁপাশের ক্ষত-ব্যথা!”
―
বেদনার সব কথা মানুষ বলে না!
কিছু কবিতা অলিখিত থেকে যায়.
বেদনার সব কবিতা প্রকাশ হয় না!
মানুষের কত ব্যথা-ক্ষত সেড়ে যায়.
শুধু সাড়ে না বুকের বাঁপাশের ক্ষত-ব্যথা!”
―
“এ শহরে কতকিছু দেহি
বাস দেখি ট্রাক দেখি ছোটো ছোটো গাড়ি দেহি
মানুষের ভীড় ঠেইলা কতেককে দৌড়াইয়া বাসে উঠতে দেহি
অবসরে অনেকরে রাস্তায় বইস্যা থাকতে দেহি
ময়লা আবর্জনার ভাগাড়ে কত কাক কুকুরের ভীড় দেহি
বড় বড় দালানরে আকাশ ছুঁইতে দেহি
নিউমার্কেটের ফুটপাতে দেড়শো-দুইশো বইল্যা চিল্লানো হকার দেহি
নীলক্ষেতে স্বত্বহীন কত উপন্যাস গল্পের বই দেহি
বইয়ের পাতায় কতশত নারী চরিত্র দেহি
শুধু তোমারে দেহি না শকুন্তলা
নীল আকাশে মাথার উপরে অনেক চিল উড়তে দেখি
ওরা কি তোমারে দেখে শকুন্তলা?”
―
বাস দেখি ট্রাক দেখি ছোটো ছোটো গাড়ি দেহি
মানুষের ভীড় ঠেইলা কতেককে দৌড়াইয়া বাসে উঠতে দেহি
অবসরে অনেকরে রাস্তায় বইস্যা থাকতে দেহি
ময়লা আবর্জনার ভাগাড়ে কত কাক কুকুরের ভীড় দেহি
বড় বড় দালানরে আকাশ ছুঁইতে দেহি
নিউমার্কেটের ফুটপাতে দেড়শো-দুইশো বইল্যা চিল্লানো হকার দেহি
নীলক্ষেতে স্বত্বহীন কত উপন্যাস গল্পের বই দেহি
বইয়ের পাতায় কতশত নারী চরিত্র দেহি
শুধু তোমারে দেহি না শকুন্তলা
নীল আকাশে মাথার উপরে অনেক চিল উড়তে দেখি
ওরা কি তোমারে দেখে শকুন্তলা?”
―
“ছুটি শেষে মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর,
ছোটো ছেলেটার যেরকম একা একা লাগে
মাঝে মাঝে তুমিহীন, আমারও ঠিক
তেমনই একা একা লাগে”
―
ছোটো ছেলেটার যেরকম একা একা লাগে
মাঝে মাঝে তুমিহীন, আমারও ঠিক
তেমনই একা একা লাগে”
―
“হায় ফুল, সবুজের পাশে ফুটে থাকা, শাদা জবা ফুল ;
তুমি ফুটে থাকিও না; পিছু ডাকিও না কখনো আমারে
তোমার দিকে তাকালে তাহার কোমল মুখ মনে পরে।
তাহার জ্যোৎস্না শাদা কপালের ‘পরে নেমে আসে চুল।
হায় ফুল, সবুজের বনে ফুটে থাকা, শাদা জবা ফুল ;
আমারে পিছু ডাকিও না কভু ; ভুলিতে চাই তার মুখ!
তোমার পাশে দাড়ালে, মনে আসে তার উন্মীলিত চোখ
হায় জবা ফুল, ভালোবাসি বলে, আর বিধিয়োনা শূল”
―
তুমি ফুটে থাকিও না; পিছু ডাকিও না কখনো আমারে
তোমার দিকে তাকালে তাহার কোমল মুখ মনে পরে।
তাহার জ্যোৎস্না শাদা কপালের ‘পরে নেমে আসে চুল।
হায় ফুল, সবুজের বনে ফুটে থাকা, শাদা জবা ফুল ;
আমারে পিছু ডাকিও না কভু ; ভুলিতে চাই তার মুখ!
তোমার পাশে দাড়ালে, মনে আসে তার উন্মীলিত চোখ
হায় জবা ফুল, ভালোবাসি বলে, আর বিধিয়োনা শূল”
―
“মাঝি নিবা কি আমারে তোমার নৌকায়?
বসতে দিবা কি হৃদয়ের পাটাতনে?
আমি মহাযাত্রা পালে যেতে চাই আজ ;
তুমি আমার ভুবন মাঝি হয়ে যাও।
তোমার নৌকায় যাইবার বড় সাধ
জাগিছে আমার;– আজ নিও দয়া করে।”
―
বসতে দিবা কি হৃদয়ের পাটাতনে?
আমি মহাযাত্রা পালে যেতে চাই আজ ;
তুমি আমার ভুবন মাঝি হয়ে যাও।
তোমার নৌকায় যাইবার বড় সাধ
জাগিছে আমার;– আজ নিও দয়া করে।”
―
“পৃথিবীর এইসব, আলোর আলোচনায়
মিশে আছে অসম্ভব অন্ধকার;—
দু‘হাতে ধরেছিলাম যে হাত,— ঝাপসা
আজ দু‘চোখের ধার।”
―
মিশে আছে অসম্ভব অন্ধকার;—
দু‘হাতে ধরেছিলাম যে হাত,— ঝাপসা
আজ দু‘চোখের ধার।”
―
“তুমি এসেছিলে— মিহি কুয়াশার মতো
এসেছিলে কোনো এক শীতের সন্ধ্যায় ;
ঘন কুয়াশায় আমি দেখি না তোমায়,-
ঝরে যাও, সকালের শিশিরের মতো।”
―
এসেছিলে কোনো এক শীতের সন্ধ্যায় ;
ঘন কুয়াশায় আমি দেখি না তোমায়,-
ঝরে যাও, সকালের শিশিরের মতো।”
―
“মুছে ফেলেছে মানুষ যোগাযোগ— কত প্রিয় মানুষের সাথে।
যোগাযোগের এখন অনেক মাধ্যম;– তবু বার্তাটা পৌঁছেনা।
নিভিয়ে ফেলেছে আলো মানুষের জীবনের;– নব্য বৃত্তি গাঁথে।
রঙিন আলো এখন অনেক— তবুও প্রিয় মুখটা দেখেনা।”
―
যোগাযোগের এখন অনেক মাধ্যম;– তবু বার্তাটা পৌঁছেনা।
নিভিয়ে ফেলেছে আলো মানুষের জীবনের;– নব্য বৃত্তি গাঁথে।
রঙিন আলো এখন অনেক— তবুও প্রিয় মুখটা দেখেনা।”
―
“দেখতে দেখতে ঝরে যাবো
সেদিন ঝরিবে কি শিউলি
সূর্যকে তার সব ভালোবাসা দিয়ে?
পারিজাত তুমি অকারণে ঝরো;
তোমারে রাস্তা থেকে তুলে নিয়ে
দেখেছে সে তুমি কার তরে মরো?”
―
সেদিন ঝরিবে কি শিউলি
সূর্যকে তার সব ভালোবাসা দিয়ে?
পারিজাত তুমি অকারণে ঝরো;
তোমারে রাস্তা থেকে তুলে নিয়ে
দেখেছে সে তুমি কার তরে মরো?”
―
“আকাশের বুঝি ঋণ নেই জমিনের কাছে!
দেখিলাম আমি, দূর দিগন্তে আকাশ মিশে গেছে।
গাছেদের বুঝি ঋণ নেই মৃত্তিকার কাছে!
দেখিলাম আমি, ঝড়ো হাওয়ায় পাতা ঝরে গেছে।
মানুষের বুঝি ঋণ নেই প্রকৃতির কাছে!
ফিরে যাবে প্রকৃতির কাছে, তার কথা দেয়া আছে।”
―
দেখিলাম আমি, দূর দিগন্তে আকাশ মিশে গেছে।
গাছেদের বুঝি ঋণ নেই মৃত্তিকার কাছে!
দেখিলাম আমি, ঝড়ো হাওয়ায় পাতা ঝরে গেছে।
মানুষের বুঝি ঋণ নেই প্রকৃতির কাছে!
ফিরে যাবে প্রকৃতির কাছে, তার কথা দেয়া আছে।”
―
![Mohammed Zaki Ansari](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/authors/1536036696i/13525183._UX200_CR0,33,200,200_.jpg)
“With the truth that you have gone out of my life,
This is also true: you never left my heart and mind.
Always walking with me, every step, side by side,
And each moment, I feel you beside.
You’re gone,
you’re gone,
And you left in my soul, dark seams.
You left in my soul, dark seams.
And every night,
I’m chasing you in my dreams.
I’m chasing you in my dreams.
Not to blame you, not to probe you,
Neither do I want
To show anger or insult you.
Just to feel your love again, mmm,
Just to feel your love again,
One more time,
Hold me in your hug for a while,
If it’s the last time.
To feel your touch again,
I’m chasing you in my dreams.
In that moment when time defies,
To kiss you with deep, endless eyes.
To see your face in moonlit beams,
Every night,
I’m chasing you in my dreams.
Let’s come, sit down together, and compose again.
Let’s try to write our story, this time without pain.
There was only one last note misplayed
In our love song.
Otherwise, after all,
To each other we belong.
To make you hear my screams—
Every night,
I’m chasing you in my dreams.
I’m growing tired, enough is enough.
Leave me now, this bloody pain—let it end.
In shadows deep, where nothing redeems,
I seek the peace that silence redeems.
But...
Nothing’s going to change,
It clearly seems.
So... to die in your embrace,
Every night, I’m chasing you in my dreams.
So... to die in your embrace,
Every night,
I’m chasing you in my dreams.
I’m chasing you in my dreams.”
― "Zaki's Gift Of Love"
This is also true: you never left my heart and mind.
Always walking with me, every step, side by side,
And each moment, I feel you beside.
You’re gone,
you’re gone,
And you left in my soul, dark seams.
You left in my soul, dark seams.
And every night,
I’m chasing you in my dreams.
I’m chasing you in my dreams.
Not to blame you, not to probe you,
Neither do I want
To show anger or insult you.
Just to feel your love again, mmm,
Just to feel your love again,
One more time,
Hold me in your hug for a while,
If it’s the last time.
To feel your touch again,
I’m chasing you in my dreams.
In that moment when time defies,
To kiss you with deep, endless eyes.
To see your face in moonlit beams,
Every night,
I’m chasing you in my dreams.
Let’s come, sit down together, and compose again.
Let’s try to write our story, this time without pain.
There was only one last note misplayed
In our love song.
Otherwise, after all,
To each other we belong.
To make you hear my screams—
Every night,
I’m chasing you in my dreams.
I’m growing tired, enough is enough.
Leave me now, this bloody pain—let it end.
In shadows deep, where nothing redeems,
I seek the peace that silence redeems.
But...
Nothing’s going to change,
It clearly seems.
So... to die in your embrace,
Every night, I’m chasing you in my dreams.
So... to die in your embrace,
Every night,
I’m chasing you in my dreams.
I’m chasing you in my dreams.”
― "Zaki's Gift Of Love"
“Let me be me and I will love you for you, as we discover the I am; that we can only be together.”
―
―
All Quotes
|
My Quotes
|
Add A Quote
Browse By Tag
- Love Quotes 98.5k
- Life Quotes 76.5k
- Inspirational Quotes 73.5k
- Humor Quotes 44k
- Philosophy Quotes 30k
- Inspirational Quotes Quotes 27.5k
- God Quotes 26.5k
- Truth Quotes 24k
- Wisdom Quotes 24k
- Romance Quotes 23.5k
- Poetry Quotes 22.5k
- Death Quotes 20k
- Life Lessons Quotes 20k
- Happiness Quotes 19k
- Quotes Quotes 18k
- Faith Quotes 18k
- Hope Quotes 18k
- Inspiration Quotes 17k
- Spirituality Quotes 15k
- Religion Quotes 15k
- Motivational Quotes 15k
- Writing Quotes 15k
- Relationships Quotes 14.5k
- Life Quotes Quotes 14.5k
- Love Quotes Quotes 14.5k
- Success Quotes 13.5k
- Time Quotes 12.5k
- Motivation Quotes 12.5k
- Science Quotes 12k
- Motivational Quotes Quotes 11.5k