Bengali Quotes

Quotes tagged as "bengali" Showing 1-30 of 219
Humayun Ahmed
“যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।”
Humayun Ahmed

Humayun Ahmed
“আমি কখনো অতিরিক্ত কিছুদিন বাঁচার জন্য সিগারেটের আনন্দ ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভেবে রেখেছিলাম ডাক্তারকে বলব, আমি একজন লেখক। নিকোটিনের বিষে আমার শরীরের প্রতিটি কোষ অভ্যস্ত। তোমরা আমার চিকিৎসা করো, কিন্তু আমি সিগারেট ছাড়ব না। তাহলে কেন ছাড়লাম? পুত্র নিনিত হামাগুড়ি থেকে হাঁটা শিখেছে। বিষয়টা পুরোপুরি রপ্ত করতে পারেনি। দু-এক পা হেঁটেই ধুম করে পড়ে যায়। ব্যথা পেয়ে কাঁদে। একদিন বসে আছি। টিভিতে খবর দেখছি। হঠাৎ চোখ গেল নিনিতের দিকে। সে হামাগুড়ি পজিশন থেকে উঠে দাঁড়িয়েছে। হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে। তার ছোট্ট শরীর টলমল করছে। যেকোনো সময় পড়ে যাবে এমন অবস্থা। আমি ডান হাত তার দিকে বাড়িয়ে দিতেই সে হাঁটা বাদ দিয়ে দৌড়ে হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে বিশ্বজয়ের ভঙ্গিতে হাসল। তখনই মনে হলো, এই ছেলেটির সঙ্গে আরও কিছুদিন আমার থাকা উচিত। সিগারেট ছাড়ার সিদ্ধান্ত সেই মুহূর্তেই নিয়ে নিলাম।”
Humayun Ahmed

Humayun Ahmed
“যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।”
Humayun Ahmed, দরজার ওপাশে

Humayun Ahmed
“I love you যত সহজে বলা যায়- "আমি তোমাকে ভালোবাসি" ততো সহজে বলা যায় না।”
Humayun Ahmed, কবি

Humayun Ahmed
“মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে - বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে।”
Humayun Ahmed, সে আসে ধীরে

Abu Taher Misbah
“ভীতি কখনোই প্রীতির মতো স্থায়ী ফলদায়ক ঔষধ নয়, তবে তাতে সাময়িক উপশম অবশ্যই হয়।”
Abu Taher Misbah, বাইতুল্লাহর মুসাফির

Humayun Ahmed
“দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই।মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না। ছল্টুফল্টু ভাবে।”
Humayun Ahmed, এই মেঘ, রৌদ্রছায়া

Abu Taher Misbah
“এ ভুল করো না, এ ফুল ছিঁড়ো না, তিলি তিলে গড়ে উঠুক এ উদ্যান।”
Abu Taher Misbah

“জীবিতদের কেউ মানুষ, আবার কেউ অমানুষ! আর মৃতরা শুধুই লাশ! সেখানে কোনো মনুষ্যত্ব নেই!”
এজি মাহমুদ

Asif Shibgat Bhuiyan
“আমরা আমাদের ব্যবসায় ইনভেস্ট করি টাকাপয়সা। কিন্তু আমরা খেয়াল করে দেখি না যে আমাদের জীবনও একটি ব্যবসার মতো। এতে লাভ বা ক্ষতি রয়েছে। কিন্তু এই ব্যবসার মূলধন কিন্তু টাকাপয়সা নয়। জীবনের যে ব্যবসা তাতে মূলধন হলো সময়। আমাদের প্রত্যেককে কিছু সময় পৃথিবীতে মূলধন হিসেবে দেওয়া হয়েছে। এই মূলধনকে কাজে লাগিয়ে আমাদের এ ব্যবসায় লাভবান হতে হবে।”
Asif Shibgat Bhuiyan, সহজ কুরআন

Asif Shibgat Bhuiyan
“সত্যকে নিজের দাস মনে না করে নিজেকে সত্যের অনুসারী হিসেবে দাঁড় করাতে হবে।”
Asif Shibgat Bhuiyan, সহজ কুরআন

“পৃথিবীতে কেউ কারো নয়
শুধু সুখে থাকার আশায়
কাছে টানার ব্যার্থ প্রত্যয়
আর দূরে চলে যাওয়ার
এক বাস্তব অভিনয়”।”
রেদোয়ান মাসুদ, অপেক্ষা-২

Purnendu Pattrea
“এক একদিন ঘুম ভাঙার পর
মাথায় বেঠোফেনের অগ্নিজটাময় চুল,
আর মুখের দুপাশে মায়াকভস্কির হাঁড়িকাঠের মতো চোয়াল,
চোখের ভিতরে বোদলেয়ারের প্রতিহিংসাপরায়ণ চোখ,
মনের ভিতরে জীবনানন্দের প্রেমিক চিলপুরুষের মন,
আর হাসির ভিতরে রেমব্রান্টের হিসেব-না-মেলানো হাসির চুরমার!”
Purnendu Patri, পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা

Purnendu Pattrea
“সবাই মানুষ থাকবে না।
কেউ কেউ ধুলো হবে, কেউ কেউ কাঁকর ও বালি
খোলামকুচির জোড়াতালি।
কেউ ঘাস, অযত্নের অপ্রীতির অমনোযোগের
বংশানুক্রমিক দূর্বাদল।
আঁধারে প্রদীপ কেউ নিরিবিলি একাকী উজ্জ্বল।
সন্ধ্যায় কুসুমগন্ধ,
কেউ বা সন্ধ্যার শঙ্খনাদ।
অনেকেই বর্ণমালা
অল্প কেউ প্রবল সংবাদ।”
Purnendu Patri, পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা

Shankha Ghosh
“দিন আর রাত্রির মাঝখানে পাখিওড়া ছায়া
মাঝে মাঝে মনে পড়ে আমাদের শেষ দেখাশোনা।”
Shankha Ghosh, আদিম লতাগুল্মময়

Shankha Ghosh
“শূন্যতাই জানো শুধু? শূন্যের ভিতরে এত ঢেউ আছে
সেকথা জানো না?”
Shankha Ghosh, বাবরের প্রার্থনা

Shankha Ghosh
“আমার দুঃখের দিন তথাগত
আমার সুখের দিন ভাসমান!
এমন বৃষ্টির দিন পথে-পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।

আবার সুখের মাঠ জলভরা
আবার দুঃখের ধান ভরে যায়!
এমন বৃষ্টির দিন মনে পড়ে
আমার জন্মের কোনো শেষ নেই।”
Shankha Ghosh, নিহিত পাতালছায়া

Abul Hasan
“একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও
নইলে মানুষের দরোজায় টোকা দিলে কেন আজ দরোজা খোলে না?”
Abul Hasan, রাজা যায় রাজা আসে

Kazi Nazrul Islam
“হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ওই দুটোই মারামারি বাধায়।”
Kazi Nazrul Islam

Tarashankar Bandyopadhyay
“অল্পদামী জিনিস মেকী হয় কম। কী তার দাম যে মেকী হবে? মেকী হয় দামী জিনিস। আর যে জিনিসের যত মূল্য সে জিনিসের মেকী তত নিখুঁত। ধর্মের চেয়ে মূল্য আর কোন্ জিনিসের আছে বল? তাই এ সংসারে ধর্মের ভণ্ডামি আর আসল ধর্মাচরণ কষ্ট করে ধরা তত কঠিন!”
Tarashankar Bandyopadhyay, রাধা

“এসো করো স্নান নবধারাজলে— বলবে কে আর?
শহরে বৃষ্টি জলকাদামাখা নোংরা দেদার,
গীতবিতানের শুকনো পাতায় বর্ষার গান
রবীন্দ্রনাথ একলা ভেজেন, আমাকে ভেজান।

নীপবন নেই, শহরে রয়েছে কড়া নলবন
সিরিয়ালে দেখা হিরো-হিরোইন সাজানো দুজন,
পেডাল নৌকো শহুরে লেকের প্রমোদতরী
এসো হে আষাঢ়, ছাতায় তোমায় বরণ করি!”
Kabir Suman

Chinmoy Guha
“সসম্মানে বেঁচে থাকার জন্য যেমন নিজের প্রতি কিছুটা শ্রদ্ধা থাকা প্রয়োজন, তেমনি সংস্কৃতিগোষ্ঠী হিসাবে আত্মপরিচয় সম্পূর্ণ গৌরবহীন হলে মাথা সোজা করে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। 'পিতাঠাকুর সুলতান আছিলেন' বলে মিথ্যে আস্ফালনের প্রয়োজন নেই। কিন্তু সত্যিকার গর্বের জিনিসগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করা আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করার শামিল।
(তপন রায়চৌধুরী)”
Chinmoy Guha, আয়না ভাঙতে ভাঙতে : চিন্ময় গুহ-র সাথে কথোপকথন

Shankha Ghosh
“মিডিয়া যে একটা বিপদ তৈরি করেছে তাতে কোনও সন্দেহ নেই। এক দিকে অডিয়ো-ভিজুয়ালের দাপটে লেখক আর ফিল্মস্টারের দূরত্বটা অনেকখানি কমে আসছে, সাধারণের সামনে নিজেকে দৃশ্যমান করে তুলবার ঝোঁক, নগদ-বিদায়ের লোভ। চোখের সামনে থাকো, নইলে তুমি মৃত— এই রকম একটা আতঙ্কময় উত্তেজনা এখন ছড়িয়ে গেছে সংস্কৃতির জগতে।”
Shankha Ghosh

Shankha Ghosh
“হাওড়া ব্রিজের চুড়োয় উঠুন,
নীচে তাকান, ঊর্ধ্বে চান—
দুটোই মাত্র সম্প্রদায়
নির্বোধ আর বুদ্ধিমান।”
Shankha Ghosh, নিহিত পাতালছায়া

Shankha Ghosh
“এত যদি ব্যূহ চক্র তীর তীরন্দাজ, তবে কেন
শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!”
Shankha Ghosh, মূর্খ বড়ো, সামাজিক নয়

Shankha Ghosh
“কোনো-যে মানে নেই সেটাই মানে।

কোনো-যে মানে নেই সেটাই মানে।”
Shankha Ghosh, মূর্খ বড়ো, সামাজিক নয়

Shankha Ghosh
“তোমার কোনো মিথ্যা নেই তোমার কোনো সত্য নেই
কেবল দংশন
তোমার কোনো ভিত্তি নেই তোমার কোনো শীর্ষ নেই
কেবল তক্ষক
তোমার কোনো বন্ধু নেই তোমার কোনো বৃত্তি নেই
কেবল বন্ধন
তোমার কোনো দৃষ্টি নেই তোমার কোনো শ্রুতি নেই
কেবল সত্তা।”
Shankha Ghosh, বাবরের প্রার্থনা

Chinmoy Guha
চিন্ময় গুহ: বাংলা ভাষার একটা মারাত্মক সংকট আসছে। একদিকে এক তরলীকৃত ভাষা, অন্যদিকে ইংরেজির আগ্রাসন শুধু এখানে নয়, বাংলাদেশেও প্রভাব ফেলছে। এর কী প্রতিকার? অনেকেই বুঝতে পারছেন না...

পবিত্র সরকার: বাংলা ভাষা শুধু নয়, ইংরেজির মতো আধিপত্যকারী ভাষার কাছে সব ভাষার সংকট। আমরা তা যত তাড়াতাড়ি বুঝি ততই ভালো। মুশকিল হচ্ছে, বেশিরভাগ বুদ্ধিজীবী এটা বোঝেন না। না এখানে, না বাংলাদেশে। আমি অবশ্যই ইংরেজি শিখব, কিন্তু ইংরেজি-বাংলা দুটি ভাষায় খিচুড়ি বা ঘ্যাঁট তৈরি করব না, যা আমরা আর অন্য ভারতীয়রা করি। একটু সচেতন থাকলেই, কাছাটা ঠিক জায়গায় থাকলেই দুটো ভাষা আলাদা রাখা যায়।”
Chinmoy Guha, আয়না ভাঙতে ভাঙতে : চিন্ময় গুহ-র সাথে কথোপকথন

“যক্ষ-প্রিয়ার চিঠি দিতে নিতে মেঘ;
কখন হয়েছে ঘন তার প্রেমাবেগ।
অথচ প্রকাশে যত কুণ্ঠা ছিল তার
ধারণে কৃষ্ণ হ'ল, বিষ-উদ্‌গার।
যতবার আর ভার পারে না সে নিতে
বৃষ্টি হয়ে ততবার ঝরে পৃথিবীতে।”
Mriganka Sekhar Ganguly

“ভারতের সর্বত্রই মেয়েদেরকে প্ররোচিত করা হয়েছে মাতৃকাশক্তির সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করতে। কিন্তু দেবী হবার লোভ একটা বিরাট লোভ, একটা দুর্দান্ত নাগপাশ। এই লোভ যখন ভিতর থেকে মেয়েদেরকে একবার পেয়ে বসে, তখন তাদের বাইরের ইডিওলজি আর ভিতরের ইল্যুশন একেবারে একাকার হয়ে যায়। তখন তারা যাবতীয় অবিচার ও অত্যাচার সহ্য করতে পারে, সবরকমের আশাভঙ্গ ও ক্ষতিবোধকে সাবলিমেট করতে পারে, মেগালোমেনিয়াক দুঃসাহসে আগুনে পর্যন্ত ঝাঁপ দিতে পারে। এই দেবীবিলাস বাঙালী হিন্দু মেয়েদের সর্বনাশ করেছে : সিঁথির সিঁদুর আর কবজির শাঁখা থেকে পায়ের আলতা পর্যন্ত মাঙ্গলিক চিহ্ন ধারণ করে, গৃহের অধিষ্ঠাত্রী দেবী তথা পুরুষের গৃহলক্ষ্মী হয়ে, নিজেরা সাক্ষাৎ মা লক্ষ্মী সেজে, লক্ষ্মীপ্রতিমার সামনে গড় হয়ে পেন্নাম করে নিজেদের মনুষ্যত্বকে তারা জলাঞ্জলি দিয়েছে।”
Ketaki Kushari Dyson, রবীন্দ্রনাথ ও ভিক্‌তোরিয়া ওকাম্পোর সন্ধানে

« previous 1 3 4 5 6 7 8