দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব, এইচএমপিভি রোধে বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

পাঁচই অগাস্ট বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলার বিচার কেরানীগঞ্জ কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে। এইচএমপিভি রোধে বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি। একনজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটলো

    • এইচএমপিভি রোধে দেশের বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোতে বিশেষ নির্দেশনা জারি।
    • ১৮ হাজার কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়াকে অনুরোধ করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
    • বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান জানিয়েছেন, পাঁচই অগাস্ট 'সার্বক্ষণিক যোগাযোগে' ছিল ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে।
    • সমালোচনার মুখে সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্মকমিশনের ছয় জন সদস্যের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
    • জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • এইচএমপি ভাইরাস ঠেকাতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, শীতকালীন রোগ থেকে রক্ষায় মাস্ক ব্যবহারসহ সাতটি পরামর্শ মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. এইচএমপিভি রোধে বিশেষ সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ

    এইচএমপিভি রোধে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

    সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি প্রদান করেন।

    বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    এতে জানানো হয়, বিষয়টি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। তবে বিমানবন্দরের যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।

    এছাড়া যদি কারও মধ্যে জ্বর, কফ, শ্বাসকষ্টসহ এ জাতীয় রোগের কোনো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে বিষয়টি জানানোর জন্যও বলা হয়েছে ওই চিঠিতে।

    অন্যদিকে দেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিজ নিজ অবস্থান থেকে এবং যেসব দেশে এইচএমপিভির আক্রান্ত রোগী রয়েছে সেসব দেশ থেকে যাত্রী আনার ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

    এইচএমপিভি রোধে বিশেষ সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ
    ছবির ক্যাপশান, এইচএমপিভি রোধে বিশেষ সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ
  3. ১৮ হাজার কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশ

    গত বছরের মে মাসে দেশটিতে প্রবেশের সময়সীমার সুযোগ হারানো ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়া প্রবেশের ব্যবস্থা করতে দেশটির কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    এসময় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যুর অনুরোধ জানান তিনি।

    সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমানের সৌজন্য সাক্ষাতের সময় এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

    এসময় অধ্যাপক ইউনূস হাইকমিশনারকে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী ২০২৫ সালে জাতিসংঘে অনুষ্ঠেয় রোহিঙ্গা সংকট বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ আসিয়ানের সমর্থন চায়।

    বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়াতে এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরে কাজ করতে মালয়েশিয়ার হাইকমিশনারের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, ‘বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শ ব্যবস্থায় (বিসিএম) অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশন বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।’

    হাইকমিশনার বলেন, ‘গত ৩১শে ডিসেম্বর কুয়ালালামপুরে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ই জানুয়ারি) একই ধরনের বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।’

    বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার
  4. পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান

    পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    সোমবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

    জিরো পয়েন্ট এলাকায় আগে থেকেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিলো।

    পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। এসময় সেখানকার রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে।

    সোমবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও পালন করে। এসময় ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

    শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন। সেখানে 'আমরণ অনশন' শুরুর ঘোষণাও দিয়েছেন কেউ কেউ।

    সচিবালয়ের সামনে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান

    ছবির উৎস, SULTAN MAHMUD ARIF

    ছবির ক্যাপশান, সচিবালয়ের সামনে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান
  5. দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব

    সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানোর ঠিক পর দিনই অনুরূপ পাল্টা পদক্ষেপ নিল দিল্লি।

    এদিন (সোমবার) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহম্মদ নূর আল ইসলামকে সমন করা হয়।

    সেই অনুযায়ী তিনি বিকেলে সাউথ ব্লকে গিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

    এর আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাও রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সে দেশের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এসেছিলেন।

    আজ ভারত বা বাংলাদেশ কোনও পক্ষ থেকেই এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সীমান্ত পরিস্থিতি নিয়েই যে সাউথ ব্লকে আলোচনা হয়েছে তা দু’দেশের কূটনৈতিক সূত্রগুলোই বিবিসির কাছে নিশ্চিত করেছে।

    গতকাল (রবিবার) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছিলেন যে ভারত সীমান্তের বেশ কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া বসাচ্ছে – অথচ নিয়ম অনুযায়ী বাংলাদেশকে সে ব্যাপারে আগেভাগে অবহিত করা হয়নি।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টি নিয়ে ভারতীয় হাই কমিশনারকে সমন করছে, সাংবাদিক সম্মেলনে সে কথাও জানান তিনি।

    ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, আজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    ভারত যে সীমান্তে আন্তর্জাতিক রীতিনীতি বা দ্বিপাক্ষিক সমঝোতার বিরুদ্ধে গিয়ে কিছু করছে না, সেটাও তাকে জানানো হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে।

    সোমবার বিকেলে সাউথ ব্লক থেকে বেরিয়ে আসছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহম্মদ নূর আল ইসলাম

    ছবির উৎস, PTI

    ছবির ক্যাপশান, সোমবার বিকেলে সাউথ ব্লক থেকে বেরিয়ে আসছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহম্মদ নূর আল ইসলাম
  6. ৫০ এসপিসহ পুলিশের ৭৪ কর্মকর্তাকে বদলি

    বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

    সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

    রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

    একটি প্রজ্ঞাপনে ১৯ জন ও আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক অপর প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

    বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

    পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
  7. জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জাবি ভিসির সাক্ষাৎ

    জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান।

    এসময় জাবি ভিসি প্রধান উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আহসান প্রধান উপদেষ্টাকে এসময় জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রত্যাশিত জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী, আগামী পহেলা ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

    আবাসন সংকট দূর করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে অবহিত করে জাবি ভিসি প্রধান উপদেষ্টাকে জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সব শিক্ষার্থীকে হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

    অধ্যাপক আহসান এসময় জানান, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মাত্র নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং গত ৩৩ বছর ধরে অকার্যকর রয়েছে জাকসু।

    আলাপকালে অধ্যাপক ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জুলাই মাসের গণজাগরণে ভূমিকার প্রশংসা করেন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করতে পারে বলেও জাবি ভিসিকে জানান প্রধান উপদেষ্টা।

    জাবি ভিসি অধ্যাপক আহসান প্রধান উপদেষ্টাকে গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর বিষয়েও অবহিত করেন।

    এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব উপস্থিত ছিলেন।

    জাকসু নির্বাচন নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার সাথে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, জাকসু নির্বাচন নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার সাথে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  8. পাঁচ অগাস্ট 'সার্বক্ষণিক যোগাযোগে' ছিলেন ভারত ও বাংলাদেশের সেনাপ্রধান, জানালেন ভারতীয় সেনাপ্রধান

    বাংলাদেশে যখন গত অগাস্ট মাসে ক্ষমতার পালাবদল হয়, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টারপার্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বলে জানিয়েছেন।

    আজ (সোমবার ১৩ জানুয়ারি) দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

    বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মি. দ্বিবেদী বলেন, “আজকের তারিখে আমাদের কোনও পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা (‘ভালনারেবিলিটি’) নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে।”

    “বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল, তখনও আমরা নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত ২০শে নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে,” বলছিলেন মি. দ্বিবেদী।

    প্রসঙ্গত, গত ৫ই অগাস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্র্যাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন। তখন থেকে আজ পাঁচ মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন।

    আজ ভারতের সেনাপ্রধান কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল।

    জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টারপার্টের দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরও বলেন, “উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গেই থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে – যে কোনও ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে।”

    ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান।

    “আমাদের অফিসাররাও এনডিসি-র জন্য যথারীতি সেখানে গেছেন, ওদিক থেকে কোনও সমস্যাই নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল, সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে,” জানান জেনারেল দ্বিবেদী।

    তবে তিনি সেই সঙ্গেই যোগ করেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন একটি ‘নির্বাচিত সরকার’ বাংলাদেশে ক্ষমতায় আসবে।

    “যদি আপনারা (দুই দেশের) সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে,” মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান।

    দিল্লিতে ভারতীয় সেনার বার্ষিক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

    ছবির উৎস, IN

    ছবির ক্যাপশান, দিল্লিতে ভারতীয় সেনার বার্ষিক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
  9. পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

    সমালোচনার মুখে সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্মকমিশনের ছয় জন সদস্যের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    সোমবার মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় জন ব্যক্তির নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো।

    যে ছয়জন সদস্যদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মো. মুনির হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মো. মিজানুর রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শাব্বির আহমেদ চৌধুরী এবং চিকিৎসক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

    গত দোসরা জানুয়ারি ওই ছয় জনক পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর কয়েকজন সদস্যকে নিয়ে সমালোচনা তৈরি হয়। আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও।

    গত ৯ই জানুয়ারি সমালোচনার মুখে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
    ছবির ক্যাপশান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
  10. অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

    সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রিট খারিজ করে দেয়।

    পর্যবেক্ষণে আদালত বলেছে, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

    এর আগে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়া চ্যালেঞ্জ করে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ।

  11. সরকারি কোন সংস্থা অসহযোগিতা করছে এখনও এ কথা বলার সময় হয়নি: চিফ প্রসিকিউটর

    জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় রাষ্ট্রীয় কোন সংস্থা অসহযোগিতা করছে এটা এখনই বলা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    এর আগে প্রসিকিউশন টিমের আরেক ব্রিফিং এ অসহযোগিতার অভিযোগ করা হয়েছিল।

    ওই ব্রিফিং এর পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আগের ব্রিফিংটি ভুলবশত করা হয়েছে উল্লেখ করে কোন সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করা হয়।

    একইসাথে চিফ প্রসিকিউটরের রুমে যেতে সাংবাদিকদের অনুরোধ করা হয়।

    পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, “ বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, ফুটেজ, কলরেকর্ড, ম্যাসেজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে এসব ফুটেজ আমরা পেয়েছি ”।

    “কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, ভিডিও ফুটেজগুলো, দৃশ্যগুলো, মেসেজগুলো এগুলোকে ডিজিটালি ফরেসনিক করার জন্য সিআইডিকে একটা ফরেনসিক রিপোর্ট দেয়ার জন্য নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম ” বলেন মি. ইসলাম।

    “সরকারের কোন সংস্থার সহযোগিতা বা অসহযোগিতার বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য আমরা দিচ্ছি না। কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নি। সুতরাং এই ব্যাপারে কোন ভুল বোঝাবুঝি যেন না হয় সেটা পরিষ্কার করছি” বলেন মি. ইসলাম।

    "সরাসরি অভিযোগ করার পর্যায়ে আমরা এখনো নেই" বলেন মি. ইসলাম।

    “যে তথ্যটা যত সময়ের মধ্যে দেয়া দরকার হয়তো সে সেই সময়ের মধ্যে দিল না। এর মানে এই নয় যে সে অসহযোগিতা করছে। অনেক কারণেই সময় লাগতে পারে” জানান তিনি।

    মি. ইসলাম বলেন, “সহযোগিতা চলমান আছে এটা আমরা বলতে পারি”।

    চিফ প্রসিকিউটর

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, সরকারি কোন সংস্থা অসহযোগিতা করছে এখনও এ কথা বলার সময় হয়নি: চিফ প্রসিকিউটর
  12. জুলাই–অগাস্ট গণহত্যায় জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

    জুলাই – অগাস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন।

    একইসাথে গুমের ঘটনায় তথ্য প্রমাণও মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে তারা।

    প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষাপটে অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ জানান, “শেখ হাসিনাসহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফাঁস হয়ে গেছে সেগুলোর অথেনটিকেসি প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছিলাম। সিআইডিসহ যারা আছে সবার প্রতি নির্দেশ দেয়া হয়েছে”।

    বাংলাদেশের এই ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক আদালতেও যাতে এসব তথ্য প্রমাণ গ্রহণযোগ্য হয় সেজন্য অকাট্য করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানায় প্রসিকিউশন।

    এই হত্যাযজ্ঞের সাথে জড়িত যত এভিডেন্স ছিল সেগুলো লুকিয়ে ফেলতে সব ধরনের চেষ্টা করা হয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

    একইসাথে এসব তথ্য প্রমাণ যোগাড় করতে তারা যেসব সংস্থায় গিয়েছেন সেখানে অসহযোগীতাও করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

  13. ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির

    যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে সে দেশের সরকার বিএনপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বলে বিভ্রান্তি ছড়িয়েছে। এবার বিএনপি এই বিভ্রান্তি দূর করতে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

    দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোন ব্যক্তি, মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণ সৃষ্টি করে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

    রোববার রাতে এ বিজ্ঞপ্তি দেয়া হয়।

    এতে বলা হয়েছে, এই অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। ১৯৫৩ সাল থেকে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়ে আসছে।

    অনুষ্ঠানের সহ সভাপতি, কংগ্রেস সদস্য বেন ক্লাইন (রিপাবলিকান) এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি (ডেমোক্রেট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিকভাবে এই আমন্ত্রণ জানিয়েছেন বলে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তি

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের সরকার 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' আয়োজন করে না
  14. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন, কমপ্লিট শাট ডাউন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়

    ছবির উৎস, JNU

    ছবির ক্যাপশান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন, কমপ্লিট শাট ডাউন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

    আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা।

    অন্য দুইটি দাবি হলো অস্থায়ী আবাসন এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

    প্রধান ফটকে তালা দেয়ায় ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন ঢুকতে পারছে না। তবে পকেট গেট খোলা রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য।

    রোববার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে অন্তত ১০জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

    এদিকে রাতেই তাদের সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অর্ধ শতাধিক ছাত্রী।

    শিক্ষার্থী

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
  15. লস অ্যাঞ্জেলসে মৃতের সংখ্যা ২৪, আবার ঝড়ো বাতাসের আগেই দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার পূর্বাভাসকারীরা বলছেন, যে তীব্র গতির বাতাসের কারণে লস অ্যাঞ্জেলসের চারপাশে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়েছে সেই ঝড়ো গতির বাতাস এই সপ্তাহে আবার বাড়তে পারে।

    এরই মধ্যে দমকল কর্মীরা এ এলাকার তিনটি দাবানল নিয়ন্ত্রণ করতে চলেছে।

    কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছে, অপেক্ষাকৃত মৃদু বাতাসের পর সপ্তাহের শেষে রোববার রাত থেকে বুধবার পর্যন্ত সান্তা আনা নামে পরিচিত শুষ্ক বাতাস বইবে। যার গতিবেগ থাকবে ৬০ এমপিএইচ।

    লস অ্যাঞ্জেলসের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোববার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

    এদের মধ্যে ইটনের পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ থেকে ১৬ জনের আর বাকি আট জনের মরদেহ প্যালিসেডস থেকে উদ্ধার করা হয়েছে।

    এর আগে কর্মকর্তারা ১৬ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন।

    প্যালিসেডসের দাবানল এখন পর্যন্ত সবচেয়ে বড়। এতে এখন পর্যন্ত ২৩ হাজার একরের বেশি পুড়ে গেছে। মাত্র ১৩ শতাংশ অবশিষ্ট রয়েছে।

    দ্বিতীয় বৃহত্তম দাবানল ইটনের আগুন। এতে ১৪ হাজার একরের বেশি পুড়ে গেছে, অবশিষ্ট রয়েছে ২৭ শতাংশ।

  16. এইচএমপি ভাইরাস ঠেকাতে সতর্কতা মানার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

    হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপি ভাইরাস ঠেকাতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, শীতকালীন রোগ থেকে রক্ষায় মাস্ক ব্যবহারসহ সাতটি পরামর্শ মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    গত বৃহস্পতিবার দেশে এইচএমপি শনাক্ত হওয়ার পর সংক্রমণ ঠেকাতে রোববার সন্ধ্যায় এসব নির্দেশনা দেয়া হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৪ বছরের কম বয়সি শিশু এবং ৬৫ বছর বা এর বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এ রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

    এর সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন, হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী নারী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে।

    এইচএমপি ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের মত ফ্লু এর মত উপসর্গ সৃষ্টি করে,যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায় বলে জানিয়েছে অধিদপ্তর।

    তবে, আতঙ্কিত হওয়ার কারণ নেই জানিয়ে অধিদপ্তর বলেছে, সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

    এছাড়া অন্যান্য সতর্কতার মধ্যে রয়েছে, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা, হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা, ঘন ঘন সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড) ইত্যাদি।

    এইচএমপি ভাইরাস প্রতিরোধে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, দেশের সব বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ও সব বন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  17. বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার বিচার হবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে

    বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলার বিচার কেরানীগঞ্জ কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।

    রোববার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    এর আগে এই মামলার বিচার রাজধানীর পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হতো।

    ২০১০ সালের ওই প্রজ্ঞাপন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

    এ মামলার পরবর্তী শুনানি ১৯শে জানুয়ারি।

    গত কয়েক সপ্তাহ ধরেই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের খেলার মাঠ ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছিল।

    গত বৃহস্পতিবার মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম হবে এমন খবরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

    ভোর রাতেই পুড়িয়ে দেয়া হয় অস্থায়ী আদালতের এজলাস। পরে সেদিন আর ওই আদালতে বিচার কাজ হতে পারে নি।

    ওই দিন বিডিআর সদস্য ও তাদের পরিবারের স্বজনরা ন্যায়বিচার নিশ্চিত, কারামুক্তি, চাকরিতে পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সমাবেশ করে।

    পিলখানায় বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা হয়। এর মধ্যে বিস্ফোরক মামলাটির নিম্ন আদালতের বিচার এখনো শেষ হয়নি।

    বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিচার কার্যক্রম চলছে

    ছবির উৎস, ge

    ছবির ক্যাপশান, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিচার কার্যক্রম চলছে
  18. বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগতম

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।

    দিনের সার্বক্ষণিক সব খবর এই পাতার মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করবো।

    সব খবর পেতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন।