বিবিসি বাংলা: আমাদের সম্পর্কে

রেডিও থেকে ডিজিটাল সাংবাদিকতায় বিবিসি বাংলা

বিবসি

বিবিসি রেডিও থেকে বাংলা সম্প্রচারের শুরু ১১ই অক্টোবর, ১৯৪১ সালে।

সপ্তাহে ১৫ মিনিটের রেডিও অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বিভাগ। এখন বিবিসি বাংলা রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজস্ব ওয়েব ঠিকানা www.bbc.co.uk/bengali অথবা www.bbcbangla.com-এ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে রয়েছে বিবিসি বাংলার বিপুলসংখ্যক দর্শক ও পাঠক।

তার সাথে যোগ হয়েছে দুটি সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান - বিবিসি প্রবাহ এবং বাংলাদেশ #trending! যেগুলো বাংলাদেশে চ্যানেল আইতে সম্প্রচার করা হয়।

বিবিসি বাংলার অনলাইন সাইট, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল প্রতিদিন পরিবেশন করছে বিভিন্ন রকমের খবর, বিশ্লেষণ আর শিক্ষণীয় প্রতিবেদন, অডিও ভিডিও এবং টেক্সট ফরম্যাটে।

বিবিসি নিউজ বাংলা থেকে প্রচারিত উন্নত মানের ও বিশ্বাসযোগ্য পরিবেশনা বাংলাদেশ ও ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইয়োরোপের বহু শ্রোতা এখন ইন্টারনেটের মাধ্যমে শোনেন, পড়েন এবং দেখেন।

বিবিসি বাংলা বিভাগের সম্পাদকের দায়িত্বে রয়েছেন মীর সাব্বির।

ঢাকা, দিল্লি এবং কলকাতায় বিবিসি বাংলার সাংবাদিকরা ছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন বিবিসির বহু সংবাদদাতা। তাদের পাঠানো তরতাজা প্রতিবেদন, তথ্য, বিশ্লেষণ ইত্যাদি বিবিসি বাংলার ডিজিটাল মাধ্যমে নিয়মিতভাবে পরিবেশন করা হয়।