বিষয়বস্তুতে চলুন

স্পেন জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Spain national football team থেকে পুনর্নির্দেশিত)
স্পেন
দলের লোগো
ডাকনামলা রোহা (লাল)
লা ফুরিয়া রোহা (লাল ক্রোধ)[]
অ্যাসোসিয়েশনরয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচলুইস এনরিকে
অধিনায়কসার্জিও রামোস
সর্বাধিক ম্যাচসার্জিও রামোস (১৭৫)[][]
শীর্ষ গোলদাতাডেভিড ভিয়া (৫৯)
মাঠবিভিন্ন
ফিফা কোডESP
ওয়েবসাইটwww.rfef.es
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমানঅপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ(জুলাই ২০০৮ – জুন ২০০৯, অক্টোবর ২০০৯ – মার্চ ২০১০, জুলাই ২০১০ – জুলাই ২০১১, অক্টোবর ২০১১ – জুলাই ২০১৪)
সর্বনিম্ন২৫ (মার্চ ১৯৯৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমানবৃদ্ধি ৩ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ(সেপ্টেম্বর ১৯২০ – মে ১৯২৪, সেপ্টেম্বর – ডিসেম্বর ১৯২৫, জুন ২০০৮ – জুন ২০০৯, জুলাই ২০১০ – জুন ২০১৩)
সর্বনিম্ন১৯ (জুন–অক্টোবর ১৯৬৯, নভেম্বর ১৯৯১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্পেন ১–০ ডেনমার্ক 
(ব্রাসেল্‌স, বেলজিয়াম; ২৮ আগস্ট ১৯২০)
বৃহত্তম জয়
 স্পেন ১৩–০ বুলগেরিয়া 
(মাদ্রিদ, স্পেন; ২২ আগস্ট ১৯৩৩)
বৃহত্তম পরাজয়
 স্পেন ১–৭ ইতালি 
(আমস্টারডাম, নেদারল্যান্ডস; ৪ জুন ১৯২৮)
 ইংল্যান্ড ৭–১ স্পেন 
(লন্ডন, ইংল্যান্ড; ৯ ডিসেম্বর ১৯৩১)
বিশ্বকাপ
অংশগ্রহণ১৫ (১৯৩৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১০)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১১ (১৯৬৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৬৪, ২০০৮, ২০১২)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ২ (২০০৯-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০১৩)

স্পেন জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección Española de Fútbol) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম স্পেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২০ সালের ২৮শে আগস্ট তারিখে, স্পেন প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; বেলজিয়ামের ব্রাসেল্‌সে অনুষ্ঠিত উক্ত ম্যাচে স্পেন বেলজিয়ামকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।

লা রোহা নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুইস এনরিকে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও রামোস

স্পেন ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ১ বার (২০১০) বিশ্বকাপ জয়লাভ করেছে। এছাড়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও স্পেন অন্যতম সফল দল, যেখানে তারা ৩টি (১৯৬৪, ২০০৮, ২০১২) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, গ্রীষ্মকালীন অলিম্পিকে স্পেনের সেরা সাফল্য হচ্ছে ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করা।

ডেভিড ভিয়া, রাউল গোনসালেস, ইকার ক্যাসিয়াস, জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তার মতো খেলোয়াড়গণ স্পেনের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

বিশ্বকাপ

[সম্পাদনা]

বিশ্বকাপ জয়

[সম্পাদনা]

২০০৮ সালের ১৫ই জুলাই তারিখে ভিসেন্তে দেল বস্ক লুইস আরাগোনেজের স্থলাভিষিক্ত হয়ে[][] স্পেনের কোচের দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে স্পেন ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই-পর্বে উয়েফা অঞ্চলের গ্রুপ-৫ থেকে সফলভাবে উত্তীর্ণ হয় এবং ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে। এ পর্যায়ে তারা বসনিয়া ও হারজেগোভিনা, আর্মেনিয়া, সার্বিয়া এই তিনটি দলের বিপক্ষে জয়লাভ করেছিল। এর মধ্যে সার্বিয়া দলের বিপক্ষে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বোজান ক্রিকের অভিষেক হয়েছিল। পরবর্তী পর্বে এস্তোনিয়া এবং বেলজিয়ামকে হারিয়ে শতভাগ জয় নিয়ে ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ঠাঁয় পায় দলটি।

১৬ই জুন বিশ্বকাপ ফুটবলে স্পেনের বিপক্ষে সুইজারল্যান্ড ১–০ গোলে জয় পায়।[] এরপর স্পেন গ্রুপ-এইচ থেকে পরের দুই খেলায় জয়ী হয়ে ১৬ দলের পর্বে উত্তীর্ণ হয়। পর্তুগালকে ১–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে পরাজিত করে। ৭ জুলাইয়ের সেমি-ফাইনালে জার্মানিকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে।[] টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডকে ফাইনালে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তা‎‎'র জয়সূচক গোলে ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হয়।[১০]

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৮ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে স্পেন তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ১৯৯৮ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে স্পেনের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯২০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
অপরিবর্তিত  নেদারল্যান্ডস ১৭৪৫.৪৮
অপরিবর্তিত  পর্তুগাল ১৭৪৫.০৬
অপরিবর্তিত  স্পেন ১৭৩২.৬৪
অপরিবর্তিত  ইতালি ১৭১৮.৮২
১০ অপরিবর্তিত  ক্রোয়েশিয়া ১৭১৭.৫৭
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
অপরিবর্তিত  আর্জেন্টিনা ২১৩৮
বৃদ্ধি  ফ্রান্স ২১১০
বৃদ্ধি  স্পেন ২০৩৩
বৃদ্ধি  পর্তুগাল ২০৩৩
বৃদ্ধি  ইংল্যান্ড ২০১৫

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪ কোয়ার্টার-ফাইনাল ৫ম ১১
ফ্রান্স ১৯৩৮ প্রত্যাখ্যান প্রত্যাখ্যান
ব্রাজিল ১৯৫০ ৩য় স্থান নির্ধারণী ৪র্থ ১০ ১২
সুইজারল্যান্ড ১৯৫৪ উত্তীর্ণ হয়নি
সুইডেন ১৯৫৮ ১২
চিলি ১৯৬২ গ্রুপ পর্ব ১৩তম
ইংল্যান্ড ১৯৬৬ গ্রুপ পর্ব ১০ম
মেক্সিকো ১৯৭০ উত্তীর্ণ হয়নি ১০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮ গ্রুপ পর্ব ১০ম
স্পেন ১৯৮২ দ্বিতীয় পর্ব ১২তম আয়োজক হিসেবে উত্তীর্ণ
মেক্সিকো ১৯৮৬ কোয়ার্টার-ফাইনাল ৭ম ১১
ইতালি ১৯৯০ ১৬ দলের পর্ব ১০ম ২০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ কোয়ার্টার-ফাইনাল ৮ম ১০ ১২ ২৭
ফ্রান্স ১৯৯৮ গ্রুপ পর্ব ১৭তম ১০ ২৬
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২ কোয়ার্টার-ফাইনাল ৫ম ১০ ২১
জার্মানি ২০০৬ ১৬ দলের পর্ব ৯ম ১২ ২৫
দক্ষিণ আফ্রিকা ২০১০ ফাইনাল ১ম ১০ ১০ ২৮
ব্রাজিল ২০১৪ গ্রুপ পর্ব ২৩তম ১৪
রাশিয়া ২০১৮ ১৬ দলের পর্ব ১০ম ১০ ৩৬
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ১টি শিরোপা ১৫/২১ ৬৩ ৩০ ১৫ ১৮ ৯৯ ৭২ ১১৭ ৮১ ২৫ ১১ ২৭৬ ৭৪

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ""La Roja""। ১৭ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১০ 
  2. "Statistics – Most-capped players"। European football database। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬ 
  3. "Ranking – Played Matches"। BDFUTBOL। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫ 
  4. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  5. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  6. "Del Bosque gets Spain coach's job"BBC Sport। ১৭ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০০৯ 
  7. "Spain appoint Del Bosque"। Sky Sports। ১৭ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০০৯ 
  8. Sheringham, Sam (১৬ জুন ২০১০)। "Spain 0–1 Switzerland"BBC Sport। BBC। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১০ 
  9. "Puyol heads Spain into final"ESPNsoccernetESPN। ৭ জুলাই ২০১০। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১০ 
  10. "Iniesta sinks Dutch with late strike"ESPNsoccernetESPN। ১১ জুলাই ২০১০। ১৩ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]