বিষয়বস্তুতে চলুন

নিখিলজ্যোতি ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Nikhil Ghosh থেকে পুনর্নির্দেশিত)
নিখিলজ্যোতি ঘোষ
জন্ম(১৯১৮-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯১৮
বরিশাল, পূর্ববঙ্গ, ব্রিটিশ ভারত
মৃত্যু৩ মার্চ ১৯৯৫(1995-03-03) (বয়স ৭৬)
ভারত
পেশাসুরকার
সংগীত শিক্ষক
লেখক
পরিচিতির কারণতবলা
দাম্পত্য সঙ্গীঊষা নয়ামপল্লি
সন্তাননয়ন ঘোষ, ধ্রুব ঘোষ, তুলিকা ঘোষ
পিতা-মাতাঅক্ষয় কুমার ঘোষ
পুরস্কারপদ্মভূষণ
ওস্তাদ হাফিজ আলী খান পুরস্কার

নিখিলজ্যোতি ঘোষ[] (১৯১৮-১৯৯৫) একজন ভারতীয় সংগীতশিল্পী, শিক্ষক এবং লেখক ছিলেন। ঘাতবাদ্য তবলায় তাঁর দক্ষতার জন্য বিশেষ পরিচিতি পেয়েছেন।[] ১৯৫৬ সালে তিনি সংগীত মহাভারতী নামে সংগীতের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাপিত করেন, এবং ভারত ও বিদেশের বিভিন্ন মঞ্চে বাদ্য পরিবেশন করেন।[] ওস্তাদ হাফিজ আলী খান পুরস্কার প্রাপক, নিখিলজ্যোতির বাজন শৈলী, দিল্লি, আজরাদা, ফারুখাবাদ, লখনউ এবং পাঞ্জাবের ঘরানা সংগীতের সাথে সংযুক্ত ছিল বলে জানা যায়। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে গানের ক্ষেত্রে অবদানের জন্য তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে।[]

জীবনী

[সম্পাদনা]

নিখিল ঘোষ ১৯১৮ সালের ২৮শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বড় ভাই পান্নালাল ঘোষ ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের একজন বংশীবাদক[][] তাঁর বাবা সেতার বাদক অক্ষয় কুমার ঘোষের কাছ থেকে সংগীতের প্রাথমিক প্রশিক্ষণ নেবার পর, তিনি বেশ কয়েকজন নামী সংগীতকারীর অধীনে কন্ঠ সঙ্গীত এবং তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন। এদের মধ্যে আছেন - আহমেদ জান থিরাক্বা, আমির হুসেন খান এবং জ্ঞান প্রকাশ ঘোষ। তিনি তাঁর সময়ের কিছু উল্লেখযোগ্য সংগীতকারদের সাথে মঞ্চে তবলা বাজানো শুরু করেছিলেন, যাঁদের মধ্যে আছেন ফৈয়াজ খান, হাফিজ আলী খান, আলাউদ্দিন খাঁ, ওঙ্কারনাথ ঠাকুর, বড়ে গুলাম আলী খান, আমির খান, পান্নালাল ঘোষ, রবিশঙ্কর, আলী আকবর খান, বিলায়েত খাঁ, ভীমসেন জোশী, নিখিল বন্দ্যোপাধ্যায়, বসন্ত রাই, জসরাজ, আমজাদ আলি খান এবং শিব কুমার শর্মা[]

ঘোষ ১৯৫6 সালে সঙ্গীত মহাভারতী প্রতিষ্ঠা করেছিলেন, এটি এমন একটি বিদ্যালয়, যেটি শাস্ত্রীয় সংগীত শিক্ষার জন্য নিবেদিত।[] এখানে তিনি বেশ কয়েকজন উচ্চাভিলাষী সংগীতশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছিলেন, যাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে তাঁদের নাম তৈরি করেছেন; তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অনীশ প্রধান, একনাথ পিম্পল, দত্ত ইয়াণ্ডে, করোদিলাল ভট্ট, জার্ট ওয়েগনার এবং কিথ ম্যানিং।[] তিনি তাঁর দুই পুত্র নয়ন ঘোষ এবং ধ্রুব ঘোষকেও প্রশিক্ষণ দিয়েছিলেন[] যথাক্রমে তবলা এবং সারঙ্গীতে। পাশাপাশি তাঁর কন্যা, তুলিকা ঘোষকে কন্ঠসঙ্গীতে প্রশিক্ষণ দিয়েছিলেন।[][] সকলেই তাঁকে বিদ্যালয়ে শিক্ষকতায় সহায়তা করতেন।[][১০]

ঘোষ ভারতে এবং বিদেশের বহু মঞ্চে বাদ্য বাজিয়েছিলেন। অ্যালডেবোরো (১৯৫৮), এডিনবার্গ (১৯৫৮), ব্রাতিস্লাভা (১৯৮০, ১৯৮২), হেলসিঙ্কি (১৯৮৫), রোম (১৯৮৫), অ্যাথেন্স (১৯৮৫) এবং ১৯৭৮ সালে প্যারিসে ইউনেস্কো সংগীত সম্মেলনে একক তবলা বাদ্য প্রস্তুত করেছিলেন।[] তিনি অনেক বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক সংগীত শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রচলিত সংগীত স্বরলিপি ব্যবস্থায় উন্নতি করেছিলেন এবং ফান্ডামেন্টালস অব রাগ অ্যান্ড তাল : উইথ এ নিউ সিস্টেম অব নোটেশন শিরোনামে তাঁর পদ্ধতি সম্পর্কিত একটি বই লিখেছিলেন।[১১] পরবর্তীকালে, তিনি সহজেই স্বরলিখনের জন্য বইটির বদলে আরেকটি পাণ্ডুলিপি বই লেখেন। এর পরে তাঁর চূড়ান্ত কাজ ছিল দি অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অব মিউজিক অব ইন্ডিয়া, এই বই লেখার কৃতিত্ব তিনি দেন তাঁর সংগীত বিদ্যালয়, সংগীত মহাভারতীকে।[১২]

১৯৯০ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ নাগরিক সম্মান প্রদান করে[] এবং তিনি ১৯৯৫ সালে ওস্তাদ হাফিজ আলী খান পুরস্কার পেয়েছিলেন। ১৯৫৫ সালে উষা নয়ামপলি নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ৩রা মার্চ স্ত্রী এবং তিন সন্তানকে রেখে ৭৬ বছর বয়সে মারা যান।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. টেমপ্লেট:GroveOnline
  2. "About Nikhil Ghosh"। Parrikar Library। ২০১৬। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  3. "Founder"। Sangit Mahabharati। ২০১৬। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  4. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। নভেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩, ২০১৬ 
  5. The Geography of Hindustani Music: The Influence of Region and Regionalism on the North Indian Classical Tradition। ProQuest। ২০০৮। পৃষ্ঠা 219–। আইএসবিএন 978-1-109-00342-0 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. Kunal Ray (২ নভেম্বর ২০১৩)। "Who's interested in a second-hand Zakir Hussain?"। The Hindu। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  7. "Artist - Nikhil Ghosh"। SwarGanga Music Foundation। ২০১৬। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  8. "Profile"। Dhruba Ghosh.com। ২০১৬। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  9. "The Dramatic Singer"। Indian Express। ২ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  10. "The very great master of tabla and sitar"। Nasehpur। ২০১৬। জুন ১১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  11. Fundamentals of Raga and Tala: With a New System of Notation। N. Ghosh। ১৯৮২। 
  12. Sangit Bharati (২০১১)। The Oxford Encyclopaedia of the Music of India। Oxford University Press। পৃষ্ঠা 1800। আইএসবিএন 9780195650983 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

আরো পড়ুন

[সম্পাদনা]