২০১৫ এসিসি টুয়েন্টি২০ কাপ
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | সংযুক্ত আরব আমিরাত |
বিজয়ী | ওমান (২য় শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | আমির জাভেদ |
সর্বাধিক রান সংগ্রহকারী | আমির জাভেদ (২২৯) |
সর্বাধিক উইকেটধারী | শোয়েব আলী (১৫) |
২০১৫ এসিসি টুয়েন্টি২০ কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত এসিসি টুয়েন্টি২০ কাপ ক্রিকেট প্রতিযোগিতার ৫ম আসর। ২৫-৩০ জানুয়ারি, ২০১৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ওমান ক্রিকেট দল প্রতিযোগিতার শিরোপার জয় করে। দলটি ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা লাভ করে।
রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলার পর ফলাফলের ভিত্তিতে শীর্ষস্থানীয় দল ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা লাভ করবে। আফগানিস্তান, হংকং, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক টুয়েন্টি২০ আন্তর্জাতিকে মর্যাদা লাভ করায় তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। দলগুলো আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।[১] অন্যদিকে আইসিসি তথা এসিসি'র পূর্ণাঙ্গ সদস্য হবার ফলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা খেলবে।
দলীয় সদস্য
[সম্পাদনা]কুয়েত[২] | মালয়েশিয়া[৩] | মালদ্বীপ[৪] | ওমান[৫] | সৌদি আরব[৬] | সিঙ্গাপুর[৭] |
---|---|---|---|---|---|
|
|
|
|
|
|
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
ওমান | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +১.৮১৫ |
কুয়েত | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +১.১২৫ |
সৌদি আরব | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.১৬৩ |
মালয়েশিয়া | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | -০.১৮৩ |
সিঙ্গাপুর | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | +০.৫৫০ |
মালদ্বীপ | ৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | -৩.২৮৮ |
নির্দেশিকা:[৮]
- জয় - ২ পয়েন্ট
- টাই বা ফলাফল না হলে - ১ পয়েন্ট
- পরাজয় - ০ পয়েন্ট
সময়সূচী
[সম্পাদনা]১ম রাউন্ড
[সম্পাদনা]ব
|
||
আহমেদ ফয়েজ ৮০ (৫৪)
হাসান ইব্রাহিম ৩/২২ (৪ ওভার) |
মোহাম্মদ রিশওয়ান ৩৬ (২৯)
ডেরেক দুরাজসিঙ্গম ৩/১১ (৩.৫ ওভার) |
- মালয়েশিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
যতীন্দর সিং ৪৫ (৩১)
মোহাম্মদ নাদিম ১/২২ (৪ ওভার) |
বাবর হোসেন ২৪ (২২)
অজয় লালচেতা ৩/২২ (৪ ওভার) |
- সৌদি আরব টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
উসমান ওয়াহিদ ৫৪* (৩৪)
সুরেশ অপুস্বামী ১/২১ (৪ ওভার) |
সিতিজ সিন্ধে ৪৩* (৪৪)
খালিদ বাট ৪/২৬ (৪ ওভার) |
- কুয়েত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় রাউন্ড
[সম্পাদনা]ব
|
||
আমির জাভেদ ৪৪ (২৬)
শোয়েব আলী ৬/৫৫ (৪ ওভার) |
মোহসিন সাব্বির ৪৪* (৪২)
সিবতেইন রাজা ২/২০ (৪ ওভার) |
- সৌদি আরব টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সাদ জাঞ্জুয়া ৩৮ (৩২)
আহমেদ হাসান ৩/২২ (৪ ওভার) |
আব্দুল্লাহ শহীদ ২১ (১৯)
সুরেশ অপুস্বামী ৪/১৬ (৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
যতিন্দর সিং ৬২ (৪১)
সুহারিল ফেতরি ১/১০ (৩ ওভার) |
সুহান আলাগারত্মম ৩৪ (২১)
আমির কালিম ২/১৮ (৪ ওভার) |
- ওমান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তৃতীয় রাউন্ড
[সম্পাদনা]ব
|
||
অর্জুন মুত্রেজা ৭৯ (৪৫)
অজয় লালচেতা ৩/৩০ (৪ ওভার) |
যতীন্দর সিং ৭০ (৩৭)
সেলাদোর বিজয়কুমার ৪/২০ (৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
আফজাল ফয়েজ ৩৪ (৩৫)
সিবটেইন রাজা ৫/২৭ (৪ ওভার) |
মোহাম্মদ ইরফান ৬৩* (২৬)
মোহাম্মদ মাহফুজ ১/৩১ (৩ ওভার) |
- মালদ্বীপ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
নাসির আব্বাসি ৬৫ (৩৪)
হাসান গুলাম ৩/২২ (৪ ওভার) |
সুহান আলাগারত্মম ৩৩ (২৪)
শোয়েব আলী ৫/১৯ (৪ ওভার) |
- সৌদি আরব টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
চতুর্থ রাউন্ড
[সম্পাদনা]ব
|
||
আব্দুল্লাহ শহীদ ২৪ (২০)
আমির কালিম ৩/১৭ (৪ ওভার) |
আদনান ইলিয়াস ৫৭* (২১)
আহমেদ হাসান ২/১৮ (৩ ওভার) |
- ওমান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
হাম্মাদ সাঈদ ৩০ (১৫)
আমজাদ মাহবুব ২/২২ (৪ ওভার) |
চামিন্দা রুয়ান ৪৫ (৪০)
শোয়েব আলী ২/৩০ (৪ ওভার) |
- সৌদি আরব টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সুহান আগারত্মম ৮৬ (৪৫)
কাশিফ শরীফ ২/২৪ (৪ ওভার) |
আমির জাভেদ ৬০ (২৫)
খিজর হায়াত ৩/২১ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম রাউন্ড
[সম্পাদনা]ব
|
||
আহমেদ হাসান ১৪ (২৬)
আদনান লিয়াকত ৩/১১ (৩.১ ওভার) |
শোয়েব আলী ৩০* (৩৭)
আহমেদ হাসান ৪/১৫ (৪ ওভার) |
- সৌদি আরব টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
আদনান ইলিয়াস ২৬ (১৪)
হিশাম মির্জা ২/২০ (৪ ওভার) |
আবিদ মুশতাক ৩১* (২৩)
আমির কালিম ৩/১৮ (৪ ওভার) |
- ওমান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
অনীশ পরম ৩৭ (৩১)
হাসান গুলাম ৩/২৩ (৪ ওভার) |
আহমেদ ফয়েজ ৫৬* (৩২)
আমজাদ মাহবুব ৩/২৩ (৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
চূড়ান্ত অবস্থান
[সম্পাদনা]অবস্থান | দলের নাম | মর্যাদা |
---|---|---|
১ | ওমান | ২০১৫ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন |
২ | কুয়েত | |
৩ | সৌদি আরব | |
৪ | মালয়েশিয়া | |
৫ | সিঙ্গাপুর | |
৬ | মালদ্বীপ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://asiancricket.org/index.php/news/october-2014/2992
- ↑ "Kuwait Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Malaysia Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Maldives Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Oman Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Saudi Arabia Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Singapore Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Points table"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএন ক্রিকইনফোতে প্রতিযোগিতার বিবরণ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুলাই ২০১৯ তারিখে