বিষয়বস্তুতে চলুন

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডো – মহিলাদের ৫৭ কেজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
জুডো
পুরুষদের প্রতিযোগিতা মহিলাদের প্রতিযোগিতা
  ৬০ কেজি     ৪৮ কেজি  
৬৬ কেজি ৫২ কেজি
৭৩ কেজি ৫৭ কেজি
৮১ কেজি ৬৩ কেজি
৯০ কেজি ৭০ কেজি
১০০ কেজি ৭৮ কেজি
+১০০ কেজি +৭৮ কেজি
200৮ গ্রীষ্মকালীন অলিম্পিক জুডোতে মহলাদ৫৭কেজি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১১ই আগস্ট বেইজিংআগস্ট বেইজিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জিমনাসিয়ামে। প্রারম্ভিক পর্ব শুরু হয় বেলা ১২:০০টার সময় (CST)। রেপোশে ফাইনাল, সেমিফাইনাল, ব্রোঞ্জ পদকের লড়াই এবং ফাইনাল অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬:০০টার সময়।

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে মহিলাদের ৫৭কেজি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১১ই আগস্ট বেইজিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জিমনাসিয়ামে। প্রারম্ভিক পর্ব শুরু হয় বেলা ১২:০০টার সময় (CST)। রেপোশে ফাইনাল, সেমিফাইনাল, ব্রোঞ্জ পদকের লড়াই এবং ফাইনাল অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬:০০টার সময়।

মহিলাদের জুডো ওজন শ্রেণীর এই বিভাগ তৃতীয় সর্বনিম্ন ওজনের। এই বিভাগে সেই সব প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে যাদের শারীরিক ভর সর্বোচ্চ ৫৭কিলোগ্রাম। জুডোর অন্যান্য বিভাগের মত এক্ষেত্রেও লড়াই পাঁচ মিনিটের হয়। যদি দেখা যায় ঐ পাঁচ মিনিটের শেষে দুজনেরই স্কোর সমান সমান, তাহলে আরও পাঁচ মিনিটের সাডেন ডেথ লড়াই হয়। যদি তাতেও দুই জুডোকার কেউ কোনো স্কোর করতে না পারে তাহলে খেলার ফলাফল বিচারকেরা স্থির করেন। সমগ্র টুর্নামেন্ট একক-অপনয়ন পদ্ধতিতে সম্পন্ন হয় যাতে শেষ পর্যন্ত স্বর্ণ পদকের লড়াই হয়। এছাড়া রেপোশে পদ্ধতিতে দুই ব্রোঞ্জ পদক বিজয়ী স্থির করা হয়। সেমিফাইনালিস্টদের কাছে পরাজিত প্রত্যেক জুডোকা রেপোশে রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। সেমিফাইনালে পরাজিত দুজন জুডোকা রেপোশে রাউন্ডের শেষ দুজনের সাথে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অংশ নেয়।

পদকবিজয়ী

[সম্পাদনা]
স্বর্ণ গিউলিয়া কুইন্টাভ্যালে
 ইতালি
রৌপ্য ডেবোরা গ্রাভেনস্টিন
 নেদারল্যান্ডস
ব্রোঞ্জ ঝু ইয়ান
 চীন
কেটলিন কোয়াড্রোস
 ব্রাজিল

টুর্নামেন্টের ফলাফল

[সম্পাদনা]

মূল বন্ধনী

[সম্পাদনা]

মূল একক-অপনয়ন বন্ধনীর ফাইনালে স্বর্ণ ও রৌপ্যপদকের সিদ্ধান্ত হয়।


  ১ম রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল স্বর্ণ পদকের ফাইনাল
  ভ্যালেরি গোটে (USA) ১০০১  
  গুলজাট উরালবায়েভা (KAZ) ০০১০       ভ্যালেরি গোটে (USA) ০০০০  
           ইসাবেল ফার্নান্ডেজ (ESP) ০০১০  
             ইসাবেল ফার্নান্ডেজ (ESP) ০০০০  
  কাং সিন-ইয়ং (KOR) ০০০২       ডেবোরা গ্রাভেনস্টিন (NED) ০০০১  
  কেটলিন কোয়াড্রোস (BRA) ০০১১       কেটলিন কোয়াড্রোস (BRA) ০০০০  
           ডেবোরা গ্রাভেনস্টিন (NED) ০০০১  
             ডেবোরা গ্রাভেনস্টিন (NED) ০১০০  
           ঝু ইয়ান (CHN) ০০১০  
           কিফায়েত গাসিমভ (AZE) ০১০০  
           আইকো সাতো (JPN) ১০০১  
           আইকো সাতো (JPN) ০০০২
           ঝু ইয়ান (CHN) ০০১০  
           নিনা কোইভুমাকি (FIN) ০০০০  
  ঝু ইয়ান (CHN) ১০০১       ঝু ইয়ান (CHN) ০০২০  
  লায়লা আট্রাউস (ALG) ০০০১         ডেবোরা গ্রাভেনস্টিন (NED) ০০০১
  গিউলিয়া কুইন্টাভ্যালে (ITA) ০১০১       গিউলিয়া কুইন্টাভ্যালে (ITA) ০০১১
  ইওন বোনিশ (GER) ০০০১       গিউলিয়া কুইন্টাভ্যালে (ITA) ১০১০
           খিশিগবাতিন আর্ডেনেট-ওড (MGL) ০০০১  
           গিউলিয়া কুইন্টাভ্যালে (ITA) ০০১০
           বারবারা হারেল (FRA) ০০০১  
           বারবারা হারেল (FRA) ০১০১  
  কাই সুন হুই (PRK) ১০০১       কাই সুন হুই (PRK) ০০১০  
  স্যাব্রিনা ফিল্জমোসর (AUT) ০০০১       গিউলিয়া কুইন্টাভ্যালে (ITA) ০০১০  
           মারিয়া পেকলি (AUS) ০০০২  
           নেসরিয়া জেলাসি (TUN) ১০০০       
  অ্যাঞ্জি জেন ব্যাপ্টিস্ট (HAI) ০০০০       ইউরিসলেডি লুপেটে (CUB) ০০০০       
  ইউরিসলেডি লুপেটে (CUB) ০১১১       নেসরিয়া জেলাসি (TUN) ০০০০
           মারিয়া পেকলি (AUS) ১০১১  
           মারিয়া পেকলি (AUS) ০১০১
           বার্নাডেট বাজকো (HUN) ০১০০  
      

রেপোশে

[সম্পাদনা]

যে সকল জুডোকা আগের রাউন্ডে চার সেমিফাইনালিস্টের কারো দ্বারা পরাজিত হয়েছে তারা রেপোশে রাউন্ডে লড়ার সুযোগ পান। এই রাউন্ডে দুটি ব্রোঞ্জ পদকের ভাগ্য নির্ধারিত হয়।

১ম রাউন্ড   কোয়ার্টার ফাইনাল   সেমিফাইনাল   ব্রোঞ্জ পদকের লড়াই
                           
      কোয়াড্রোস (BRA) ০০০১         পেকলি (AUS) ০০০০
  কোয়াড্রোস (BRA)         ফার্নান্ডেজ (ESP) ০০০০           কোয়াড্রোস (BRA) ১০০০
 বাই           কোয়াড্রোস (BRA) ১০০০
      সাতো (JPN) ০০০০  
      সাতো (JPN) ১০১১
  কোইভুমাকি (FIN) ০০০১       কোইভুমাকি (FIN) ০০০০  
  আট্রাউস (ALG) ০০০০  
 
      হারেল (FRA) ০০০১         ঝু (CHN) ১০০০
  বোনিশ (GER) ০১১০       বোনিশ (GER) ০০০০           হারেল (FRA) ০১০১
  খিশিগবাতিন আর্ডেনেট-ওড (MGL) ০০০১         হারেল (FRA) ০১১০
      বাজকো (HUN) ০০১০  
      নেসরিয়া জেলাসি (TUN) ০০০০
  বাজকো (HUN)         বাজকো (HUN) ১০১১  
 বাই    

পাদটিকা

[সম্পাদনা]