১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
১৯২৬ খ্রিষ্টাব্দে আন্তর্জাতিক হকি ফেডারেশনের স্থাপনের পরে ১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকিকে প্রতিযোগিতা হিসেবে পুনরায় যুক্ত করা হয়। ১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের ঠিক পূর্বে ভারতীয় হকি দলের ইংল্যান্ড সফরকালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড গ্রেট ব্রিটেনের শাসনাধীন ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে। ঐ সফরে ভারতীয় হকি দল হকি অ্যাসোসিয়েশন একাদশ কে ৪-০ এবং অ্যাংলো-স্কটিশ একাদশ কে ৭-৩ গোলে পরাজিত করে। এর ঠিক পরেই ১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় পূর্বতন স্বর্ণ পদক জয়ী গ্রেট ব্রিটেন কোন সরকারি কারণ ছাড়াই অংশগ্রহণ করতে অস্বীকার করে। অপর দিকে পূর্বে আমন্ত্রক দেশ নেদারল্যান্ডস দেশীয় নিয়মে নরম বল ও দুমুখো হকি স্টিকের মাধ্যমে হকি খেলত, কিন্তু তাদের অধিনায়ক রেইন ডি ওয়াল ১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রস্তুতি হিসেবে প্রথম আন্তর্জাতিক নিয়মে খেলা শুরু করেন। [১]
অংশগ্রহণকারী
[সম্পাদনা]খেলা
[সম্পাদনা]এ বিভাগ
[সম্পাদনা]স্থান | দল | খেলা | জয় | অমীমাংসিত | হার | গোল দেয় | গোল খায় | পয়েন্ট | ভারত | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | ভারত (IND) | ৪ | ৪ | ০ | ০ | ২৬ | ০ | ৮ | X | ৯:০ | ৫:০ | ৬:০ | ৬:০ | |
২. | বেলজিয়াম (BEL) | ৪ | ৩ | ০ | ১ | ৮ | ৯ | ৬ | ০:৯ | X | ৩:০ | ১:০ | ৪:০ | |
৩. | ডেনমার্ক (DEN) | ৪ | ২ | ০ | ২ | ৫ | ৮ | ৪ | ০:৫ | ০:১ | X | ২:১ | ৩:১ | |
৪. | সুইজারল্যান্ড (SUI) | ৪ | ১ | ০ | ৩ | ২ | ১১ | ২ | ০:৬ | ০:৩ | ১:২ | X | ১:০ | |
৫. | অস্ট্রিয়া (AUT) | ৪ | ০ | ০ | ৪ | ১ | ১৪ | ০ | ০:৬ | ০:৪ | ১:৩ | ০:১ | X |
বি বিভাগ
[সম্পাদনা]স্থান | দল | খেলা | জয় | অমীমাংসিত | হার | গোল দেয় | গোল খায় | পয়েন্ট | নেদারল্যান্ডস | জার্মানি | ফ্রান্স | স্পেন | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | নেদারল্যান্ডস (NED) | ৩ | ২ | ১ | 0 | ৮ | ২ | ৫ | X | ২:১ | ৫:০ | ১:১ | |
২. | জার্মানি (GER) | ৩ | ২ | ০ | ১ | ৮ | ৩ | ৪ | ১:২ | X | ২:০ | ৫:১ | |
৩. | ফ্রান্স (FRA) | ৩ | ১ | ০ | ২ | ২ | ৮ | ২ | ০:৫ | ০:২ | X | ২:১ | |
৪. | স্পেন (ESP) | ৩ | ০ | ১ | ২ | ৩ | ৮ | ১ | ১:১ | ১:৫ | ১:২ | X |
ব্রোঞ্জ পদকের লড়াই
[সম্পাদনা]ব্রোঞ্জ পদকের লড়াই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
২৬ শে মে, ১৯২৮ | অলিম্পিস স্টেডিয়ন (দর্শক ২৩,৪০০) | জার্মানি (GER) | ৩ | - | ০ | বেলজিয়াম (BEL) | ||
গোল: | থিওডোর হাগ ১:০, ২:০, ৩:০ | |||||||
আম্পায়ার: বি. টার্নবুল (IND), ই. সি. রিকেটস (IND) | ||||||||
ফাইনাল
[সম্পাদনা]স্বর্ণ পদকের লড়াই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
২৬ শে মে, ১৯২৮ | অলিম্পিস স্টেডিয়ন (দর্শক ২৩,৪০০) | ভারত (IND) | ৩ | - | ০ | নেদারল্যান্ডস (NED) | ||
গোল: | ধ্যান চাঁদ ১:০, ২:০, ৩:০ | |||||||
আম্পায়ার: ডব্ল্যু. সাইমন (GER), আর. লাইজয়েস (BEL) | ||||||||
গোলদাতাদের তালিকা
[সম্পাদনা]এই প্রতিযোগিতায় আঠারোটি খেলায় একত্রিশ জন হকি খেলোয়াড় মোট উনসত্তরটি গোল করেন।
পদকপ্রাপ্তদের তালিকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০০৯ তারিখে, ১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
- Netherlands Olympic Committee (১৯২৮)। "The Ninth Olympiad Amsterdam 1928 - Official Report" (পিডিএফ)। Amsterdam J. H. de Bussy, Ltd.। ৮ এপ্রিল ২০০৮ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৩।
- International Olympic Committee medal database