১৯০২–০৩ ফুটবল ক্লাব বার্সেলোনা মৌসুম
অবয়ব
১৯০২–০৩ মৌসুম | |||
---|---|---|---|
সভাপতি | পল হাস | ||
কোপা বার্সেলোনা | প্রথম | ||
| |||
১৯০২–০৩ মৌসুম ছিল ফুটবল ক্লাব বার্সেলোনার চতুর্থ মৌসুম।
ঘটনা
[সম্পাদনা]প্রতিযোগিতার প্রথম ম্যাচে একজন অযোগ্য খেলোয়াড়কে খেলতে নামানোর জন্য দুই পয়েন্ট হারানোর পর বার্সেলোনা কোপা মাকায়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লাবটি জিমন্যাস্টিকস ফেডারেশনের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং তাদের নিজস্ব একটি প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেয়, যার নাম লা কোপা বার্সেলোনা।[১][২][৩][৪] ফুটবল ক্লাব বার্সেলোনা এই শিরোপাটি জিতেছে।
পল হাস ৫ সেপ্টেম্বর ১৯০২ সালে বার্তোমেউ তেরাদাসের স্থলাভিষিক্ত হন।
দল
[সম্পাদনা]টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
ম্যাচ
[সম্পাদনা]প্রীতি |
২৬ অক্টোবর ১৯০২ | বার্সেলোনা | ১২ – ০ | আইবেরিয়া এসসি | বার্সেলোনা |
[১] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা |
২ নভেম্বর ১৯০২ | বার্সেলোনা | ০ – ১ | আইরিশ এসসি | বার্সেলোনা |
[২] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: মার্সেলো সান্জ |
৯ নভেম্বর ১৯০২ | কাতালা এফসি | ১ – ৩ | বার্সেলোনা | বার্সেলোনা |
[৩] | মেয়ের লিয়াস্ক ওসো |
স্টেডিয়াম: ভেলোদ্রোমো দে লা বোনানোভা রেফারি: মেন্দেজ |
১৬ নভেম্বর ১৯০২ | বার্সেলোনা | ২ – ১ | ক্লাব উনিভের্সিতারি | বার্সেলোনা |
স্তেইনবার্গ লাসালেতা |
[৪] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: জর্জ মেয়ের |
২৩ নভেম্বর ১৯০২ | বার্সেলোনা | ৫ – ২ | ক্লাব উনিভের্সিতারি | বার্সেলোনা |
ওসো স্তেইনবার্গ লাসালেতা |
[৫] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: আর্তুর লিয়াস্ক |
২১ ডিসেম্বর ১৯০২ | কাতালুনিয়া এফসি | ০ – ৫ | বার্সেলোনা | বার্সেলোনা |
[৬] | গাম্পের লিয়াস্ক ওসো |
স্টেডিয়াম: কাতালুনিয়া রেফারি: গার্সিয়া |
২৮ ডিসেম্বর ১৯০২ | বার্সেলোনা | ১ – ০ | এক্স স্পোর্টিং ক্লাব | বার্সেলোনা |
লাসালেতা | [৭] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: কাস্তেয়স |
৪ জানুয়ারি ১৯০৩ | কাতালুনিয়া এফসি | ০ – ১৬ | বার্সেলোনা | বার্সেলোনা |
[৮] | গাম্পের স্তেইনবার্গ ওসো লাসালেতা |
স্টেডিয়াম: কাতালুনিয়া রেফারি: তোরেন্তে |
১৮ জানুয়ারি ১৯০৩ | বার্সেলোনা | ৯ – ১ | আইরিশ এফসি | বার্সেলোনা |
স্তেইনবার্গ লাসালেতা ওসো |
[৯] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: পুজোল |
১০ মার্চ ১৯০৩ | বার্সেলোনা | ১ – ০ | গায়িওপ2 | বার্সেলোনা |
লাসালেতা | [১০] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: পার্ক |
২৮ মে ১৯০৩ | সালুত এসসি | ৩ – ২ | বার্সেলোনা | বার্সেলোনা |
[১১] | জোরো মেয়ের |
স্টেডিয়াম: সালুত রেফারি: গার্সিয়া |
২৭ জুলাই ১৯০৩ | মাতারোনি | ২ – ৮ | বার্সেলোনা | বার্সেলোনা |
[১২] | ওসে জোরো রেনে |
স্টেডিয়াম: মাতারো রেফারি: মেনসা |
কোপা মাকায়া |
৩০ নভেম্বর ১৯০২ প্রথম পর্ব | হিস্পানিয়া এসি | ০ – ২১ | বার্সেলোনা | বার্সেলোনা |
[১৩] | স্তেইনবার্গ লাসালেতা |
স্টেডিয়াম: কাম্প দেল কারের মুন্তানের রেফারি: দেগোয়াদা |
কোপা বার্সেলোনা |
১১ জানুয়ারি ১৯০৩ প্রথম পর্ব | বার্সেলোনা | ৭ – ০ | আইবেরিয়া এসসি | বার্সেলোনা |
গাম্পের ওসো লাসালেতা |
[১৪] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: এদুয়ার্দো এলেসন |
২৫ জানুয়ারি ১৯০৩ তৃতীয় পর্ব | বার্সেলোনা | ২ – ১ | কাতালা এফসি | বার্সেলোনা |
গাম্পের | [১৫] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: এদুয়ার্দো এলেসন |
১ ফেব্রুয়ারি ১৯০৩ চতুর্থ পর্ব | বার্সেলোনা | ১৩ – ০ ** | এক্স স্পোর্টিং ক্লাব | বার্সেলোনা |
গাম্পের ওসো লাসালেতা |
[১৬] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: চুজি |
৮ ফেব্রুয়ারি ১৯০৩ ষষ্ঠ পর্ব | বার্সেলোনা | 6 – 0 | এফসি ইন্তের্নাসিওনাল | বার্সেলোনা |
গাম্পের ওসো হারিস |
[১৭] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা |
২২ ফেব্রুয়ারি ১৯০৩ অষ্টম পর্ব | বার্সেলোনা | খেলা হয়নি | সালুত এসসি | বার্সেলোনা |
[১৮] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা |
১ মার্চ ১৯০৩ নবম পর্ব | বার্সেলোনা | ৬ – ১ | হিস্পানিয়া এসি | বার্সেলোনা |
স্তেইনবার্গ লাসালেতা মেয়ের ওসো |
[১৯] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: ওলিভেরাস |
৮ মার্চ ১৯০৩ দশম পর্ব | বার্সেলোনা | ২ – ২ | ক্লাব এস্পানিওল | বার্সেলোনা |
১৫:৩০ | গাম্পের স্তেইনবার্গ |
[২০] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা দর্শক: ৪,০০০ রেফারি: জন হ্যামিল্টন |
১৯ মার্চ ১৯০৩ দ্বাদশ পর্ব | আইরিশ এফসি | ১ – ৪ | বার্সেলোনা | বার্সেলোনা |
[২১] | গাম্পের মেয়ের গাস |
রেফারি: আছা |
২২ মার্চ ১৯০৩ ত্রয়োদশ পর্ব | কাতালা এফসি | ২ – ৪ | বার্সেলোনা | বার্সেলোনা |
[২২] | গাম্পের স্তেইনবার্গ লাসালেতা |
স্টেডিয়াম: ভেলোদ্রোমো দে লা বোনানোভা রেফারি: মাশ্চারো |
২৯ মার্চ ১৯০৩ পঞ্চদশ পর্ব | এফসি ইন্তের্নাসিওনাল | খেলা হয়নি | বার্সেলোনা | বার্সেলোনা |
[২৩] |
৫ এপ্রিল ১৯০৩ ষষ্ঠদশ পর্ব | আইবেরিয়া এসসি | ০ – ৮ | বার্সেলোনা | বার্সেলোনা |
[২৪] | স্তেইনবার্গ গাম্পের পারসন্স |
রেফারি: মাশ্চারো |
১২ এপ্রিল ১৯০৩ পর্ব ১৭ | সালুত এসসি | খেলা হয়নি | বার্সেলোনা | বার্সেলোনা |
[২৫] |
১৩ এপ্রিল ১৯০৩ দ্বিতীয় পর্ব | বার্সেলোনা | ৩ – ১ | আইরিশ এফসি | বার্সেলোনা |
ওসো আলমাস্কে |
[২৬] | স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা রেফারি: জোসে বারোসো |
১৯ এপ্রিল ১৯০৩ পর্ব ১৮ | হিস্পানিয়া এসি | ০ – ১ | বার্সেলোনা | বার্সেলোনা |
[২৭] | গাম্পের | স্টেডিয়াম: কাম্প দেল কারের মুন্তানের রেফারি: রিকার্দো কাবোত |
২৬ এপ্রিল ১৯০৩ পর্ব ১৯ | ক্লাব এস্পানিওল | ২ – ২ | বার্সেলোনা | বার্সেলোনা |
গার্সিয়া |
[২৮] | গাম্পের হারিস |
স্টেডিয়াম: কাম্প দেল ল'হোস্পিতাল ক্লিনিক রেফারি: জন হ্যামিল্টন |
- ১. বার্সেলোনা প্রতিযোগিতা টেনেছে।
- ২. বার্সেলোনা বন্দরে ইংরেজ জাহাজের নাম।
- এক্স স্পোর্টিং ক্লাব প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করার কারণে গণনা করা হয়নি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Spain - Final Tables Catalonia"। RSSSF। ২০ মে ২০২০। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২।
- ↑ "La Copa Macaya, el primer campeonato de fútbol de España"। elfutbolymasalla.com (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২২।
- ↑ "Copa Football Club Barcelona"। hemerotecadigital.bne.es (স্পেনীয় ভাষায়)। El cardo। ২২ জানুয়ারি ১৯০৩। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২।
- ↑ "Historia del FC Barcelona, Web de los Culés"। www.webdelcule.com (স্পেনীয় ভাষায়)। ৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২২।