বিষয়বস্তুতে চলুন

হলদিয়া পেট্রোকেমিক্যালস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হলদিয়া পেট্রোকেমিক্যালস
শিল্পপেট্রোকেমিক্যালস
প্রতিষ্ঠাকাল২০০১
সদরদপ্তরহলদিয়া,পশ্চিমবঙ্গ,ভারত
পণ্যসমূহপলিইথিলিন,কম ও বেশি ঘনত্বের পলিথিন,বেঞ্জিন,এলপিজি প্রভৃতি
ওয়েবসাইটweb.archive.org/web/20120418055506/http://www.haldiapetrochemicals.com/JSP/index.jsp উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

হলদিয়া পেট্রোকেমিক্যালস হল হলদিয়ায় অবস্থিত একটি বৃহত্তম পেট্রোকেমিক্যালস কমপ্লেক্স।এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম পেট্রোকেমিক্যালস কারখানা।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৪ সালে টাটা গোষ্ঠী ,চ্যাটার্জি গোষ্ঠী,ইন্ডিয়ান ওয়েল ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে চুক্তি হয় এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের নির্মাণ শুরু হয়।২০০১ সালে হলদিয়া পেট্রোকেমিক্যালস প্রথম উৎপাদন শুরু করে।

উৎপাদিত দ্রব্য ও উৎপাদন ক্ষমতা

[সম্পাদনা]

এটি একটি ন্যাপথা ভিত্তিক পেট্রোকেমিক্যালস।এই কারখানাটিতে ৭,০০,০০০ টিপিএ পলিইথিলিন উৎপাদিত হয় যা পূর্ব ভারত এর ৭০% ও সমগ্র ভারত এর ৩০% চাহিদা পূর্ন করে।এছাড়া এখানে প্রায় ৩,৫০,০০০ টিপিএ পলিথিন উৎপাদিত হয়। এখানে উৎপাদিত প্রধান দ্রব্যগুলি হল-

  • পলিইথিলিন
  • পলিথিন (কম ও বেশি ঘনত্ব যুক্ত)
  • বেঞ্জিন
  • সি৪ (C4) হাইড্রোকার্বন

প্রভৃতি।

রপ্তানি

[সম্পাদনা]

হলদিয়া পেট্রোকেমিক্যালসে উৎপাদিত দ্রব্যের গুণগত মান খুবই ভাল।ফলে এখানে উৎপাদিত দ্রব্যের চাহিদা রয়েছে দেশে ও দেশের বাইরে।এখান থেকে ইউরোপ,দক্ষিণ পূর্ব এশিয়া,যুক্তরাষ্ট্র,চিন এ পণ্য রপ্তানি করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

Haldia Petrochemicals হলদিয়া পেট্রোক্যমিকাল লিমিটেড। ০৬-১২-২০১১

office website[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]