সোমালিয়ার প্রশাসনিক বিভাগ
সোমালিয়ার প্রশাসনিক অঞ্চল Gobolada Soomaaliya (সোমালি) مناطق الصومال (আরবি) | |
---|---|
| |
শ্রেণি | যুক্তরাষ্ট্র |
অবস্থান | সোমালিয়ার যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র |
সংখ্যা | ১৮টি অঞ্চল |
সরকার |
|
উপবিভাগ |
সোমালিয়া আনুষ্ঠানিকভাবে ১৮টি প্রশাসনিক অঞ্চলে (গবল্লো, একবচন গবল) বিভক্ত, যেগুলো আবার ৯০টি জেলায় বিভাজিত।[১]
প্রকৃতপক্ষে উত্তর সোমালিয়া বর্তমানে আবার স্বায়ত্বশাসিত অঞ্চল পুন্তল্যান্ড (স্বঘোষিত স্বায়ত্বশাসিত প্রদেশ) ও স্বঘোষিত কিন্তু অস্বীকৃতীপ্রাপ্ত সার্বভৌম রাষ্ট্র সোমালিল্যান্ডের মধ্যে বিভক্ত। পুন্তল্যান্ড ও সোমালিল্যান্ডের মধ্যে অবস্থিত খাতুম, যেটা নিজেকে একটি স্বশাসিত রাজ্য মনে করলেও সোমালিয়ার যুক্তরাষ্ট্রীয় সরকার, পুন্তল্যান্ড বা সোমালিল্যান্ড কারুর দ্বারাই এটি স্বীকৃত নয়। মধ্য সোমালিয়ায়, পুন্তল্যান্ডের দক্ষিণে গালমুদুগ নামে আরেকটি আঞ্চলিক শক্তি আছে।[১]
অঞ্চল এবং জেলাসমূহ
[সম্পাদনা]অঞ্চল | জনসংখ্যা (২০১৪) | অবস্থান | জেলাসমুহ |
---|---|---|---|
বানাদির অঞ্চল | ১,৬৫০,২২৭ | সেন্ট্রাল | আবদিযাজিজ
বন্ধেরী ডেনাইল ধারকেনলী হামার ওয়েইনী হোডান হাওলী ওয়াডাগ হুরিওয়া কারান শিবিজ শানগানী ওযাবেরী ওয়াডাজির ওয়ারধিগলেে ইয়াকশিদ |
গালগুুদুউদ অঞ্চল | ৫৬৯.৪৩৪ | সেন্ট্রাল | আবুদওয়াক
আডাডো ধুসা এল বুর গালহারেরী এল ধুর |
হিরান অঞ্চল | ৫২০,৬৮৫ | সেন্ট্রাল | বেলেদওয়েইনী
বুলোবার্দে মকোকোরি হালগান বুক আকাবলে জালাকসি মাতাবান মাহাস |
মধ্য শিবেল্লী অঞ্চল | ৫১৬,০৩৬ | সেন্ট্রাল | আদালেে
আদান ইয়াবাল বালাদ জোওহার মাহাডে রুনিরগড ওয়ারশেখ |
নিম্ন শিবেল্লী অঞ্চল | ১,২০২,২১৯ | সেন্ট্রাল | আফগুয়ি
বারাওয়া কুরতানওয়ারে কোরিইয়োলে সাবলেল ওয়ালাওয়েন |
বারি অঞ্চল | ৭১৯.৫১২ | উত্তর পূর্ব | ওযেইয়ি
বেয়লা বোসাসো আলুলা ইসকুশুবান কোয়ানদালা উফাইন কোয়ারধো রাকো |
মুডুগ অঞ্চল | ৭১৭,৮৬৩ | উত্তর পূর্ব | গালকায়ো
গালদোগব হারারধিরি হোবইয়ো জারিবান |
নুগাল অঞ্চল | ৩৯২,৬৯৮ | উত্তর পূর্ব | গারোউই
ইইল বারটিনল ডানগোরায়ো |
আওডাল অঞল | ৬৭৩,২৬৩ | উত্তর পশ্চিম | বাকি
বোরামা লুঘায়া জেএইলা |
সানাআগ অঞ্চল | ৫৪৪,১২৩ | উত্তর পশ্চিম | বাধান
ডাহার ইরিগাভো |
সুল অঞ্চল | ৩২৭,৪২৮ | উত্তর পশ্চিম | আইনাবো
লাস আনোড টালেহ হুডুন |
টগধীর অঞ্চল | ৭২১,৩৬৩ | উত্তর পশ্চিম | বুরাও
বুহুডল ওডউইনি শেখ |
ওয়োকুয়োয়ি গালবিইড অঞ্চল | ১,২৪২,০০৩ | উত্তর পশ্চিম | বেরবেরা
গাবিলে হারগেইসা মাধিইরা |
বাকুল অঞ্চল | ৩৬৭,২২৬ | দক্ষিণ | এল বার্ডে
হুডুপ টাইইয়েগ্লো ওয়াজিদ(বুউরধুক্সউনলে) রাবধুউরে |
বে অঞ্চল | ৭৯২,১৮২ | দক্ষিণ | বাইডোয়া
বুরহাকাবা দিনসুর কাসাহধিরে বারডাআলে |
গেডো অঞ্চল | ৫০৮,৪০৫ | দক্ষিণ | বারধিরি
বেলেড হাওয়ো এল ওয়াক ডোলোও গারবাহারে লুউক বারধুবো |
মধ্য জুবা অঞ্চল | ৩৬২,৯২১ | দক্ষিণ | বু’আল
জিলিব সাকোও |
নিম্ন জুবা অঞ্চল | ৪৮৯,৩০৭ | দক্ষিণ | আফমাডোও
বাধাধি জামামে কিসমায়ো |
ঐতিহাসিক ভাগসমূহ
[সম্পাদনা]প্রাক-স্বাধীনতা
[সম্পাদনা]১৯৩১ সালে ইতালীয় সোমালিল্যান্ড ৭ টি কমিসারিয়াতে বিভক্ত ছিল:
- আলতো জুবা
- আলতো উয়েবি-শেবেলি
- বাসো জুবা
- বাসো উয়েবি-শেবেলি
- মিগিউরতিনিয়া
- মোগাদিশো
- মুদুঘ
১৯৩৫-৩৬ সালের ২য় ইতালি-আবিসিনীয় যুদ্ধের পর, ইতালীয় সোমালিল্যান্ড আবিসিনিয়া (ইথিওপিয়া) ও ইরিত্রিয়ার সাথে ইতালীয় পূর্ব আফ্রিকার অংশে পরিণত হয়। ইতালীয় সোমালিল্যান্ড ছিল নতুন কলোনীর ৬টি গভর্নরেটের একটি, যার মধ্যে ছিল সোমালিয়া গভর্নরেট এবং সাবেক আবিসিনিয়ার সোমালি-অধ্যুষিত অংশ। এটি ছিল ১০টি কমিসারিয়েটে বিভক্ত, যেগুলো আবার রেসিডেন্সী ( গভর্নর এর বাসভবনসহ আদালত) তে বিভক্ত ছিল।
- আলতো জুবা (রাজধানী বাইদোয়া)
- আলতো শেবেলি (আপার শাবেলে) (বুলো বার্টি)
- বাসো স্কেবেলি ( লোয়ার শাবেলে) (রাজধানীমেরকা)
- মিগিউরটিনিয়া (মিগিউরটিনিয়া) (রাজধানী ডানতে)
- মোগাদিসিও (মোগাদিসু) (রাজধানী মোগাদিসিও)
- মুদুঘ (মুদুগ) (রাজধানী রোক্কা লিট্টিরিও)
- ওগাডেন (ওগাডেন) (রাজধানী উয়ারডার)
- উবেই গেসট্রো (গেসট্রো রিভার) (রাজধানী কাল্লাফো)
- বাসসো গুইবা (লোয়ার জুবা)(রাজধানী চিসিমাইয়ো)
- নোগাল (নুগাল) (রাজধানী ইল)
২য় বিশ্বযুদ্ধের পর, ইতালিয়ান শাসনাধীন ট্রাস্ট টেরিটোরি অব সোমালিয়া ৬ টি অঞ্চল নিয়ে গঠিত ছিল।
- আলটো গুইবা
- বাসসো গুইবা
- বেনাডির
- হিরান
- মিগিউরটিনিয়া
- মুদুঘ
ব্রিটিশ সোমালিল্যান্ড প্রোটেক্টরেট আবার দুইটি অঞ্চল নিয়ে গঠিত ছিল
- বুরাও
- হারগেইসা
সোমালিয়া
[সম্পাদনা]১৯৬০ সালে স্বাধীনতার পর সাবেক ইতালিয়ান সোমালিল্যান্ডের ১২ টি জেলা ও ব্রিটিশ সোমালিল্যান্ড একত্রিত হয়ে নতুন সোমালি রিপাবলিক রাষ্ট্র গাঠিত হয়। ১৯৬৪ সালে বুরায়ো, ইরিগাভো ও লস আনোদ একত্র করে একটি নতুন উত্তর-পূর্ব প্রদেশ (বুরায়ো) এবং বারবেরা, বোরামা এবং হারগেইসা জেলা নিয়ে একটি উত্তর-পশ্চিম প্রদেশ (হারগেইসা) প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৮ সালে বাসসো গুইবার রাজধানী কিসমায়ো থেকে জামামেতে নিয়ে আসা হয়। এই সময় যে ৮ টি প্রদেশ ছিল সেগুলো হলো-
প্রদেশ | আয়তন (বর্গ কি.মি | রাজধানী |
---|---|---|
বেনাডির | ৪৫,০০৪ | মোগাদিসু |
বুরায়ো | ১২৮,০০০ | বুরায়ো |
হারগেইসা | ৪৮,০০০ | হারগেইসা |
হিরান | ২৫,৬৪৭ | বেলেদ ওয়েইনি |
নিম্ন(লোয়ার) জুবা | ৪৯,৯১৭ | জামামে |
বাসাসো | ৯০,৭৪৪ | বাসাসো(বেনদের চাসসিম) |
মুদুগ | ১১৮,৭৩৭ | গালকায়ো |
উচ্চ (আপার) জুবা | ১৩১,৪৯২ | বাইদোয়া |
১৯৮২ সালে সোমালিয়া ৮ টি প্রদেশ থেকে ১৬ টি অঞ্চলে পুনর্বিন্যস্ত হয়। ১৯৮৪ সালের জুনে ওকুইয়ি গালবেড থেকে আওডাল ও নুগাল থেকে সুল আলাদা হয়ে বর্তমানের ১৮ টি অঞ্চল হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Somalia"। World Factbook। Central Intelligence Agency। ২০০৯-০৫-১৪। ১০ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-৩১।