সেখ বশির উদ্দিন
সেখ বশির উদ্দিন | |
---|---|
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১০ নভেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | সালেহউদ্দিন আহমেদ |
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১০ নভেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | এম. সাখাওয়াত হোসেন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৭৪ (বয়স ৪৯–৫০) নাভারন, যশোর |
জাতীয়তা | বাংলাদেশী |
সম্পর্ক | শেখ আফিল উদ্দিন (ভাই) |
পিতা | শেখ আকিজ উদ্দীন |
পেশা | শিল্পপতি |
ধর্ম | ইসলাম |
সেখ বশির উদ্দিন একজন বাংলাদেশী শিল্পপতি। তিনি আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সেখ বশির উদ্দিন ১৯৭৪ সালে যশোরের নাভারন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দীন এবং মাতা মনোয়ারা বেগম।[২]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮৮ সালে পারিবারিক ব্যবসায় যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন বশির উদ্দিন। ২০০৬ সালে শেখ আকিজ উদ্দীন মৃত্যুবরণ করলে, ৩২ বছর বয়সে তিনি আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান।[২] ২০২৩ সালে তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের শুরু করা মোট ১৬টি প্রতিষ্ঠান নিয়ে আকিজ বশির গ্রুপ প্রতিষ্ঠা করেন।[৩]
২০২৪ সালের ১০ নভেম্বর তিনি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]২২তম ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস-এ তিনি ২০২৩ সালের বর্ষসেরা ব্যবসায়িক ব্যক্তিত্বের সম্মাননা পান।[৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "উপদেষ্টা সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, স্থানীয় সরকারে এলেন সজীব ভূঁইয়া"। প্রথম আলো। ২০২৪-১১-১০। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১০।
- ↑ ক খ "নতুন উপদেষ্টাদের পরিচয় কী?"। বাংলা ট্রিবিউন। ১০ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "১৬ ধরনের ব্যবসা নিয়ে নবযাত্রা শুরু করল 'আকিজ বশির গ্রুপ'"। প্রথম আলো। ৭ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "Business person of the year 2023: Sk Bashir Uddin, managing director of AkijBashir Group"। ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "'বেস্ট বিজনেস পারসন অব দ্য ইয়ার' সম্মাননা পেলেন সেখ বশির উদ্দিন"। প্রথম আলো। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।