সিমিকোট
অবয়ব
সিমিকোট सिमिकोट | |
---|---|
জেলা সদর | |
নেপালে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৯°৫৮′১৮″ উত্তর ৮১°৪৯′১৫″ পূর্ব / ২৯.৯৭১৬৭° উত্তর ৮১.৮২০৮৩° পূর্ব | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | মধ্য-পশ্চিমাঞ্চল |
অঞ্চল | কর্ণালী |
জেলা | হুম্লা |
উচ্চতা | ২,৯১০ মিটার (৯,৫৫০ ফুট) |
ওয়েবসাইট | http://simkotmun.gov.np/ |
সিমিকোট হল উত্তরপশ্চিমস্থ নেপালের পার্বত্য কর্ণালী অঞ্চলের হুম্লা জেলার প্রশাসনিক সদর দফতর।
পরিবহন
[সম্পাদনা]নেপালের উন্নত অংশগুলি থেকে সিমিকোটে যাওয়ার মূল মাধ্যম হল বিমান। সিমিকোট বিমানবন্দরের রানওয়ে তুলনামূলকভাবে সংক্ষিপ্ত ৫৪৯ মিটার (১,৮০০ ফু) যা প্রায় ৩,০০০ মিটার উচ্চতায় অবস্থিত, যার কারণে যাত্রীদের স্টোন বৈশিষ্ট্যযুক্ত যাত্রীবাহী বিমান যেমন ডর্নিয়ার ডু ২৮ এবং ডি হাভিল্যান্ড টুইন ওটার প্রয়োজন ।
দক্ষিণ থেকে সড়ক দিয়ে কেবল জুম্লাতে পৌঁছানো যায় যা ৮৬ কিলোমিটার (৫৩ মা) দক্ষিণ-পূর্বে অবস্থিত, তবে হিলসায় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত পারাপার থেকে ৫১ কিলোমিটার (৩২ মা) এর একটি রাস্তা তৈরি করা হয়েছে।
গণমাধ্যম
[সম্পাদনা]সিমিকোটে দুটি কমিউনিটি রেডিও রয়েছে : রেডিও কর্ণালী আওয়াজ ৯৪.২ মেগাহার্টজ এবং রেডিও কৈলাশ ১০৩.৪ মেগাহার্টজ।
আরো দেখুন
[সম্পাদনা]- হুমলা জেলা ইউএন মানচিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ নভেম্বর ২০১৯ তারিখে
- Thubron, Colin (২০১১)। To a Mountain in Tibet। Harper Collins। ডিসেম্বর ১৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসে ১৪, ২০১৩।