সিংরইল ইউনিয়ন
সিংরইল | |
---|---|
ইউনিয়ন | |
৮নং সিংরইল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সিংরইল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৩′৫৩″ উত্তর ৯০°৪০′৫৯″ পূর্ব / ২৪.৫৬৪৭২° উত্তর ৯০.৬৮৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | নান্দাইল উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সিংরইল ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে গোলাম হোসেন সরকার, সাদত আলী গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডা: রেয়াজ উদ্দিন সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে তৈয়ব আলী, আ: মতিন (ভারপ্রাপ্ত), মাজেদুল ইসলাম সরকার (২য় বার নির্বাচিত), তৈয়ব আলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক খারুয়া ইউনিয়ন করা হয়। বর্তমানে ১৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই খারুয়া ইউনিয়ন পরিষদ।
খারুয়া ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে খারুয়া ইউনিয়ন এর অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। রাধারমন সিংহ ও আশু সিংহ ছিলেন সিংরইল গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই প্রথম সিংরইল ইউনিয়ন নামের প্রস্তাবকারী ছিলেন।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]শিক্ষার হার:
শিক্ষা প্রতিষ্ঠান
২.দিলালপুর উচ্চ বিদ্যালয় ৩.বাকচান্দা আব্দুস সামাদ একাডেমী
দর্শনীয় স্থান
[সম্পাদনা]০১.সিংরইল খালপাড়া বাইতুন নূর জামে মসজিদ । আলোর ভুবন পাঠাগার =প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম=প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম=প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য মোঃ কামরুল হাসান
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]মোঃ হাবিবুর রহমান
মোঃ ফাইজুল ইসলাম প্রতিষ্ঠাতা আলোর ভুবন পাঠাগার
মোঃ কামরুল হাসান প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য আলোর ভূবন পাঠাগার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান-সাইফুল ইসলাম |+প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা !ক্রমিক !নাম !মেয়াদ |- |০১ | | |- |০২ | | |- |০৩ | | |- |০৪ | | |- |০৫ | | |- |০৬ | | |- |০৭ | | |}
উল্লেখযোগ্য মহল্লা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিংরইল ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ "নান্দাইল উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |