বিষয়বস্তুতে চলুন

সালদহ নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালদহ নদী
শালদহ নদী
দেশ  বাংলাদেশ
অঞ্চল ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ
জেলাসমূহ ময়মনসিংহ, টাঙ্গাইল,, গাজীপুর
উৎস কাচিনা ইউনিয়নের বিলাঞ্চল
মোহনা তুরাগ নদী
দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার (২৩ মাইল)

সালদহ নদী বা শালদহ নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের ময়মনসিংহ, টাঙ্গাইলগাজীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার, গড় প্রস্থ ৪৩ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সালদহ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৫৭।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৭৫-২৭৬। আইএসবিএন 984-70120-0436-4