বিষয়বস্তুতে চলুন

সরকারি ইয়াছিন কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারি ইয়াছিন কলেজ
কলেজের একাডেমিক ভবন
প্রাক্তন নাম
ইয়াছিন মুসলিম উচ্চ বিদ্যালয়
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৮
প্রতিষ্ঠাতাইয়াছিন জমাদ‍ার
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১০৮৭০৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর মোঃ ফজলুল হক খাঁন
শিক্ষার্থী২০৯৭ জন (প্রায়)
অবস্থান
টেপাখোলা, ফরিদপুর
,
২৩°৩৬′৪৫″ উত্তর ৮৯°৫১′১১″ পূর্ব / ২৩.৬১২৪৬২০° উত্তর ৮৯.৮৫৩১২১৬° পূর্ব / 23.6124620; 89.8531216
শিক্ষাঙ্গন২.৪ একর (৯,৭০০ মি)
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
মানচিত্র

সরকারি ইয়াছিন কলেজ বাংলাদেশের ফরিদপুর জেলার একটি সরকারি কলেজ। এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৭ সালে সরকারিকরণ করা হয়।[] কলেজটি ফরিদপুর শহরের টেপাখোলায় অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

সরকারি ইয়াছিন কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ইয়াছিন মুসলিম হাই স্কুল নামে। এ এলাকার অল্প শিক্ষিত অথচ প্রবল শিক্ষানুরাগী ইয়াছিন জমাদ‍ার নামক ব্যক্তিটির জমি ও অর্থসাহায্যে যার প্রতিষ্ঠা। সে সময়ে শিক্ষা বিস্তারের খুব স্বল্প সংখ্যক মুসলমানই শিক্ষা প্রতিষ্ঠান নির্মানে এগিয়ে আসতেন। তাই ইয়াছিন জমাদারের মতো স্বল্প শিক্ষিত মানুষের পক্ষে এ ধরণের প্রয়াস ছিল সত্যই অকল্পনীয়।

ইয়াছিন মুসলিম হাই স্কুল সময়ের দাবীতে ১৯৬৮ সালে স্থানীয় জনগণ এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ইয়াছিন কলেজে রূপান্তরীত হয়। যা ১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ঘোষণার মধ্য দিয়ে আজকের সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর নামে পরিচিতি লাভ করে।[]

কার্যক্রম

[সম্পাদনা]

কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কলেজটিতে মোট ১২টি বিভাগ রয়েছে। বিজ্ঞান বিভাগে ৪টি, মানবিক বিভাগে ৫টি এবং বাণিজ্য বিভাগে ৩টি। কলেজটিতে বর্তমানে প্রায় ২০৯৭ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে।

কলেজটিতে একটি সুসজ্জিত পাঠাগার, একটি কম্পিউটার ল্যাব এবং একটি শরীরচর্চা কেন্দ্র রয়েছে। কলেজটিতে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে, যার মধ্যে রয়েছে সাহিত্য ও বিজ্ঞান সমিতি, সাংস্কৃতিক সমিতি, ক্রীড়া সমিতি ইত্যাদি।

কলেজটি ফরিদপুর জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ফরিদপুরের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ছাত্র-ছাত্রীর সংখ্যা

[সম্পাদনা]
  • মোট ছাত্র-ছাত্রী ২০৯৭ জন
    • ছাত্র ১৮৭৬ জন
    • ছাত্রী ২২১ জন
  • শ্রেণী ভিত্তিক
    • একাদশ ১২০৭ জন
    • দ্বাদশ ৮৯০ জন[]

প্রশাসনিক তথ্য

[সম্পাদনা]

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর"www.faridpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪ 
  2. "সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর"www.faridpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪ 
  3. "সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর"www.faridpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪ 
  4. "About Us"GOVT. YASIN COLLEGE, FARIDPUR (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]