সবুজ দ্বীপের রাজা
সবুজ দ্বীপের রাজা | |
---|---|
পরিচালক | তপন সিংহ |
রচয়িতা | সুনীল গঙ্গোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | সমিত ভঞ্জ বিপ্লব চ্যাটার্জি রবি ঘোষ অরুনাভ অধিকারী |
মুক্তি | ১৯৭৯ |
স্থিতিকাল | ১০৯ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
সবুজ দ্বীপের রাজা সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবুর রোমাঞ্চকর উপন্যাস সবুজ দ্বীপের রাজা অবলম্বনে নির্মিত। তপন সিংহের পরিচালনায় এই বাংলা চলচ্চিত্র ১৯৭৯ সালে মুক্তি পায়।[২][৩]
কাহিনী
[সম্পাদনা]কাহিনীটি আন্দামান দ্বীপপুঞ্জের আন্দামানি জাতি জারোয়া অধ্যুষিত অঞ্চলের পটভূমিকায়। কাকাবাবু রাজা রায়চৌধুরী ও সন্তু আন্দামানে যান একটি গোপন মিশনে। অপরদিকে কুখ্যাত অপরাধী পাঞ্জা তার আরো তিন শাগরেদ নিয়ে আন্দামানে উপস্থিত হয় একটি দামী জিনিস চুরি ও পাচারের উদ্দেশ্যে। সেটি হলো মহাকাশ থেকে আগত অগ্নিপিণ্ড যা জারোয়াদের মধ্যে বছরের পর বছর থেকে রয়েছে। কাকাবাবুর আসল পরিচয় গোপন থাকলেও পাঞ্জা জানতে পারে আন্দামানে তিনি আছেন। সন্তু অপরাধীদের ওপর নজর রাখে এবং কয়েকবার তাদের পর্যুদস্ত করে পালিয়ে যায়। কাকাবাবু পাঞ্জাদের পিছু নিয়ে জারোয়াদের দ্বীপে আসেন এবং সরকারি অফিসার মিঃ দাশগুপ্তের অনুরোধের পরোয়া না করে জোরপূর্বক নেমে যান দ্বীপে। সেখানে সন্তু ও কাকাবাবু দেখতে পান যে এক বৃদ্ধ মানুষ যিনি ওই জারোয়াদের নেতা। তার আদেশে পাঞ্জার দলবল কে বন্দী করা হয়। কাকাবাবু বৃদ্ধকে বোঝাতে সক্ষম হন তিনি চোর নন, শুধুই অনুসন্ধান করতে এসেছেন আগুনটিকে। শেষ পর্যন্ত পাঞ্জাদের দুজন মারা যায়, বাকিরা ধরা পড়ে। জানা যায় বৃদ্ধ মানুষটি বাঙালি বিপ্লবী গুনদা তালুকদার। ব্রিটিশের নজর এড়িয়ে বহু আগে এই দ্বীপে আশ্রয় নেন।
অভিনয়
[সম্পাদনা]- সমিত ভঞ্জ -কাকাবাবু
- বিপ্লব চ্যাটার্জি - কল্লা
- লিলি চক্রবর্তী - বৌদি
- রবি ঘোষ
- কল্যাণ চট্টোপাধ্যায়গ
- রমেন রায়চৌধুরী
- নির্মলকুমার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "SABUJ DWIPER RAJA(1979)"। ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১।
- ↑ অনন্যা দাশ (২৫ ডিসেম্বর ২০১৬)। "ওপারে গোয়েন্দানির্ভর ছবি মানেই বক্স অফিস হিট"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ "কাকাবাবুর অভিযান নিয়ে নির্মিত হচ্ছে প্রথম থ্রিডি বাংলা মুভি"। কালের কণ্ঠ। ১৬ জুলাই,২০১৬। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সবুজ দ্বীপের রাজা (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে সবুজ দ্বীপের রাজা (ইংরেজি)
- লেটারবক্সডে সবুজ দ্বীপের রাজা (ইংরেজি)
- সুইডিশ ফিল্ম ইনস্টিটিউট ডাটাবেসে সবুজ দ্বীপের রাজা (ইংরেজি)
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ১৯৭৯-এর চলচ্চিত্র
- রহস্য চলচ্চিত্র
- অপরাধ চলচ্চিত্র
- ভারতীয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- ১৯৭৩-এর চলচ্চিত্র
- ভারতীয় শিশুদের চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পটভূমিতে চলচ্চিত্র