বিষয়বস্তুতে চলুন

শৌরীন্দ্রমোহন ঠাকুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শৌরীন্দ্রমোহন ঠাকুর

শৌরীন্দ্রমোহন ঠাকুর (১৮৪০ — ৫ জুন, ১৯১৪) একজন বাঙালী সঙ্গীতজ্ঞ ও সাহিত্যিক।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

১৮৪০ সালে কলকাতা পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারে তার জন্ম হয়। তার পিতার নাম হর কুমার ঠাকুর। মাতা শিবসুন্দরী। শৌরীন্দ্রমোহন কলকাতার প্রেসিডেন্সী কলেজে পড়াশোনা করেন। তিনি সঙ্গীত গুরু লক্ষ্মীপ্রসাদ মিশ্র ও  ক্ষেত্রমোহন গোস্বামীর কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন।

অবদান

[সম্পাদনা]

শৌরীন্দ্রমোহন ছিলেন বাংলার সঙ্গীত সংস্কৃতির অন্যতম আদিপুরুষ এবং পাশ্চাত্য সঙ্গীত ও বঙ্গীয় সঙ্গীতের সমন্বয় সাধক। বাংলার সঙ্গীত ও নাট্য আলোচনার জগতে তার বহুল অবদান আছে। হিন্দুসংগীতের পুনরুদ্ধার ও বহুল প্রচারের জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। ইংরেজিসংগীত এবং আর্যসংগীত বিষয়ক বহু মূল্যবান গ্রন্থ ও হস্তলিপি সংগ্রহ করে হিন্দু সংগীতশিক্ষার উপযোগী বহু গ্রন্থ প্রচার করেছেন। ১৮৭১ সালে হিন্দুমেলা উৎসবে তিনি সঙ্গীত-বিষয়ে প্রথম বক্তৃতা দেন। প্রকাশ্য সভায় বাংলায় সংগীত আলোচনার তিনিই পথ প্রদর্শক। [] তিনি ১৮৭১ সালে বঙ্গ সঙ্গীত বিদ্যালয় ও ১৮৮১ সালে বেঙ্গল একাডেমি অফ মিউজিক নামক দুটি সঙ্গীত প্রতিষ্ঠান তৈরি করেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮৭৫ সালে ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম নাগরিক হিসাবে তাঁকে ‘ডক্টর অব মিউজিক’ উপাধি দেয়।[] শৌরীন্দ্রমোহন ১৮৮০ সালে এফআরএ এসসিআইই উপাধি ও ১৮৮৪ সালে নাইট উপাধিতে ভূষিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ফেলোশিপ প্রদান করে। ১৮৯৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে ‘ডক্টর অব মিউজিক’ উপাধিতে ভূষিত করে। শৌরীন্দ্রমোহন প্রচুর বাংলা ও ইরেজি গ্রন্থের রচয়িতা।[]

  • ভূগোল ও ইতিহাস ঘটিত বৃত্তান্ত (১৮৫৪)
  • মুক্তা ফল (১৮৫৪)
  • হারমোনিয়ম সূত্র (১৮৭৪)
  • সঙ্গীতশাস্ত্র প্রবেশিকা (১৮৭৭)
  • ভারতীয় নাট্য রহস্য (১৮৭৭)
  • ভিক্টোরিয়া গীতিমালা (১৮৭৬)\
  • জাতীয় সঙ্গীত বিষয়ক প্রস্তাব (১৮৭৬)
  • যন্ত্র কোষ (১৮৭৬)
  • মৃদঙ্গ মঞ্জরী (১৮৮০)
  • রসাবিষ্কারক বৃন্দক (১৮৮০)
  • এ্কতান
  • মনিমালা[]
  • A Brief History of Tagore Family
  • Hindu Music From Various Authors
  • Eight Tunes etc
  • The principle Avataras of the Hindus
  • The Five Principle Musicians of the Hindus
  • The Dramatic Sentiments of Aryas
  • The Eight Principle Rasas of the Hindus

সম্মাননা

[সম্পাদনা]

সংগীতের জন্য তিনি ভারতবাসীদের মধ্যে যেমন প্রথম ডক্টর অফ মিউজিক উপাধি লাভ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তেমনই বহু সম্মান লাভ করেছেন দেশ-বিদেশ হতে। যেমন-

দাতা হিসাবেও তার বিশেষ খ্যাতি ছিল। সংস্কৃত কলেজে বৃত্তি ও মাসিক সাহায্যদান, বরিশালে বালিকা বিদ্যালয়ের জন্য ভূমিদান এবং লেডি ডাফরিন হাসপাতাল ও আলবার্ট ভিক্টর কুষ্ঠাশ্রম প্রতিষ্ঠার জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। গঙ্গাসাগর দ্বীপে পিতার নামে পুষ্করিণী ও বরানগরে রাস্তা তৈরি করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৭২৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "স্মৃৃতির অতলে শৌরীন্দ্রমোহন - Anandabazar"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৮ 
  3. "ঠাকুর, শৌরীন্দ্রমোহন - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৮ 
  4. "শৌরীন্দ্রমোহন ঠাকুর - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৮