লটিঘটি
লটিঘটি Lotighoti | |
---|---|
লটিঘটি | |
পরিচালক | ভূপেন হাজারিকা |
প্রযোজক | ভূপেন হাজারিকা |
চিত্রনাট্যকার | ভূপেন হাজারিকা |
কাহিনিকার | ভূপেন হাজারিকা |
শ্রেষ্ঠাংশে | বিজয় শংকর, বিদ্যা রাও |
সুরকার | ভূপেন হাজারিকা |
চিত্রগ্রাহক | শক্তি দত্ত |
সম্পাদক | রাসবিহারী সিনহা |
মুক্তি | ২৫ নভেম্বর ১৯৬৬[১] |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
লটিঘটি (ইংরেজি: Lotighoti) হচ্ছে ভূপেন হাজারিকা দ্বারা পরিচালিত এবং প্রযোজিত একটি সঙ্গীতপ্রধান হাস্য-ব্যঙ্গ চলচ্চিত্র। কামরূপ চিত্রের ব্যানারে নির্মিত ছবিটি ১৯৬৬ সালে মুক্তিলাভ করেছিল। চতুর্দশ (১৯৬৬) জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অসমীয়া চলচ্চিত্রর রাষ্ট্রপতির রূপার পদক লাভ করা ছবিটির সঙ্গীত অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। [২] ছবিটির ক্যাপসন ছিল হাঁহি হাঁহি ভাবিব পরা ছবি৷[১]
কাহিনী
[সম্পাদনা]লটিঘটির কাহিনীটি ছবি-নির্মাণে আগ্রহী একজন ব্যক্তির জীবনে ঘটা নানান হাস্যকর ঘটনা নিয়ে কেন্দ্রীভূত। তিনি এমন একজন ব্যক্তি যার ছবি-নির্মাণ সম্পর্কে কোনো সুগভীর জ্ঞান নেই। অথচ তিনি ছবি নির্মাণ করতে এগিয়ে আসেন। [২]
কলা-কুশলী
[সম্পাদনা]ছবিটিতে বিজয়শংকর এবং বিদ্যা রাও ছাড়াও কুলদা ভট্টাচার্য, রত্ন ওজা, হরিনারায়ণ দাস, জ্যোতিষ ভট্টাচার্য, জহর রায়, নিরুপতি চ্যাটার্জী এবং বেবি গুপ্তা ইত্যাদি অভিনয় করেছিলেন। ছবিটির 'জীবনটো যদি অভিনয় হয়' গানটি জয়ন্ত হাজারিকা এবং মণিষা সেনগুপ্তার উপর চিত্রায়ণ করা হয়েছিল।[২]
মুক্তি
[সম্পাদনা]গুয়াহাটির পল্টনবাজারস্থিত মেঘদূত ছবিগৃহে ১৯৬৬ সালের ২৫ নভেম্বরে ছবিটি মুক্তিলাভ করে।[২]
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা ভূপেন হাজারিকার। গান লিখেছিলেন ভূপেন হাজারিকা, নির্মলপ্রভা বরদলৈ এবং গজানন বর্মা। ছবিটির বিভিন্ন গানসমূহে কণ্ঠ দেন ভূপেন হাজারিকা, জয়ন্ত হাজারিকা, ইলা বোস, মহম্মদ রফি, গানা দাস, অনিল দত্ত এবং মনীষা সেনগুপ্তা।[২]
ক্রমিক নং |
গানের শীর্ষ | কণ্ঠ | গীতিকার | দৈর্ঘ[৩] |
---|---|---|---|---|
১ | জীবনটো যদি অভিনয় হয় | জয়ন্ত হাজারিকা, ইলা বোস | ভূপেন হাজারিকা | |
২ | টিরাপ সীমান্ত রূপর নাই অন্ত | ভূপেন হাজারিকা | ভূপেন হাজারিকা | |
৩ | কোনে কয় মই অকলশরীয়া, মই এবং মোর ছাঁ দুটিই দুটিইরো লগরীয়া | ভূপেন হাজারিকা | ভূপেন হাজারিকা | |
৪ | সহস্রজনে মোক প্রশ্ন করে | ভূপেন হাজারিকা | ভূপেন হাজারিকা | |
৫ | প্রচণ্ড ধুমুহাই প্রশ্ন করে মোক তোমার প্রাপ্য কি বলা | ভূপেন হাজারিকা | ভূপেন হাজারিকা | |
৬ | কোন ক'ত লটিঘটি কিনো ভৈল কাল | গানা দাস, অনিল দত্ত, ভুপেন হাজারিকা, জয়ন্ত হাজারিকা | নির্মলপ্রভা বরদলৈ | |
৭ | ফাগুন আয়োরে হাঠিলা মারী বাজে বাসুঁরী | গানা দাস, মণিষা সেনগুপ্ত | গজানন বর্মা | |
৮ | রমজানরে রোজা গ'ল ওলাল ঈদর জোন | মহম্মদ রফি, ভূপেন হাজারিকা, মীরা চিরা, যশোধারা, সুলোচনা | ভূপেন হাজারিকা |