রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশন
অবয়ব
রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইন ও পিঙ্ক লাইনের সংযোগ স্থলে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের টেগোর গার্ডেন ও রাজৌরি গার্ডেনের মাঝামাঝি অবস্থানে থাকখ উত্তোলিত মেট্রো স্টেশন। ২০০৫ সালের ৩১শে ডিসেম্বর ব্লু লাইনের স্টেশন হিসাবে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১] পরে ২০১৮ সালে ১৪ই মার্চ এটি পিংক লাইনেরও স্টেশন হয়ে ওঠে। স্টেশনটির থেকে সিটি স্কোয়ার মল, রাজৌরি গার্ডেন ও টেগোর গার্ডেন নিকটবর্তী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০।