বিষয়বস্তুতে চলুন

ররি ক্লেইনভেল্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ররি ক্লেইনভেল্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ররি কেইথ ক্লেইনভেল্ট
জন্ম (1983-03-15) ১৫ মার্চ ১৯৮৩ (বয়স ৪১)
কেপ টাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডান-হাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডান-হাতি মিডিয়াম ফাস্ট
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩১৩)
৯ নভেম্বর ২০১২ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২২ ফেব্রুয়ারি ২০১৩ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০৬)
১৯ জানুয়ারী ২০১৩ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই১০ মার্চ ২০১৩ বনাম পাকিস্তান
টি২০আই অভিষেক৫ নভেম্বর ২০০৮ বনাম বাংলাদেশ
শেষ টি২০আই২৮ জুলাই ২০১৩ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৫-কেপ কোবরাস
২০০৮হ্যাম্পশায়ার
২০০২-০৬পশ্চিম প্রদেশ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওয়ানডে টি২০ আই এফসি
ম্যাচ সংখ্যা ১০ ৮৭
রানের সংখ্যা ২৭ ১০৫ ২৫ ১,৯২১
ব্যাটিং গড় ৯.০০ ১৫.০০ ২৫.০০ ১৯.০১
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ১/৯
সর্বোচ্চ রান ১৭* ৪৩ ২২ ১১৫*
বল করেছে ৬৬৭ ৫১৩ ১২২ ১৪,৫৭০
উইকেট ১০ ১২ ২৪১
বোলিং গড় ৪২.২০ ৩৭.৩৩ ১৯.২২ ২৯.০৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৬৫ ৪/২২ ৩/১৮ ৮/৪৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২/০ ৪/– ১/০ ৩৭/–
উৎস: CricketArchive, cricinfo, 22 December 2013

ররি কেইথ ক্লেইনভেল্ট (জন্ম: ১৫ মার্চ ১৯৮৩ কেপ টাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা) হলেন একজন সাউথ আফ্রিকান ক্রিকেটার। তিনি ২০০৮ সালের ৫ নভেম্বর জোহানেসবার্গে বাংলাদেশ এর বিরুদ্ধে টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

ক্লেইনভেল্টকে ২০১২ সালের জানুয়ারীতে শ্রীলংকায় খেলতে ওয়ানডে স্কোয়াড নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কোন খেলাতে অংশগ্রহণ করতে পারেননি। দুই মাস পরে তিনি মারিজুনায় ইতিবাচক বলে বিবেচিত হন এবং অবিলম্বে কোবরাসের টি২০ প্রচারণা থেকে বাদ পড়েন।

সবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ম্যাচের মাধ্যমে ২০১২ সালের ৯ নভেম্বরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।

বহিঃসংযোগ

[সম্পাদনা]