বিষয়বস্তুতে চলুন

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যতমসো মা জ্যোতিৰ্গময়
ধরনসরকারি, হোজাই
স্থাপিত২০১৯
আচার্যআসাম সরকার
উপাচার্যঅধ্যাপক ডঃ অমলেন্দু চক্রবৰ্তী
অবস্থান,
অধিভুক্তিইউজিসি
ওয়েবসাইটwww.hojaicollege.edu.in

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের একটি রাজ্যশাসিত সরকারি বিশ্ববিদ্যালয় যা আসামের হোজাই জেলার হোজাইয়ে অবস্থিত। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বরে আসাম সরকার কর্তৃক গৃহীত হওয়া রবীন্দ্ৰনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০১৭-এর অধীনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। হোজাইয়ে অবস্থিত হোজাই মহাবিদ্যালয়কে উন্নীতকরণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টি প্ৰতিষ্ঠা করা হয়।[]

২০১৯ সালের ৭ই জুন অধ্যাপক ডঃ অমলেন্দু চক্রবৰ্তী বিশ্ববিদ্যালয়টির প্ৰথম উপাচাৰ্য হিসেবে দায়িত্ব গ্ৰহণ করেন।[] এই বিশ্ববিদ্যালয়টি ভারতীয় উপমহাদেশের একজন বহুবিদ্যাবিশারদ, কবি, গীতিকার এবং সুরকার, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]