রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই
অবয়ব
নীতিবাক্য | তমসো মা জ্যোতিৰ্গময় |
---|---|
ধরন | সরকারি, হোজাই |
স্থাপিত | ২০১৯ |
আচার্য | আসাম সরকার |
উপাচার্য | অধ্যাপক ডঃ অমলেন্দু চক্রবৰ্তী |
অবস্থান | , |
অধিভুক্তি | ইউজিসি |
ওয়েবসাইট | www |
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের একটি রাজ্যশাসিত সরকারি বিশ্ববিদ্যালয় যা আসামের হোজাই জেলার হোজাইয়ে অবস্থিত। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বরে আসাম সরকার কর্তৃক গৃহীত হওয়া রবীন্দ্ৰনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০১৭-এর অধীনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। হোজাইয়ে অবস্থিত হোজাই মহাবিদ্যালয়কে উন্নীতকরণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টি প্ৰতিষ্ঠা করা হয়।[১]
২০১৯ সালের ৭ই জুন অধ্যাপক ডঃ অমলেন্দু চক্রবৰ্তী বিশ্ববিদ্যালয়টির প্ৰথম উপাচাৰ্য হিসেবে দায়িত্ব গ্ৰহণ করেন।[২] এই বিশ্ববিদ্যালয়টি ভারতীয় উপমহাদেশের একজন বহুবিদ্যাবিশারদ, কবি, গীতিকার এবং সুরকার, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে।[৩]