মাহমুদুল ইসলাম
মাহমুদুল ইসলাম | |
---|---|
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল | |
কাজের মেয়াদ ১৯৯৮ – ২০০১ | |
পূর্বসূরী | কে. এস. নবী |
উত্তরসূরী | এ.এফ. হাসান আরিফ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রংপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া (বর্তমান বাংলাদেশ) | ২৪ জুলাই ১৯৩৬
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৭৯)
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | তাহমিনা ইসলাম (বি. ১৯৬৬) |
শিক্ষা |
|
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় |
মাহমুদুল ইসলাম (২৪ জুলাই ১৯৩৬ - ১৬ ফেব্রুয়ারি ২০১৬) [১][২] ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তিনি ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। [৩]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]মাহমুদুল ইসলামের জন্ম ১৯৩৬ সালে রংপুরে। তার পিতা আইনজীবী আজিজুল ইসলাম, মাতা জাহানারা ইসলাম।[১] তিনি কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। [২] ১৯৫৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। [১] পরে তিনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে এলএলএম ডিগ্রি লাভ করেন। [১]
পেশা
[সম্পাদনা]মাহমুদুল ইসলাম ১৯৬১ সালে রংপুর বারে তার কর্মজীবন শুরু করেছিলেন পরে ১৯৬৭ সালে হাইকোর্টে তালিকাভুক্ত হন। [১] তিনি আইনজীবী বীরেন্দ্রনাথ চৌধুরী এবং তারপরে সৈয়দ ইশতিয়াক আহমেদের সাথে জুনিয়র হিসাবে কাজ করেছিলেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [২]
মাহমুদুল ইসলাম "বাংলাদেশের সাংবিধানিক আইন", "নাগরিক কার্যবিধির আইন" এবং "সংবিধির বিবরণ এবং দলিল" শিরোনামের বই লিখেছেন। [২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মাহমুদুল ইসলামের স্ত্রী তাহমিনা ইসলাম, দুই ছেলে- আসিফ ইসলাম ও আরিফ ইসলাম। [২]
মৃত্যু
[সম্পাদনা]১৬ ফেব্রুয়ারি ২০১৬ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "Mr. Mahmudul Islam"। Law Journal Bangladesh। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ "Constitution expert and former attorney general Mahmudul Islam dies at 80"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Sourav, Raisul (২৩ ফেব্রুয়ারি ২০১৬)। "Mahmudul Islam: A banyan tree of wisdom"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।