ব্যবহারকারী আলাপ:Trinanjon
আলোচনা যোগ করুনস্বাগতম বার্তা
[সম্পাদনা]প্রিয় Trinanjon, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।
এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
- Bangla script display help – Please follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
- কী ভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন – নতুন নিবন্ধ শুরু করার প্রস্তুতি ও ফর্ম।
- কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন – প্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর বিস্তারিত তালিকা।
- এক নজরে সম্পাদনা সহায়িকা – অতিপ্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর তালিকা পাবেন এখানে।
- টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।
- উইকিপিডিয়া কী নয় – উইকিপিডিয়ায় সংকলনযোগ্য নিবন্ধের মাপকাঠি জানতে এটি পড়ুন।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:
- আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
- Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
- অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
- নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষা’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
- আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন
।
- আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
- নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
- উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল #wikimedia-bd ব্যবহার করুন।
- এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
— তানভির • আলাপ ↑ অবদান ↓ ১১:১১, ২ এপ্রিল ২০১০ (UTC)
পাতা সাজানো
[সম্পাদনা]উইকিপিডিয়া:ব্যবহারকারী পাতা (ইংরেজি) — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১১:১১, ২ এপ্রিল ২০১০ (UTC)
র্যাফ পাতা
[সম্পাদনা]র্যাফ বা র্যাপিড অ্যাকশন ফোর্স আপনার তো বানান ভুল হয়ে গেছে মনে হয়। নিবন্ধন টা বাতিল হয়ে যেতে পারে।--মনিরুজ্জামান (আলাপ) ১১:২০, ১২ এপ্রিল ২০১০ (UTC)
পাতা স্থানান্তর
[সম্পাদনা]সঠিক ইউনিকোড ফন্ট সাপোর্ট সম্ভবত আপনার কম্পিউটারে নেই। তাই ভুল অনুগ্রহ করে তাই "র", "ৎ" প্রভৃতি বর্ণসহযোগে গঠিত পাতা শিরোনাম তৈরির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ। আলোচনাসাপেক্ষে করলে ব্যাপারটা ভালো হয়। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১১:০৩, ২৪ এপ্রিল ২০১০ (UTC)
ধন্যবাদ
[সম্পাদনা]আপনার কিছু গঠনমূলক কাজ দেখে ভালো লাগছে। এমনই কাজ চালিয়ে যান। ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ১২:৪৮, ২১ জুলাই ২০১০ (UTC)
জেলামানচিত্র
[সম্পাদনা]জেলামানচিত্র টেমপ্লেটে আপনার পরিবর্তনগুলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হল। আসলে জেলার মানচিত্রের উপর অত বড় বড় হরফে জেলার নাম একটু দৃষ্টিকটু লাগছিল। ভবিষ্যতে এই ধরনের পরিবর্তনের আগে একটু আলোচনা করে নেবেন। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১১:৫২, ২৩ জুলাই ২০১০ (UTC)
সম্পাদনার খাতিরে সম্পাদনা
[সম্পাদনা]অনুগ্রহ করে, শুধুমাত্র সম্পাদনার খাতিরে সম্পাদনা থেকে বিরত থাকুন। পশ্চিমবঙ্গ নিবন্ধে আপনার দু-একটি চিত্র-সম্পাদনার বিশেষ প্রয়োজন ছিল না। বরং ছবিগুলি পরিবর্তিত করার ফলে নিবন্ধের সৌন্দর্যের হানি ঘটছিল। আমি দুঃখিত, আমাকে ওই সম্পাদনাগুলি বাতিল করতে হয়েছে। আর আপনাকে অনুরোধ করা হচ্ছে, একান্ত প্রয়োজন ছাড়া উক্ত নিবন্ধে চিত্রের পরিবর্তন ঘটাবেন না। --অর্ণব দত্ত (আলাপ) ০০:২৮, ১০ আগস্ট ২০১০ (ইউটিসি)
মানচিত্র
[সম্পাদনা]প্রত্যেকটি মানচিত্রকে পৃথক রঙে চিহ্নিত না করেও জেলাগুলিকে চেনানো যায়। পাঠকেরা শিশু নন, যে রঙিন মানচিত্র তাঁরা জেলার সীমানা বুঝতে পারবেন না। তাছাড়া ইংরেজি উইকিতে যে রঙিন মানচিত্রটি ব্যবহৃত হয়েছে (এবং আপনি যেটি পালটে ব্যবহার করেছিলেন) সেটিতে একটি বিরাট গলদ রয়েছে: দক্ষিণ চব্বিশ পরগণার সমগ্র ক্যানিং মহকুমাটিকে দেখানো হয়েছে উত্তর চব্বিশ পরগণা জেলার অধীনে। যেটি বর্তমানে ব্যবহৃত মানচিত্রে সঠিক অবস্থানে রয়েছে। এতাছাড়া জেলার সীমারেখাগুলি বর্তমানে ব্যবহৃত মানচিত্রে অধিকতর সঠিক। এই মানচিত্রটিতে আগের মানচিত্রের মতো রোড ম্যাপ ও জেলা সদরের অবস্থান (তার মধ্যেও বিস্তর গলদ ছিল) চিহ্নিত না থাকায়, জেলার সীমারেখা অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে। সব দিক বিবেচনা করে আমি বর্তমানে ব্যবহৃত সাদা ম্যাপটিকেই রাখার কথা বিবেচনা করেছি। অনেক ধন্যবাদ। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:১৮, ১০ আগস্ট ২০১০ (ইউটিসি)
দুই এক লাইনের নিবন্ধ
[সম্পাদনা]অনুগ্রহ করে দুই এক লাইনের নিবন্ধ তৈরি করে না। এ ধরনের নিবন্ধ উইকিপিডিয়ায় শুধু নিবন্ধের সংখ্যাই বাড়ায়, উইকিপিডিয়ার মান বাড়ায় না। তাই আমরা এ ধরনের কয়েক লাইনের পাতা তৈরিতে ব্যবহারকারীদের অনুৎসাহিত করি। অনুরোধ করবো একটি নিবন্ধে যথেষ্ট পরিমাণ তথ্য সন্নিবেশ করে তবেই নতুন নিবন্ধ তৈরি করবেন। উইকিপিডিয়ায় আপনার আগ্রহ এবং অবদানের জন্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৪০, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)
প্রধান পাতায় উইকিপিডিয়া লেখা (ছবি)
[সম্পাদনা]তৃণাঞ্জন, ওটা আসলে লোগো নয়। এটি আসলে ছবি না দিয়েই লেখা যেত কিন্তু এর বদলে ছবি ব্যবহার করার কারণ হল তা যেন ইউনিকোড বাংলা সেট করা নেই এমন কম্পিউটার থেকেও দেখা যায়। যা হোক আপনার ছবিটি দেখতে ভাল হয়েছে। ছবিটি সম্পর্কে বিস্তারিত লিখুন, যেমন কোন ফন্ট ব্যবহার করেছেন, তা ওপেনসোর্স ফন্ট কিনা, ফন্টের সাইজ কত, ছবিটি তৈরি করতে কি সফটওয়্যার ব্যবহার করেছেন ইত্যাদি ইত্যাদি। আর পুরনো ছবিটাতে কি কি খুঁত রয়েছে এবং আপনার ছবিটি কেন ভাল, সে সম্পর্কেও লিখুন তাতে এ সম্পর্কে আলোচনায় সুবিধা হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৬, ১০ নভেম্বর ২০১০ (ইউটিসি)
- আলোচনাটুকু প্রশাসকদের আলোচনাসভা পাতায় আলাদাভাবে আলোচনা করতে পারেন। তাহলে অন্যান্য উইকিপিডিয়ানদের মন্তব্যও পেতে সুবিধা হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৫, ১০ নভেম্বর ২০১০ (ইউটিসি)
লোগো
[সম্পাদনা]আপনি কি বাংলা উইকিপিডিয়ার লোগোতেও (উপরে বামে) আপনার ফন্টটা ব্যবহার করে একটা পরীক্ষামূলক লোগো বানাতে পারবেন? অনুরোধ করছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩৫, ১৭ নভেম্বর ২০১০ (ইউটিসি)
উইকিমিটআপ কলকাতা ১
[সম্পাদনা]কলকাতায় প্রথম উইকিমিটআপ কলকাতা ১ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পাবেন এখানে।----জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৪০, ২৭ নভেম্বর ২০১০ (ইউটিসি)
কলকাতা উইকিপিডিয়া মিটআপ
[সম্পাদনা]আপনি কোথায় থাকেন জানি না।পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়াকে জনপ্রিয় করার জন্য আমরা প্রচারণার কাজে ব্যস্ত আছি। এই উইকিপিডিয়ার ১০ বছর কলকাতা পাতাটি দেখুন ও আমাদের আয়োজনে আসার চেষ্টা করুন। এখানে এলে আরও অনেক কিছু জানতে পারবেন। আর আপনার অবদান চালিয়ে যান।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:২৯, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
Talkback
[সম্পাদনা]আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
--জয়ন্ত (আলাপ | অবদান) ১২:২৭, ২৬ জুন ২০১১ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
Invite to WikiConference India 2011
[সম্পাদনা]Hi Trinanjon,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
Image:Srabani Sen.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত
[সম্পাদনা]Image:Srabani Sen.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।
যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৭:৩৫, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)
ছবি
[সম্পাদনা]আপনি Non-free use rationale guideline এবং Image use policy পড়ে নিন। ----জয়ন্ত (আলাপ - অবদান)
নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন
[সম্পাদনা]প্রিয় অবদানকারী,
বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে।
সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvirwikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমান • আলাপ • ১০:২৬, ৩ জুন ২০১২ (ইউটিসি)।
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
সুপ্রিয় Trinanjon, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
[সম্পাদনা]সুপ্রিয় Trinanjon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)