বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Suvray/প্রাপ্তি-৫

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


বানান

আপনার ব্যবহারকারী পাতায় স্বপ্নিল বানানে দীর্ঘ -ঈ কার হবে না। এছাড়া শুভাকাঙ্ক্ষী বানানটিতে ক্ষ এর পরিবর্তে খ হবে না। দয়া করে ভুলগুলো সংশোধন করবেন। Ppt2003 (আলাপ) ১৩:০৯, ২১ জুন ২০২০ (ইউটিসি)

আলাপ পাতা পরিদর্শন করায় অজস্র ধন্যবাদ আপনাকে! ভুল তো আমাদের কম-বেশী হতেই পারে, তাই না? তবে, উইকিঅভিধানেই কিন্তু স্বপ্নীল বানানটি রয়েছে। তবে, শুভাকাঙ্খী বানানটি সংশোধন করছি। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৭:০৬, ২১ জুন ২০২০ (ইউটিসি)


চিত্র:কলিন ব্লাইদ.jpeg দ্রুত অপসারণ

চিত্র:কলিন ব্লাইদ.jpeg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মুক্ত ছবি রয়েছে এখানে দেখুন

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:কলিন ব্লাইদ.jpeg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন।  কুউ  পুলক  ১৩:৪৭, ২৪ জুন ২০২০ (ইউটিসি)

চিত্র:টম লরি.jpg দ্রুত অপসারণ

চিত্র:টম লরি.jpg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মুক্ত চিত্র রয়েছে এখানে দেখুন

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:টম লরি.jpg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন।  কুউ  পুলক  ১৫:২২, ২৪ জুন ২০২০ (ইউটিসি)


নিবন্ধ

আইসিসি সভাপতিদের তালিকা নিবন্ধে কি সমস্যা হয়েছিল বলতে পারবো না। আপনি যে সমস্যার কথা বলেছেন সেটা আমি নিবন্ধে যাওয়ার পর কয়েকবার দেখাচ্ছিল। কিন্তু নিবন্ধ কয়েকবার লোড করার পর ঠিক হয়ে গেছে। আপনার কি এখনো একই লেখা দেখাচ্ছে? --আফতাব (আলাপ) ১৫:০৩, ১৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

নিবন্ধটি এখন সঠিকভাবে দৃশ্যমান। বিষয়শ্রেণী:বিশ্বকাপে ভারতের ক্রিকেটার ও বিষয়শ্রেণী:বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্রিকেটার - বট পরিচালনা করা প্রয়োজন। এছাড়াও, উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক সৌধ দিবস সংক্রান্ত সাইডবারটি [বন্ধ করে দিন] অপশনে চাপ দিলেও কাজ করে না। সমস্যাগুলো সংশোধন করার জন্য অনুরোধ করছি। - Suvray ১৫:২২, ১৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
বিষয়শ্রেণী:ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াড নেভিগ্যাশনাল বক্স-এ থাকা টেমপ্লেট ব্যবহার করে বিষয়শ্রেণী যোগ করা শুরু করেছি। [বন্ধ করে দিন] কেন কাজ করছে না, তা বলতে পারবো না। এটা একটা মিডিয়াউইকি বার্তা। আমার উইকি অ্যাকাউন্টে প্রবেশকৃত অবস্থায় বা প্রস্থানের পর, দুইভাবেই কাজ করছে। আমি অন্যদের সাথে কথা বলে দেখি। --আফতাব (আলাপ) ১৬:২৫, ১৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
আপনার ব্রাউজারের ক্যাশ পরিস্কার করে নিয়ে দেখেন, কাজ করে কিনা। --আফতাব (আলাপ) ১৭:২৬, ১৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ আপনাকে। - Suvray ১৭:৪২, ১৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

অভিনন্দন

বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে সেরা উইকিপিডিয়ান নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।মুসফিক মুন্না (আলাপ) ১০:২৮, ১ জুন ২০১৫ (ইউটিসি)

আপনাকেসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদজ্ঞাপন করছি। - Suvray ১১:১২, ১ জুন ২০১৫ (ইউটিসি)

২০১৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর

দাদা আশা করি ভাল আছেন। একটা বিষয় অবগত হবার জন্য লিখছি এখানে "২০১৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর" কি " অ্যাশেজ সিরিজ'১৫" এর আগাম নিবন্ধ। "২০১৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর" নিবন্ধটিতে কোন রেফারেন্সও নাই তাই একটু কিউরিয়াস হলাম। ভাল থাকুন - Sufe (আলাপ) ০৮:৫৮, ৮ জুলাই ২০১৫ (ইউটিসি)

আগ্রহের জন্য ধন্যবাদ। ঠিকই ধরেছেন মূলতঃ ইংরেজি উইকি অনুসরণে ও দুই দেশ সফর উপলক্ষ্যেই এ নামকরণ; নতুবা, আলাদা দু’টি পাতা তৈরি করতে হতো। এছাড়াও, অ্যাশেজ সিরিজ'১৫ তৈরি করতে হবে সম্পূরক নিবন্ধ হিসেবে। সমস্যা নেই, নিবন্ধে রেফারেন্স এসে যাবে যে-কোন সময়! আপনাকে উইকিপ্রকল্প ক্রিকেটের গর্বিত অংশীদার হবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সহযোগে - Suvray ১০:০৯, ৮ জুলাই ২০১৫ (ইউটিসি)
আমন্ত্রণ সাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ দাদা - Sufe (আলাপ) ১০:৪৭, ৮ জুলাই ২০১৫ (ইউটিসি)

ভাল নিবন্ধ নির্বাচনের অনুরোধ

সুপ্রিয় সুব্রতদা, দীর্ঘদিন আগে আমি এমা ওয়াটসন নিবন্ধটাকে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচনের জন্য মনোনীত করেছিলাম। তবে কেউ সেটিকে এখনো পর্যালোচনা (review) করে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচিত করেনি। নিবন্ধটির পেছনে আমি প্রচুর সময় দিয়েছি, আপনার কাছে তাই অনুরোধ সময় করে এটিকে রিভিউ করে ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণের জন্য ব্যবস্থা নিবেন। ধন্যবাদ।  – তানভির (আলাপ) ১৭:১০, ১৪ জুলাই ২০১৫ (ইউটিসি)

ধন্যবাদ তানভির। কথা দিতে পারছি না, তবে চেষ্টা চালাবো যথাসাধ্য। নিবন্ধের পরিবর্তন (? বা হাইড) যাচাই করবেন। - Suvray ১১:২৮, ১৫ জুলাই ২০১৫ (ইউটিসি)

অপসারণ বিষয়ে

সুব্রতদা, আশা করি ভালো আছেন। বাহুবলী চলচ্চিত্রটির দুটো অংশ থাকায় এই নামে পৃথক নিবন্ধ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে (নিবন্ধটি আমারই তৈরি ছিল); সঠিক শিরোনামযুক্ত নিবন্ধ ইতিমধ্যেই তৈরি হয়েছে। নিবন্ধটিকে অপসারণ করে দিলে সম্ভবত ভালো হয়। ধন্যবাদ! --অংকন (আলাপ) ০৭:১৫, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)

 করা হয়েছে - Suvray ০৭:৩০, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ! --অংকন (আলাপ) ০৭:৩৭, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)

ঈদ মোবারক!!

ঈদ মোবারক
ঈদ মোবারক

ঈদ মোবারক!
ঈদের মতো আনন্দময় হোক প্রতিটি দিন। ঈদ আপনার ও আপনার পরিবারে বয়ে আনুক অন্তিম সুখ। আল্লাহ আমাদেরকে তাঁকে চিনার,জানার ও বুঝার তৌফিক এনায়েত দান করুন।আমিন ।

ইকবাল হোসেন (আলাপ) ১৫:১৪, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)

ইমেইল

আপনাকে একটি মেইল করেছিল। আপনার ই-মেইলের বাক্স দেখেন। --আফতাব (আলাপ) ১৫:১৬, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)

ধন্যবাদ। জবাব দিয়েছি। - Suvray ১৭:৩২, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ। আর আপনি যে সমস্যার কথা বলেছেন সেটি কি এটা? --আফতাব (আলাপ) ১৮:৩০, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
ঠিক তা-ই! ধন্যবাদ সহযোগে - Suvray ১৮:৪০, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
এই লিঙ্কে ক্লিক করেন। দেখেন আসে কিনা। না হলে আমার পছন্দে যেয়ে "সকল পূর্বনির্ধারিত সেটিং ফিরিয়ে আনো (সকল অনুচ্ছেদে)" (সংরক্ষণ করা হোক-এর পাশে) ক্লিক করেন। এরপর আবার বেটা থেকে বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি সক্রিয় করেন। --আফতাব (আলাপ) ১৪:০৯, ২১ জুলাই ২০১৫ (ইউটিসি)
দুঃখিত (উভয়ক্ষেত্রেই)। - Suvray (আলাপ) ১৫:২২, ২১ জুলাই ২০১৫ (ইউটিসি)
সমস্যাটা এখানে জানানোর অনুরোধ করছি। তারা আমার থেকে ভালো বলতে পারবে। --আফতাব (আলাপ) ১৬:১৫, ২১ জুলাই ২০১৫ (ইউটিসি)

পুনর্নির্দেশ পাতা তৈরি

সুব্রত ভাই, আপনি প্রথমে মার্ক ফুটিট নিবন্ধটি তৈরির করেন, কিন্ত পরে আবার বাংলা উইকিতেই একই ইংরেজি নামে Mark Footitt আবার একটি নিবন্ধ তৈরি করেন শুধু পুননির্দেশিত করার জন্য। শুধু এটি বা আপনি নন, সাজিদ ভাই সহ অনেকেই এরকম করেছেন। এখন আমার প্রশ্ন এটা কেন করছেন বা করার প্রয়োজনীয়তা কি? একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। কায়সার (আলাপ) ১৭:২৫, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)

কায়সার, আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। মূলতঃ ব্যবহারকারী কর্তৃক সংশ্লিষ্ট নিবন্ধ খুঁজে পেতেই ইংরেজি পুণঃনির্দেশনা। যদিও এ কাজটি উইকি’র শুরুতে বট দ্বারা পরিচালিত হতো। তবে, লাল লিঙ্ক সতেজকরণে নিবন্ধ ও টেমপ্লেট তৈরী, ওয়েব ব্রাউজার ও সাপোর্টেড সফটওয়ারে নিবন্ধের অস্তিত্ব রয়েছে কি-না তা জানতে এর গুরুত্বতা অপরিসীম ও অপরিহার্য। ফলে, প্রত্যেকে ব্যবহারকারীরই উচিত হবে যতটুকু সম্ভব ব্যাপকভাবে পুণঃনির্দেশনা দেয়া। - Suvray (আলাপ) ১৭:৪৯, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)
@Kayser491: এই আলোচনাটিও উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৪/১-৪#ইংরেজীতে শির:নাম লিখে পরে পুনর্নিদেশ দেখুন, কোন কোন ক্ষেত্রে পুনঃনির্দেশ দেয়া দরকার আর দরকার নেই তা নিয়ে আলোচনা।

(হুট করে এখানে ঢুকে পড়ার জন্য দুঃখিত।) --আফতাব (আলাপ) ১৮:১১, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)

আপনার সুচিন্তিত মতামত আবশ্যক

সুব্রতদা, পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য এখানে আপনার সুচিন্তিত মতামত আবশ্যক। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৭:২৭, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

নোটিশ

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১২:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

সাহায্য

সুব্রতদা, কেমন আছেন? অনেক দিন পরে আপনার সাথে কথা হচ্ছে। আমি আকাশগঙ্গা নিবন্ধের তথ্যছকের হালনাগাদ করেছি কিন্তু তথ্যসূত্রগুলো ঠিকমত দেখাচ্ছে না। মনে হচ্ছে কিছু টেমপ্লেট হালনাগাদ করতে হবে। বেশির ভাগ টেমপ্লেট লক করা তাই আপনার সাহায্য দরকার। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১০:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

ইয়াহিয়া ভাই, ভাল আছি; আপনিও নিশ্চয়ই ভালো আছেন! তবে, কথা না হলেও যৎকিঞ্চিৎ আপনাকে দেখতে পাই যা বেশ কষ্টদায়ক। বর্ণিত নিবন্ধের তথ্যসূত্রগুলোর সবকটিই ইনফোতে রয়েছে যা দৃশ্যমান। কোন টেমপ্লেটগুলো হালনাগাদ করতে হবে? আমায় জানান! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১২:২৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
আসলে সময়ের অভাবে সব সময় আস্তে পারি না। আপনাকে বলার ২/৩ মিনিট পরেই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল। সম্ভবত আপনাকে ভয় পেয়েছিল। যাইহোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপাদত আর কোন কিছু হালনাগাদ করতে হবে না। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ২০:০১, ১৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

টুইঙ্কল

শুভ্র দা আমি ইংরেজি উইকিপিডিয়ায়য় যখন টুইঙ্কল এর সাহায্য এ অপসারণ ট্যাগ যোগ করেছি। তখন স্বংয়ক্রিয় ভাবে নিবন্ধ প্রণেতাককে জানাচ্ছে। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় জানাচ্ছে না। এই সমস্যা কেন হচ্ছে?বুঝতে পারছিনা।$R (আলাপ) ০৭:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

পবিত্র ঈদ-উল-আজহা’র আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দ্রুত অপসারণের ক্ষেত্রে টুইংকল > দ্রুত অপসারণ > ট্যাগ সম্পর্কীয় পছন্দ (‘যদি সম্ভব হয় প্রণেতাকে জানান’ বক্সে টিক দিন)। আশা করি, সমাধান হবে। যে-কোন প্রশ্নে স্বাগতম জানাচ্ছি আপনাকে! [দ্রঃ স্বীয় নাম - সুব্রত রায়] - Suvray (আলাপ) ০৭:৫২, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
আপনাকেও পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রত্যেকটা ট্যাগ লাগানোর সময় টিক দিয়েছি। কিন্তু কাজ করছেনা।$R (আলাপ) ০৮:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
অনুগ্রহপূর্বক অন্য কোন সক্রীয় প্রশাসকের সাথে যোগাযোগ করুন। অনেক সময় কারিগরী ত্রুটির কারণে এমনটি ঘটতে পারে। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ০৮:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

লক্ষ্য করুন

দয়াকরে এই পাতাটি দেখুন https://bn.wikipedia.org/­wiki/­উইকিপিডিয়া:অধিকারের_­আবেদন/­স্বয়ংক্রিয়_পরীক্ষণ $R (আলাপ) ১৬:০৮, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

লক্ষ্য করুন

দয়া করে এটি লক্ষ্য করুন উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক$R (আলাপ) ০৫:২৪, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

উইকিপদক

নিরলস অবদানের জন্য পদক
উইকিপিডিয়াকে প্রতিদিন সুন্দর নতুন নিবন্ধ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ$R (আলাপ) ০৫:৩০, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ আপনাকে। - Suvray (আলাপ) ১০:২৮, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

আইইউসিএন শ্রেণীবিভাগ

এই চিত্রগুলির svg ফাইল তৈরি করব যা নিবন্ধে ব্যবহার হবে। এই অনুবাদগুলি ঠিক হল কিনা দেখেন আইইউসিএন লাল তালিকা থেকে:

  • Extinct - বিলুপ্ত [লুপ্ত/বিলুপ্ত]
  • Threatened - বিপদগ্রস্ত [আশঙ্কাজনক]
  • Least Concern - ন্যূনতম বিপদগ্রস্ত [অত্যন্ত কম উদ্বেগজনক]
  • Lower risk - কম বিপদগ্রস্ত (নাকি [কম ঝুঁকিপূর্ণ]?)

--আফতাব (আলাপ) ১৫:১৭, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

আপনার আগ্রহকে স্বাগতঃ জানাচ্ছি। [বিদ্যুৎ বিভ্রাট] বন্ধনীতে তুলে ধরেছি। আশা করছি, উইকি’র স্বার্থে ও আপনার দৃষ্টিকোণ থেকে অগ্রসর হবেন! ধন্যবাদসহ - Suvray (আলাপ) ১৬:৪২, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
আপনি জানতে চেয়েছেন, তা-ই আমি জানিয়েছি অভিধান অনুসরণপূর্বক। ভুল হলেই কি আমরা ভুলের রাজ্যে বসবাস করবো? ঠিক লিখেছেন যে, ইয়াহিয়া ভাই-সহ খালেদ ভাই এমনকি আগ্রহীদেরও অংশগ্রহণ অপরিহার্য ছিল। - Suvray (আলাপ) ১১:৩৫, ৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
আমার এখনো কিছু দ্বিধা আছে। দ্বিধা নিয়ে বসে থাকলে কাজ হবে না। তাই আমি বর্তমান অনুবাদ (ভুল বা শুদ্ধ যাই হোক) দিয়েই ফাইল তৈরি করছি। svg ফাইলগুলির লেখা সম্পাদনা যোগ্য। ভবিষ্যতে যদি পরিবর্তন করা হয় তাহলে যে কেউ অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই কম্পিউটারেও নোটপ্যাডে ফাইলগুলি খুলে হাতদিয়ে (ম্যানুয়ালি) ঠিক করতে পারবে। ততদিন যদি আমি থাকি তাহলে আমি নিজেই করে দিব। --আফতাব (আলাপ) ১৬:৪২, ৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

ফিরতি বার্তা

সুপ্রিয়, Suvray। উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৬:১৫, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৫, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:১২, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

নিবন্ধ অপসারন

ভাইয়া, আমার একটা নিবন্ধ ! (অ্যালবাম) অপসারণ করেছি। আমার কোন আপত্তি থাকত না যদি আপনার কাজটি সঠিক থাকত। আপনি কারন হিসাবে বলেছেন এমন নামে কোন নিবন্ধ উইকিপিডিয়াতে নেই। আপনি en:! (album) নিবন্ধটি দেখুন। আমি অনুবাদ করছিলাম শুধু। নিবন্ধটিতে একটি তথ্যসূত্রও ছিল,আপনি তা দেখেও বুঝতে পারতেন এ বিষয়ে নিবন্ধ হতেই পারে! আপনার মত দক্ষ একজন উইকিপিডিয়ানের কাছে এমন কাজ আশা করা যায় না। --- শাহাদাত সায়েম (আলাপ) ১৫:৪৯, ১৯ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

হতাশ হবার কোন কারণ নেই! আসলে আপনার নিবন্ধটিতে ইনফোবক্স ও তথ্যসূত্র ছাড়া আর কিছুই ছিল না!! তাই এটি পরীক্ষামূলক পাতা হিসেবে বিবেচনাপূর্বক ট্যাগ লাগানো হয় ও অপসারিত হয়। অনুগ্রহপূর্বক নিবন্ধটি আবারও তৈরি করুন। - Suvray (আলাপ) ১৬:০২, ১৯ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

এশীয় মাস পদক

এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০১, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আপনাকেসহ সংগঠক দলের সকলকে সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি। - Suvray (আলাপ) ০৬:০৫, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

শব্দের ইংরেজী জানতে চাই

ভাই আসসালামু আ'লাইকুম। দয়া করে "অগ্রিম" এর ইংরেজি কি হবে জানিয়ে বাধিত করবেন। :-D :-P KMSujon (আলাপ) ১৩:২৭, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

অ্যাড্‌ভান্স্‌ (Advance) - Suvray (আলাপ) ১৩:৪৪, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

সুপ্রিয় Suvray,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ৮:০৬, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

আপনার ইমেইল এসেছে!

এই যে। আপনার ই-মেইল দেখুন – আপনি একটি মেইল পেয়েছেন!
১৩:১৭, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

প্রত্যয় (স্বাগতম) ১৩:১৭, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

পদক প্রাপ্তি

সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:১৭, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
আপনাকে সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি। -Suvray (আলাপ) ১৫:৩৪, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

উইকিপিডিয়া এশীয় মাসের পোস্টকার্ডের জন্য ঠিকানা সংগ্রহ

সুধী,

২০১৫ সালের নম্ভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত উইকিপিডিয়া এশীয় মাস অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতা শুরু হওয়ার সময় বলা হয়েছিল যে, উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের একজন অংশীদার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা নিয়মাবলী অনুসরণ করে অন্ততঃ পাঁচটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, সেই নিয়মানুযায়ী, একজন সফল অংশগ্রহণকারী হিসেবে এশিয়ার উইকিপিডিয়ানদের বন্ধুত্বের চিহ্নস্বরূপ একটি পোস্টকার্ড আপনি পেতে চলেছেন। আয়োজক কমিটি এই উপহার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সেই লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আপনার ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ রূপে গোপণ রাখা হবে ও শুধুমাত্র উপহার প্রেরণের জন্যই ব্যবহার করা হবে।

অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সহ,
উইকিপিডিয়া এশীয় মাস আয়োজক কমিটির পক্ষ থেকে,
বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৪৫, ১৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

কুশলাদি

সুব্রতদা, আশা করি ভালো আছেন। উইকিতে অনেক দিন ছিলাম না। ইতিমধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে সবকিছু। সকলের পদচারণা অনেক বেড়েছে। সবাইকে দেখে, সবার কাজকর্ম দেখে ভালো লাগছে। আগে সবাইকে চিনতাম, এখন আমি নিজেই অচেনা। সাম্প্রতিক পরিবর্তনগুলোতে খালি অপরিচিতদের দেখি। কিন্তু ভালো লাগে। এরকম একটা পরিবেশ তৈরির জন্যই তো এক সময় কতো ঘুরেছি, কতো কিছু করেছি। যাহোক, এর মধ্যে আপনাকে নিয়মিত দেখে ভরসা পাই। ভালো থাকুন। উইকির সাথে আপনার গাঁটছড়া অটুট থাকুক। শুভকামনা রইলো। — তানভির১৪:২৭, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

তানভির ভাই, বার্তা প্রদানের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরপর দু'টো (১০ম বর্ষ ও উইকিপিডিয়া ১৫) মিট-আপ হলো; আপনাকেসহ (রাগিব ভাই ও বেলায়েত ভাইকে) মিস করেছি দারুণভাবে। আশা করছি, উইকি সমৃদ্ধির মহান প্রত্যয় ব্যক্ত করে এগিয়ে আসবেন অবলীলাক্রমে ও বন্ধন অটুঁট রাখবেন সর্বক্ষণ, সারfক্ষণ, অণুক্ষণ! ধন্যবাদ সহযোগ - ১৪:৪০, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

পর-সমাচার

দাদা, পর-সমাচার এই যে, কিছু ঝাড়-মোছ করার সময় হয়ে গেলো যে! অনুমতি দেন-তো, আপনার নিবন্ধগুলোতে হাত লাগাই! আরেকটি বিষয়, রশীদ খান নামে বাংলা উইকিতে কোন নিবন্ধ নেই, কাজেই নিবন্ধের শিরোনাম যদি বদলে দিতেন তবে ভালো হতো; নিদেন পক্ষে রশীদ খান (আফগান ক্রিকেটার) করা যেতে পারে। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৭:২৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

আশিক ভাই, ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্যে! আসলে, নিবন্ধগুলো আমার নয়; সবই উইকি পরিবারের যা যে-কেউ, যে-কোন স্থানসহ যে-কোন পরিবেশ থেকে সম্পাদন করতে পারেন এবং যখন খুশী, যখন-তখন। উইকিতে আপনার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, সুন্দর ও যুক্তিসঙ্গত পদক্ষেপসহ পরিবেশ সৃষ্টিকরণ আসলেই আমাকে মুগ্ধ করছে। সিস্টেম, নেট বেশ স্লো! আবারো দেখা হবে নিশ্চয়ই!! ভালো থাকুন সবসময়। - Suvray (আলাপ) ১৭:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

বার্তা

সুব্রতদা, এই বার্তাটি একটু দেখবেন। এটি আপনাকে জানাতে বব্-ক্লাইভ অনুরোধ করেছেন। --আফতাব (আলাপ) ১৩:২৩, ২৯ মার্চ ২০১৬ (ইউটিসি)

ঠান্ডা পানি

আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি
অসহ্য এই গরমের দিনেও আপনি উইকিপিডিয়ায় অপবদান রেখে যাচ্ছেন দেখে আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। Nahid Hossain (আলাপ) ০৯:১১, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)

Wikipedia Asian Month Ambassadors

Hi Suvray. We will give you a digital certificate of Wikipedia Asian Month Ambassadors soon, please email me the name (real name, first name, nickname or username) you wish to appear on the certificate. Send me an Email even the username is what you want to display on the certificate so I can have your Email address. This will not be public and only you can access the digital copy. Besides that, we are displaying our ambassadors on this page. If you wish to display another name instead of your username, please feel free to make a change. Any question please leave it on my meta talk page. Thanks!--AddisWang (আলাপ) ১৫:৫৭, ১৯ এপ্রিল ২০১৬ (ইউটিসি)

Hi AddisWang, thanks for your message. I already mailed to you. Have a nice day! - Suvray (আলাপ) ১৭:১১, ১৯ এপ্রিল ২০১৬ (ইউটিসি)

Participate in the Ibero-American Culture Challenge!

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (আলাপ) ১৩:২৯, ১০ মে ২০১৬ (ইউটিসি)

সাহায্য

মাননীয়,

আমি একটি পাতা খালিস্তান জিন্দাবাদ বাহিনী নামে একটি নিবন্ধ অনুবাদ করেছি কিন্তু শেষে কয়েকটি লাইন কিভাবে/কি লিখে অনুবাদ করব বুঝলাম না। যদি আপনি একটু অনুবাদ করে দিতেন, খুব ভাল হত। এর জন্য অগ্রিম ধন্যবাদ): পরমাণু আলাপ ১৭:৩৩, ৭ জুলাই ২০১৬ (ইউটিসি)

আসলে সময় কম; পাশাপাশি ঐ নিবন্ধে অংশগ্রহণ এবং আগ্রহ থাকাও জরুরী (আমার নেই)! দেখুন মনঃপুত হয়েছে কি-না? - Suvray (আলাপ) ১৮:১৫, ৭ জুলাই ২০১৬ (ইউটিসি)
ধন্যবাদপরমাণু আলাপ ১১:৪১, ১৭ জুলাই ২০১৬ (ইউটিসি)

টেমপ্লেট সমস্যা

সুব্রত মহাশয়,

আমি একটি পাতা স্বামী বিবেকানন্দ রোড (মুম্বাই) নমে তৈরি করতে গিয়ে খেয়াল করলাম যে {{তথ্যছক সড়ক}} এই টেমপ্লেটটিতে অনেকরকম সমস্যা আছে। যদি অনুগ্র করে টেমপ্লেটটি পরিমার্জন করতেন, খুব ভাল হত। ধন্যবাদান্তে পরমাণু আলাপ ১১:৩৮, ১৭ জুলাই ২০১৬ (ইউটিসি)

ইনফোবক্স সংশোধনের জন্য ইতোমধ্যে আফতাব ভাইকে জানিয়েছি। ধন্যবাদ আপনাকে! - Suvray (আলাপ) ১৫:২১, ১৭ জুলাই ২০১৬ (ইউটিসি)

সম্পাদনা সারাংশ গ্যাজেট

সম্পাদনা সারাংশ গ্যাজেটে মূলত সারাংশগুলি যাতে প্রায় সব নিবন্ধের ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন কিছু সারাংশ দেয়ার চেষ্টা করেছি ও সেই সাথে যতটা কম রাখা যায় তাঁর চেষ্টা করেছি। আপনি যদি চান তাহলে আমি শৈশবকাল/প্রারম্ভিক জীবন, কর্মজীবন, ব্যক্তিগতজীবন, সম্মাননা, পুরস্কার ইত্যাদিসহ আরো শুধু আপনার জন্য যোগ করে দিতে পারি। করব? --আফতাব (আলাপ) ১৭:০০, ২৮ জুলাই ২০১৬ (ইউটিসি)

আফতাব ভাই, ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্যে। যদি শুধুমাত্র আমার জন্যে করা হয়, তাহলে তা আপনার ইচ্ছা/অনিচ্ছার উপর নির্ভর করবে। অর্থাৎ, গ্যাজেটটি না করলেই বোধহয় ভালো হবে। - Suvray (আলাপ) ১৭:১২, ২৮ জুলাই ২০১৬ (ইউটিসি)
আমার ইচ্ছা/অনিচ্ছার কিছু নেই। এটি আপনি আপনার ইচ্ছামত করতে পারবেন। আমি যেটা করতে চাচ্ছি এটা করলে মূল গ্যাজেটে কোন প্রভাব পড়বে না। আর আপনি যদি গ্যাজেটটি একেবারেই না চান তাহলে বিশেষ:Preferences#mw-prefsection-gadgets থেকে গ্যাজেটটির পাশ থেকে টিকচিহ্ন উঠিয়ে পাতা সংরক্ষণ করলেই গ্যাজেটটি চলে যাবে। --আফতাব (আলাপ) ১৭:৩৫, ২৮ জুলাই ২০১৬ (ইউটিসি)

হ্যালো

হ্যালো সুব্রতদা, আশা করি ভালই আছেন, আপনি কি ফেসবুক ব্যবহার করেন? ফেসবুকে সক্রিয় বাংলা উইকিপিডিয়ানরা প্রায়ই ইন্সট্যান্ট আলাপ করে। ভাবলাম আপনাকে যোগ করা যায়।  – তানভির (আলাপ) ১৭:৩৬, ৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)

না তানভির ভাই, এ মুহূর্তে মাথা ব্যথা নিয়ে উইকিতে আছি। ফেসবুকে কদাচিৎ (মাস-দুয়েক অন্তর) প্রবেশ করি। বিদ্যুৎ, নেট স্লো, সময় ইত্যাদির মোকাবেলা করে উইকি সম্প্রসারণে ব্যস্ত আছি! ফলে এফবিতে ঢোকার সুযোগ কোথায়? এমনিতেই সময় কম! ভালো থাকুন সবসময়। - Suvray (আলাপ) ১৭:৫৪, ৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)

পরামর্শ

২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী দেশসমূহের কুচকাওয়াজ এই নিবন্ধ কিভাবে সম্পাদনা করছেন জানি না, তবে আপনি যদি ব্রাউজারে রেখে সম্পাদনা করেন তাহলে আপনার অনেক সময় লাগবে ও ধীর হবে। আমি আপনার জন্য নিবন্ধটি একটি .txt ফাইল আকারে তৈরি করেছি। এখানে এক ক্লিক করলেই তা ডাউনলোড হবে। এরপর ডাউনলোড করা text.txt ফাইলে দুই ক্লিক করলেই তা খুলে যাবে। .txt ফাইলে সম্পাদনা অনেক দ্রুত হবে দেখবেন। সম্পাদনার পর copy-peast করে নিবন্ধটি উইকিপিডিয়ায় সংরক্ষণ করেন। --আফতাব (আলাপ) ১৭:৩৬, ৯ আগস্ট ২০১৬ (ইউটিসি)

ধন্যবাদ আফতাব আপনাকে, মূল্যবান পরামর্শ প্রদানের জন্য। নিবন্ধটি মোটামুটি গুছিয়ে নিয়েছি। তবে, এ সাইটটি সম্বন্ধে ধারণা ছিল না। - Suvray (আলাপ) ১৭:৫০, ৯ আগস্ট ২০১৬ (ইউটিসি)
সাইটটি আসলে কিছু না। এটা একটা ফাইল hosting সাইট যেটাতে আমি আপনাকে দেয়ার জন্য .txt ফাইলটি host করেছি। আর আপনি কি en:Wikipedia:Translating Ibero-America প্রতিযোগিতার আপনার পুরস্কারটি নিয়েছেন? না নিলে আয়োজকদের সাথে যোগাযোগ করেন। --আফতাব (আলাপ) ১৭:৫৫, ৯ আগস্ট ২০১৬ (ইউটিসি)

ফিরতি বার্তা

সুপ্রিয়, Suvray। বিষয়শ্রেণী আলোচনা:ইরানী ক্রীড়াবিদ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:৫৯, ২৪ আগস্ট ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

তানভির১৫:৫৯, ২৪ আগস্ট ২০১৬ (ইউটিসি)

ক্রিকেট বিষয়ক একটি ইংরেজি প্রবন্ধ দেখবার অনুরোধ

প্রিয় সুব্রত দা, শুভ সকাল। কেমন আছেন? আপনার কাছে আমার একটি অনুরোধ আছে। সম্প্রতি বাংলাদেশের মেয়েরা আয়ারল্যান্ড সফর করবে তারই ইংরেজি নিবন্ধটি অপসারণের জন্য মনোনীত হয়েছে। আপনি একটু কষ্ট করে সেই নিবন্ধে যদি সময় দিতেন, তাহলে সেটা মানসম্মত অবস্থায় আসতে পারত।

আপনাকে অগ্রীম ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ০৬:৩৩, ৩০ আগস্ট ২০১৬ (ইউটিসি)

টেমপ্লেট

সুব্রতদা, আমি একটি টেমপ্লেট তৈরি করেছি যা ক্রিকেট সিরিজ সম্পর্কিত নিবন্ধে আপনার কাজে লাগবে।

  • টেমপ্লেট:ক্রিকেট পরিসংখ্যান - এটি পরিসংখ্যানের জন্য। এটি ব্যবহারের সহজ পদ্ধতি: যে সিরিজটি অনুবাদ করছেন তা যদি জার্মান উইকিতে থাকে তাহলে যেখানে যান (উদা: de:Cricket-Nationalmannschaft in Bangladesch in der Saison 2009/10) সেখানে পরিসংখ্যান (Statistiken) অনুচ্ছেদে ক্লিক করে কোড কপি করেন। এরপর তা বাংলা উইকিতে পেস্ট করেন। তাঁরপর পাতা সংরক্ষণ করার আগে {{Cricketstatistik কে {{subst:Cricketstatistik (subst: যোগ) লিখেন ও খেলোয়াড়দের নামগুলি বাংলা করেন ও {{দেশকোড-Cricket}} কে {{cr|দেশকোড}} করেন (উদা. {{BAN-Cricket}}{{cr|BAN}})। আর কিছু করতে হবে না। সংরক্ষণে ক্লিক করলেই বাকী সব কিছু নিজে নিজে অনুবাদ হয়ে যাবে। --আফতাব (আলাপ) ১৬:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
চমৎকার পদক্ষেপের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি টেমপ্লেটটিও লক্ষ্য করছিলাম। [(উদা: de:Cricket-Nationalmannschaft in Bangladesch in der Saison 2009/10) সেখানে পরিসংখ্যান (Statistiken) অনুচ্ছেদে ক্লিক করে কোড কপি করেন।] লিঙ্কটি পাইনি। - Suvray (আলাপ) ১৭:২৯, ১৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
de:Indische Cricket-Nationalmannschaft in Bangladesch in der Saison 2009/10 এটি সঠিক লিংক। আফতাব (আলাপ) ১৭:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
অর্থাৎ, (ক) Statistiken অংশটি জার্মান (de) নিবন্ধে থাকতে হবে; (খ) কপি করে {{Cricketstatistik এর পরিবর্তে {{subst:Cricketstatistikলিখতে হবে; (গ) খেলোয়াড় বাংলায় ও দেশের নাম 'দেশ কোড' দিতে হবে! তাই-তো?
আমি চেষ্টা চালিয়েছিলাম - {{BAN-Cricket}}{{cr|BAN}} রি-ডাইরেক্ট করার। তাহলে হয়তোবা শুধুই খেলোয়াড়কে বাংলায় করলেই কাজ শেষ হয়ে যেতো! সীমাবদ্ধতা হিসেবে রয়েছে (১) পতাকা ও (২) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চেষ্টা করে দেখতে পারেন। অতি মনোরম যা আদর্শ ও সঠিক চিন্তাধারারই প্রতিফলন। আবারও ধন্যবাদ জানাই। - Suvray (আলাপ) ০৩:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
উত্তর: (ক) হ্যাঁ, (খ) হ্যাঁ (গ) না কিছু করতে হবে না। খেলোয়াড়দের নাম বাংলায় স্বয়ংক্রিয়ভাবে আসবে। এছাড়া 'দেশ কোড'ও ঠিক করতে হবে না। নিজে নিজে ঠিক হবে। --আফতাব (আলাপ) ১৩:৪১, ১৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)

প্রথমে যখন পরীক্ষা করলাম ২০০৯-১০ ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিবন্ধের পরিসংখ্যানে তখন চিন্তা করলাম আসলেই কি হবে? হলো। সম্পাদনায় পরিবর্তন লক্ষ্য করলাম অর্থাৎ ম্যাজিকের মতো কাজ করলো। খুব সুন্দর হয়েছে! তবে, (ক) ব্যাটিং - গড় (১১৪,০০) হচ্ছে; সর্বোচ্চ স্কোর-এর পরিবর্তে সর্বোচ্চ লিখলেই হবে। (খ) বোলিং - ওভারে কমা ঠিক আছে কিন্তু গড় (২৫,২৫) হচ্ছে; ইনিংসে সেরা-এর পরিবর্তে সেরা লিখলেই হবে।

এখন পুণরায় নিবন্ধটি সেভ দিয়েছি। পরিবর্তনগুলো লক্ষ্য করুন। - Suvray (আলাপ) ১৪:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)

এখন ঠিক আসবে। --আফতাব (আলাপ) ১৪:৫০, ১৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)

টেমপ্লেটের সমস্যা

সুব্রতদা, কেমন আছেন? আশা করি ভালই আছেন। অনেক দিন পরে উইকিতে আসলাম। খার্তুম নিবন্ধের মানচিত্রের সমস্যাটি সংশোধন করতে গিয়ে দেখলাম যে উইকিতে কিছু পরিবর্তন হয়েছে। উদাহরণ হিসেবে, আমি একটি টেমপ্লেট:Location map সুদান তৈরি করতে চাচ্ছিলাম কিন্তু কোন ভাবেই তৈরি করতে পারিনি। পরে আমি টেমপ্লেট:অবস্থান মানচিত্র সুদান তৈরি করেছি। কিন্তু "টেমপ্লেট:Location map সুদান" সাথে সংযোগ করতে পারিনি। এটি কিভাবে তৈরি করা যায় অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৯:২১, ২৪ অক্টোবর ২০১৬ (ইউটিসি)

ইয়াহিয়া ভাই, ভালো আছেন নিশ্চয়ই! বহুদিন পর আপনাকে দেখে আনন্দিত হলাম। বর্ণিত সমস্যাটির সমাধান ‘... শুধুমাত্র প্রশাসক এবং tboverride অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীদের জন্য।’ পাতাটি স্থানান্তর করে দিলাম। কোন সমস্যা হলে জানাবেন নিশ্চয়ই। ভালো থাকুন। - Suvray (আলাপ) ০১:৪৪, ২৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
ধন্যবাদ সুব্রতদা। তাহলেতো এখন প্রশাসক বা tboverride হওয়ার জন্য আবেদন করতেই হয়। অনেক সমস্যা হচ্ছে কাজ করতে। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:১৯, ২৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
@Yahia.barie: অনেক দেরীতে উত্তর দিচ্ছি। "টেমপ্লেট:Location map ..." ইচ্ছাকৃতভাবে সুরক্ষিত করে (আটকিয়ে) রাখা হয়েছে। বর্তমানে "টেমপ্লেট:Location map ..." আর কাজ করে না। সব টেমপ্লেট ও মডিউলকে সেভাবে করে নেয়া হয়েছে। আপনাকে অবশ্যই টেমপ্লেট:Location map অংশটুকু বাংলায় লিখতে হবে। আপনি যতই "টেমপ্লেট:Location map ..." দেন না কেন, মডিউল:অবস্থান মানচিত্র "টেমপ্লেট:অবস্থান মানচিত্র ..." বা "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/..." নামে পাতা খুঁজবে (function p.getMapParams), যদি এই নামে কোন পাতা মডিউল খুঁজে না পায় তাহলে ত্রুটি দেখাবে। আপনি খেয়াল করবেন যে সমস্ত "টেমপ্লেট:Location map ..." কে "টেমপ্লেট:অবস্থান মানচিত্র ..." নামে ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। --আফতাব (আলাপ) ১৪:৫৯, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)
ধন্যবাদ আফতাব ভাই।--- ইয়াহিয়া (আলাপ) ১০:৪৯, ২০ আগস্ট ২০১৭ (ইউটিসি)

অনুবাদ পরীক্ষা

সম্ভব হলে ব্যবহারকারী:Aftabuzzaman/অনুবাদের খাতা একবার দেখে দিবেন। --আফতাব (আলাপ) ১৮:০৮, ২৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)

ধন্যবাদ। ও হ্যাঁ, এটির দ্বারা বাংলা উইকির জন্য $linkTrail নামক একটি বিশেষ বৈশিষ্ট্য সক্রিয় করা হয়েছে যা আগামীকাল থেকে কাজ করবে। এটি বর্গাকার বন্ধনীযুক্ত উইকি সংযোগের সাথে লেখা থাকলে তা সক্রিয়ভাবে সংযোগে যুক্ত করে দিবে। উদা: [[ঢাকা]]র → যা আগামীকাল থেকে এখনকার [[ঢাকা|ঢাকার]] মত ফলাফল দিবে। --আফতাব (আলাপ) ১৫:৫৬, ৩০ নভেম্বর ২০১৬ (ইউটিসি)

হড়গ্রাম ইউনিয়ন

এই পাতাটি কেন সরানো হয়েছে — Simulreza (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আলোচ্য নিবন্ধের বিষয়বস্তু সনাক্ত করার জন্য যথেষ্ট পরিমান তথ্য ছিল না। তাই, পাতাটি সরানো হয়েছে। - Suvray (আলাপ) ১৪:১৯, ২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

মতামত

প্রিয় Suvray দা, উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/টেমপ্লেটের নাম, প্যারামিটার, ও অন্যান্য কারিগরী সেটিংসের বাংলাকরণ#টেমপ্লেটের প্যারামিটার ইংরেজিতে রাখা প্রস্তাবে কিছু সংশোধনী আনা হয়েছে। যে কারণে আপনি, আমি ও অন্যরা আপত্তি জানিয়েছে তা বাতিল করা হয়েছে। এখানে নিয়ম করে বাংলাকে একেবারেই বাদ দেয়ার চিন্তা করা হয়নি। আমি আপনার ভোট পুনঃপর্যালোচনা করতে অনুরোধ করছি। --আফতাব (আলাপ) ১৬:৪৮, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

দলগত কাজের পদক
উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:১৫, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

সুন্দর এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় আপনাকেসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। - Suvray (আলাপ) ১২:২৯, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

আইপি বাধা প্রসঙ্গে

সুব্রতদা, আশাকরি ভালো আছেন। আপনি সম্প্রতি 180.234.30.211 আইপিকে একদিনের জন্য বাধা দিয়েছেন কিন্তু আমি আইপির সম্পাদনা থেকে বাধা দেওয়ার মত কিছু খুঁজে পেলাম না। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৫, ১৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

নাহিদ ভাই, বিষয়টি সম্পর্ক তুলে ধরায় ও নজর রাখার জন্য আপনাকে ধন্যবাদ। লক্ষ্য করুন [১] যাতে তামিল ভাষার কোন সম্পর্কই ছিল না যা বিভ্রান্তি সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করেছে! আর না বুঝে কিন্তু আইপি বাধাদান করিনি!! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৫:২৮, ১৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
ধন্যবাদ সুব্রত দা। কিন্তু, ব্যবহারকারীর এই সম্পাদনাটি ভুল হয়নি বা কমপক্ষে বাধা দেওয়ার মত নয়। হয়ত, এই ভাষাটি এই নামের সাথে যায় না কিন্তু আপনি এই এক সম্পাদনার জন্য কোন ব্যবহারকারীকে বাধা দিতে পারেন না। আপনি বাধাদানের পূর্বে সতর্কও করেননি। সবচেয়ে বড় ব্যাপার হল, বাধা দিয়েছেন আলাপ পাতা এক্সেসও বাতিল করে। তাহলে ব্যবহারকারী নিজের যদি মতামত থাকে তাহলে তুলে ধরতে পারবেন না। ব্যবহারকারী কিন্তু একটি নতুন নিবন্ধও শুরু করেছে, সেটাতে আপাতত কোন ভুল নেই। মোটের উপর, এই বাধাদান আমার মতে ঠিক হয়নি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৩৫, ১৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
যদি নির্দিষ্ট অঞ্চলের বিশেষতঃ ইংরেজিভাষী এলাকার হয়ে থাকে, তাহলে ইংরেজি; আর যদি হিন্দি, উর্দু, তামিল বা অন্য যে-কোন অঞ্চলে জন্মগ্রহণ করতেন তাহলে তা ঐ নির্দিষ্ট ভাষারই হতো! এখানে এই সম্পাদনাটি আপনার দিক থেকে বোঝার ভুল হয়েছে। আর আমার দিকে তা বাধা দেয়ার মতো! ব্যবহারকারী যদি অতি-উৎসাহী হয়ে থাকেন, তাহলে তাকে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেয়া যেতে পারে। যদি তিনি ইতোমধ্যে নতুন নিবন্ধ শুরু করেন, তাহলে তো বাধাদান তুলে নেয়া যেতেই পারে। না-কি বলেন? বাধা তুলে নিলে আমার দিক থেকে কোন আপত্তি নেই। আবারও ধন্যবাদ আপনাকে! - Suvray (আলাপ) ১৫:৪৫, ১৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
সুব্রত দা, ব্যক্তি যে অঞ্চলের সে অঞ্চলের ভাষায় নাম থাকলেও থাকতে পারে ও অন্য অঞ্চলের ভাষা দেওয়া উচিত নয় সাধারণত, সেটা আমি জানি ও এখানে তা বুঝেছি। ব্যাপারটি হল, এই এক সম্পাদনার জন্য তার কমপক্ষে সতর্কতা ছাড়া হার্ড ব্লক প্রাপ্য নয়। যাইহোক, বাধা তুলে নেওয়া বা না নেওয়ার ব্যাপারটি আপনার উপর। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৩, ১৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

Mini TTT and MWT Kolkata 2017

সুধী, পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ানরা আগামী ৭ ও ৮ জানুয়ারী ২০১৭ কলকাতায় একটি উইকি ওয়ার্কশপের আয়োজন করছে। যদি আপনি কলকাতা বা নিকটবর্তী স্থানে থাকেন তবে আপনি হয়তো আগ্রহী হতে পারেন, অনুগ্রহপূর্বক দেখুন meta:Mini TTT and MWT Kolkata 2017. ধন্যবাদান্তে, --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ১৯:৫৮, ২৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

@Titodutta: টিটো বাবু, ধন্যবাদ আপনার আমন্ত্রণ বার্তার জন্যে! আসলে আমি বাংলাদেশী। সুতরাং, আপনার আমন্ত্রণ রক্ষা করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ০৬:২০, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

নতুন বিষয়শ্রেণী স্থানান্তর অনুরোধ যোগ করা প্রসঙ্গে

সুব্রতদা, আপনি নতুন যে অনুরোধটি যোগ করেছেন তার ফরম্যাট ঠিক হয়নি। আপনি এই পরিবর্তনটি দেখলে বুঝতে পারবেন, আমি ঠিক করে দিয়েছি। অনুগ্রহ করে এটার দিকে লক্ষ্য করুন, তাহলে আমার কাজটি অনেক সহজ হয় আর কী! আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বর্তমান চলমান কাজ অনুচ্ছেদে ভুল থাকলেও কোনো পরিবর্তন করবেন না, কারণ ওটার টেক্সট ইতোমধ্যেই বটের কাছে আছে, ম্যানুয়ালি ঠিক না করলে বট আর নতুনটা নেবে না। আর আপনি ছোট একটা সংশোধন করলে আমি নিজেও হয়তো সেটা বুঝবো না। তাই ভালো হবে আপনি যদি ভুলটি জানিয়ে আমার আলাপ পাতায় আমাকে জানান বা নতুন করে ঐটা কাজের অনুরোধ অংশে যোগ করে আমায় আলাপ পাতায় জানান। সেক্ষেত্রে সেটার ওপর আবার বট চালাবো। ধন্যবাদ। — তানভির১৬:২১, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

তানভির ভাই, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। আসলে পরিবর্তনের পূর্বে যতটুকু বুঝেছিলাম, ঠিক ততটুকুই আমি দিয়েছিলাম। তবে, এ পরিবর্তনের পূর্বে যদি উদাহরণটুকু হাইড করে রাখতেন তাহলে আপনাকে এতোটা কষ্ট করতে হতো না! আসলে চলমান কাজের সময় বিজ্ঞপ্তি আসায় বিষয়টি চোখে পড়লো, তাই সংশোধন করেছিলাম। এ বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকবো, কথা দিলাম! আবারও ধন্যবাদ আপনাকে! - Suvray (আলাপ) ১৬:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

শুভ নববর্ষ Suvray!

-- Iqsrb722 (আলাপ) ০৩:৪৩, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

আপনার তৈরি নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Suvray,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পঞ্চকন্যা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - Ibrahim Husain Meraj (আলাপ), বৃহস্পতিবার ১৮:২৯, ০২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

ধন্যবাদ আপনাকে! - Suvray (আলাপ) ১৮:৪৫, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

আপনার তৈরি নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Suvray,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ২০০৫-০৬ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - Ibrahim Husain Meraj (আলাপ), শনিবার ৫:১১, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

পুণরায় ধন্যবাদ আপনাকে! - Suvray (আলাপ) ১৪:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

আপনার তৈরি নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Suvray,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বীরাঙ্গনা: ওম্যান অব ওয়ার নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - Ibrahim Husain Meraj (আলাপ), শনিবার ১৮:১৮, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি ২০০৭-০৮ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Suvray,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ২০০৭-০৮ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান রকি (আলাপ), বুধবার ৩:৫১, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি জাতীয় গ্রন্থাগার নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Suvray,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি জাতীয় গ্রন্থাগার নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ফেরদৌস •, শুক্রবার ২৩:১৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি বাংলাদেশে মানবাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Suvray,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বাংলাদেশে মানবাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - যুদ্ধমন্ত্রী আলাপ, শনিবার ১১:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি ২০০৫ বাংলাদেশ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Suvray,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ২০০৫ বাংলাদেশ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ফেরদৌস •, বুধবার ১৫:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭

সুপ্রিয় Suvray,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৮:৫৪, ১১ মার্চ ২০১৭ (ইউটিসি)

অনুবাদ কি করব?

en:Declaration and forfeiture এখানে forfeiture এর অনুবাদ কি করব? বাজেয়াপ্তকরণ/জব্দ? এই নিবন্ধটি অন্য যে চারটি ভাষায় অনুবাদ হয়েছে সেখানে হিন্দিতে করা হয়েছে ঘোষণা ও জব্দ, বাকী ভাষাগুলি শুধু ঘোষণা (ক্রিকেট) করেছে। --আফতাব (আলাপ) ২০:৪৮, ২০ মার্চ ২০১৭ (ইউটিসি)

ধন্যবাদ আফতাব, এ বিষয়ে আগ্রহ ব্যক্ত করায়! মূলতঃ এটি ক্রিকেটীয় পরিভাষা। অধিকাংশেরই বাংলা প্রতিবর্ণকরণ একই (যেমন: ইনিংস, ব্যাটিং অর্ডার, রান, উইকেট ইত্যাদি) যার সঠিক বাংলা অর্থ নেই। ঐ দৃষ্টিকোণে ও স্বীয় দৃষ্টিভঙ্গীতে এটি শুধুই ডিক্লেয়ার হবে যা সংক্ষেপে ডি.-রূপে উল্লেখ করা হয়ে থাকে! আর বাদ-বাকী বিভিন্ন শব্দ কিংবা শব্দগুচ্ছকে রিডাইরেক্ট করে দিলেই চলবে। এমনকি ঘোষণাকে (যদিও তা বাংলা) রিডাইরেক্ট করতে হবে! - Suvray (আলাপ) ১৬:৩৬, ২১ মার্চ ২০১৭ (ইউটিসি)
এটা ঠিক যে অধিকাংশেরই বাংলা (অফিসিয়ালভাবে) প্রতিবর্ণকরণ নেই ও সেই অধিকাংশগুলি ইংরেজিতে ব্যবহার হয়। তবে আপনি দেখে থাকবেন যে বেশ কয়েকটি শব্দ আমরা (টিভি, রেডিও, পত্র-পত্রিকাতে) নিয়মিত বাংলায় ব্যবহার করি (যেমন: অর্ধ-শতক, শতক, দ্বিশত, উইকেট-রক্ষক, অধিনায়ক, সীমানা, ছয়, চার ইত্যাদি)। তাঁর মধ্যে এটি (ঘোষণা) একটি। গুগল সন্ধানে আমি এটির (ইনিংস ঘোষণা) পক্ষে প্রায় ৩,৭২,০০০টি ফলাফল পেলাম, অন্যদিকে ডিক্লেয়ারের পক্ষে মাত্র ৭,৮৬০টি ফলাফল। তুলনা এই জন্য দিচ্ছি যে বাংলায় এই পরিভাষাটি (ঘোষণা) অধিক ব্যবহৃত। তাই আমি অন্য উইকিপিডিয়ার মত এটি ঘোষণা (ক্রিকেট) করার পক্ষে। অন্তত যে কয়েকটির পরিভাষা পাওয়া যায় সেগুলি বাংলাতেই রাখার জন্য। --আফতাব (আলাপ) ১৭:০২, ২১ মার্চ ২০১৭ (ইউটিসি)

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

সুপ্রিয় Suvray,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)

আমন্ত্রণ

দাদা, কেমন আছেন? কাল শুক্রবার কুমিল্লায় একটি উইকিপিডিয়া কর্মাশালা হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। আসলে খুশি হবো। -Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:২৭, ৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

ভাই, ভালো আছি! খুবই ইচ্ছে ছিল যোগদানের! কিন্তু, প্রস্তুতিপর্ব, সময়, কর্মব্যস্ততা আমার প্রতিকূলে অবস্থান করছে। সুতরাং, ....। হয়তো দেখা হবে পরবর্তীতে, কোন একদিন! আন্তরিকভাবে আশাবাদী, কর্মশালাটি সুন্দরভাবে ও সুচারুরূপে সম্পন্ন হবে। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৪:৩৭, ৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

দলগত কাজের পদক
সুপ্রিয় Suvray,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১:০৯, ১০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় আপনাকেও সবিশেষ অভিনন্দন এবং ঈদ মোবারক জানাচ্ছি। এছাড়াও নির্ধারিত পুরস্কারসহ (@Bodhisattwa:) ২০১৫ সালের উইকিপিডিয়া এশীয় মাসের মনোরম একটি পোস্টকার্ড পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। - Suvray (আলাপ) ১১:০৯, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)

ঈদ মোবারক

এই ঈদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৯:০৮, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)
আপনাকেসহ উইকি পরিবারের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। - Suvray (আলাপ) ১১:১২, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

বিশেষ পদক
প্রিয় দাদা, আপনার ১০০ উইকিদিবসের পদযাত্রা শুভ হোক। মেরাজ (আলাপ) ১৫:১৮, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)
আপনাকেসহ উইকি পরিবারের সকল ১০০ উইকিদিবস পালনকারীকে সবিশেষ অভিনন্দন জানাচ্ছি। - Suvray (আলাপ) ১৫:২৮, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)

সংশোধনী: আপনার সম্পাদনা সারাংশ ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। সঠিক কোড হবে এটি: [[:meta:100wikidays|......]] আফতাব (আলাপ) ২০:৪০, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)

প্রয়োজনীয় সংশোধন করেছি! চাঁদের কলঙ্ক আবিষ্কারের জন্য আপনাকেও অভিনন্দন এবং ১০০ উইকিদিবস পালনকল্পে নিজেকে মেলে ধরবেন বলে আন্তরিকভাবে আশাবাদী! - Suvray (আলাপ) ১২:৪৪, ২ জুলাই ২০১৭ (ইউটিসি)

{{subst:tfdnotice|1=বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক}} ~মহীন (আলাপ) ০৮:০০, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)

৫০,০০০ সম্পাদনার পদক

৫০,০০০ সম্পাদনার পদক
বাংলা উইকিপিডিয়ায় সর্বপ্রথম উইকিপিডিয়ান হিসেবে ৫০,০০০ সম্পাদনার মাইলফলক স্পর্শ করার আপনাকে ৫০,০০০ সম্পাদনার পদকটি দিলাম। আফতাব (আলাপ) ১৮:৪১, ২১ আগস্ট ২০১৭ (ইউটিসি)
দাদা, আমার পক্ষ থেকেও শুভেচ্ছা গ্রহণ করুন। ৫০,০০০ ক্লাবের আপনিই প্রথম ব্যক্তি হিসেবে বাংলা উইকিপিডিয়ার ইতিহাসে ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩৮, ২১ আগস্ট ২০১৭ (ইউটিসি)

ব্যক্তিগত সাফল্য নয়, বরঞ্চ উইকি পরিবারের সকলের আন্তরিক সহায়তার ফলেই এ দূরূহ অর্জনটি সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি; পাশাপাশি উইকি’র প্রতি সুগভীর আগ্রহ, ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধও বোধকরী এর জন্য অনেকাংশে দায়ী! সবিশেষ ধন্যবাদ জানাই - সুতীক্ষ্ণ নজরের অধিকারী আফতাবনাহিদ ভাইকে। এছাড়াও, মেরাজ ভাইসহ অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, উইকি’র ভিতরে-বাইরে, অন লাইনে-অফ লাইনে সর্বাত্মক সহায়তা করেছেন যার যতটুকু করণীয় বা সাধ্যি নিয়ে; যা কেবলমাত্র বাংলা উইকিপিডিয়ার ন্যায় বন্ধুসূলভ পরিবেশেই সম্ভবপর।

আন্তরিকভাবে আশাবাদী যে, ১,০০,০০০ সম্পাদনার পদকের সাথে অন্য কেউ সংযুক্ত হবেন। অত্র পদকটি বাংলা উইকিপিডিয়া পরিবারের সকলের তরে উৎসর্গ করছি। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভুল-শুদ্ধ, জানা-অজানা ইত্যাদি অনেকগুলো বিষয়সহ লোড-শেডিং, সিস্টেম বিড়ম্বনা, নেট স্লো-কে সাথে নিয়ে উইকিতে পার করেছি প্রায় সাত বছর; গত হয়ে গেছে জীবনের অনেকগুলো দিন ও সময়, চালশে এসেছে এ আঁখিতে যার বর্ণনা রয়েছে অমিয় বাণীটিতে - Suvray (আলাপ) ১৫:১০, ২২ আগস্ট ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

নিরলস অবদানের পদক
কি অপরিসীম ধৈর্য্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তা ভাবলেও অবাক লাগে। আর এই ৫০,০০০ সম্পাদনার মধ্যে আবার ২,৯২১ নতুন নিবন্ধ সম্পাদনা আছে। এটাও কিন্তু বাংলা সম্প্রদায়ের মধ্যে সর্বোচ্চ :)

এভাবেই চলতে থাকুক পথচলা। আর সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা রইলো এই হাসিখুশি মানুষটা দীর্ঘ দিন মানুষিক, শারীরিক দিক দিয়ে সুস্থ রাখুক। মেরাজ (আলাপ) ০৪:৩৫, ২২ আগস্ট ২০১৭ (ইউটিসি)

মেরাজ ভাই, এতো পদক রাখি কোথায়, আপনিই বলুন। এক অনুচ্ছেদ উপরেই আফতাব ভাইনাহিদ ভাই বার্তা রেখেছেন। আবার, এরও একটু উপরেই আপনার পদক! সে যাই হোক, আপনার অকৃত্রিম ও আন্তরিকতাপূর্ণ সুগভীর ভালোবাসা বাংলা উইকি পরিবারকে ভালোবাসারই সুন্দর প্রতিচ্ছবি ও প্রতিফলন। আন্তরিক আশাবাদী যে, আপনি-সহ প্রত্যেকেই উইকি সম্প্রসারণে, গ্রহণযোগ্যতা বৃদ্ধিকল্পে যথাসম্ভব এগিয়ে আসবেন স্বতঃস্ফূর্তভাবে, স্ব-মহিমায়। অজস্র ধন্যবাদ আপনাকে! Suvray (আলাপ) ১৫:১৮, ২২ আগস্ট ২০১৭ (ইউটিসি)

সুব্রতদা, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন ধরে নিয়মিত এভাবে কাজ করে যাওয়াটা সত্যিই অনুপ্রেরণা যোগায়। লক্ষ সম্পাদনার শুভেচ্ছা জানানোর জন্য প্রতীক্ষায় রইলাম! আপনার জন্য অনেক অনেক শুভকামনা। — অংকন (আলাপ) ২৩:৩৫, ২৩ আগস্ট ২০১৭ (ইউটিসি)
নিষ্কলুষ ভালোবাসার জুড়ি মেলা ভার! আন্তরিকভাবে আশাবাদী যে, এ সুদূর পরাহত ও অসম্ভব কাণ্ডটি অন্য যে-কোন ব্যবহারকারী ঘটাবে! অঙ্কন, চমৎকার মন্তব্যের জন্যে অজস্র ধন্যবাদ তোমায়। - Suvray (আলাপ) ০১:৪৮, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

নিরলস অবদানের পদক
সুপ্রিয় সুব্রতদা, খুব বেশী কিছু বলবো না। আপনার এ প্রাপ্তি নিজের বলেই বোধ হচ্ছে। অনেক আনন্দিত হয়েছি। আপনার এই নিরলস অগ্রযাত্রা অব্যহত থাকুক। ফেরদৌস১৪:০১, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)
ঠিক আছে, ফেরদৌস ভাই, আমিও কিছু লিখবো না; তবে ভাষাগুলোর মাঝে বেশ আবেগ-অনুভূতি রয়েছে; বেরিয়েছে ভীষণ সুগন্ধও, যেমনটি করে থাকেন শব্দ তরঙ্গে! তারুণ্যে উজ্জ্বীবিত মনতো, দেখা যাক, কতটুকু এ আঁখি গ্রহণ করতে পারে, দিতে পারে এ ধরিত্রীকে!! আসলে, আপনার কিংবা আপনাদের সফলতাকে নিজের বলে ভাবাটা সত্যিকার অর্থেই বোধহয় নিঃস্বার্থপরতার ন্যায় অর্থাৎ, আমরা-আমরাইতো; তা নয় কি!!! ভালো থাকুন সবসময় ... - Suvray (আলাপ) ১৪:১৮, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)

তথ্যসূত্রের ভাষা বাংলা না হলে

অনেক দিন থেকে বিষয়টা বলব ভাবছি। তথ্যসূত্রের একটি নিয়ম আছে তা হল তথ্যসূত্রের ভাষা বাংলা না হলে তা উল্লেখ করে দেয়া। আপনি তা দেন না। এখন থেকে তথ্যসূত্রের সাথে এটি যোগ করে দিয়েন: |language=en অথবা |language=ইংরেজিসম্পাদনা বাক্সের অনুসন্ধান ও প্রতিস্থাপন ব্যবহার করে এটি পুরো নিবন্ধের সব সূত্রে যোগ করা যায়। --আফতাব (আলাপ) ১৮:৫৯, ৩০ আগস্ট ২০১৭ (ইউটিসি)

জ্ঞাত করানোয় সবিশেষ ধন্যবাদ। - Suvray (আলাপ) ১১:১৬, ৩১ আগস্ট ২০১৭ (ইউটিসি)

বিশুদ্ধ উচ্চারণ

দাদা, শুভেচ্ছা নিয়েন। হিন্দু দেবতাদের সাথে সংশ্লিষ্ট মন্দিরগুলোর ইংরেজি উচ্চারণ ও বাংলা উচ্চারণগত বেশ পার্থক্য দৃষ্ট হচ্ছে ভুবনেশ্বরের মন্দির তালিকায়; ফলে তৈরিকৃত নিবন্ধগুলোও ব্যবহারিক বানানের সাথে ভিন্নতা প্রদর্শন করছে। ইংরজী হতে বাংলায় অনুবাদে আপনার সদয় সহায়তা কামনা করছি। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ০৬:৩৩, ১৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

আশিক ভাই, ভালো আছেন নিশ্চয়ই। মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ। টেমপ্লেটটি হিন্দু ধর্মীয় ও ভারতের ভুবনেশ্বরের। এতে হাত না দিলেও আগ্রহ থাকাসাপেক্ষে অর্ণবদা, জয়ন্তদা কিংবা বোধিদা হাত বুলাবেন হয়তো! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ০৭:১৪, ১৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

৩ হাজার নিবন্ধ

৩ হাজার নিবন্ধের পদক
গুণে গুণে ৩ হাজার নিবন্ধ তৈরি ফেললেন। তাই আপনাকে এই পদকটি দিলাম। আফতাব (আলাপ) ০০:৩২, ১১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
মাইলফলকের বিষয়ে জ্ঞাত করানোয় আপনাকে-সহ উইকিপিডিয়ার প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও শীতকালীন মিষ্ট শুভেচ্ছা জানাচ্ছি - Suvray (আলাপ) ১৫:০৪, ১১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

সদাশিব সিন্ধে

দাদা, এই সদাশিব সিন্ধে নিবন্ধে নামের বানানটি একটু যাচাই করবেন প্লিজ! আমার মনে হয় সিন্ধে বানানটা শিন্দে হবে। উইকিতে শিন্দে বানানে আরও দুটি নিবন্ধ আছে (শিল্পা শিন্দে এবং সায়াজী শিন্দে) এবং মারাঠি ভাষায় 'সদাশিব ?-এর বানান এবং উক্ত দু'টির বানান একই (शिंदे)। এছাড়াও জ্ঞানপতরাও বানাটি গণপতরাও হবে বলে মনে করছি। ধন্যবাদ! পরমাণু আলাপ ১১:০১, ২৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

ধন্যবাদ আজিজ ভাই, বিষয়টি সম্পর্কে অবগত করানোয়! আসলে বাংলাদেশী তো! তাই যথাসাধ্য চেষ্টা করি নির্ভুলভাবে নিবন্ধের শিরোনাম রাখার জন্যে; তবে নবসৃষ্ট ভারতীয় নিবন্ধের বিষয়ে যদি দায়িত্বশীল ও নিয়মিত ব্যবহারকারী হিসেবে পরিচিত @Jayantanth:, @Titodutta:@Bodhisattwa: যৎকিঞ্চিৎ নজর রাখতেন ও সংশ্লিষ্ট আলাপ পাতায় বক্তব্য রাখতেন - তাহলে হয়তো মূল্যবান সময় নষ্ট হতো না। এছাড়াও বাংলা উইকিরও উত্তরোত্তর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতো। এ বিষয়ে তাঁদের বক্তব্য আশা করছি। - Suvray (আলাপ) ১১:৪২, ২৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
@Suvray:, গত দুই বছর ধরে উইকিসংকলনে বেশিরভাগ সময় কাটে বলে উইকিপিডিয়াতে খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:১০, ২৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
দাদা, 'বাংলাদেশী মানে বানান ভুল' এইরকম ধারণা আমার কক্ষণও নয়। যাইহোক @Bodhisattwa:দাও কিছু বললেন না, আর আমি আর একটা আবদার নিয়ে হাজির হলাম; যে "সুভাষ গুপ্ত" নিবন্ধটির শিরোনাম "সুভাষ গুপ্তে" হবে এবং সম্পূর্ণনামের বানান অংশের "পাণ্ডহরিনাথ" মারাঠি ভাষায় "पंढरीनाथ" যার বর্ণান্তর করলে দাঁড়ায় "পণ্ঢরীনাথ"; এবং ব্যক্তি নামের ক্ষেত্রে এটিই ব্যবহার করা উচিৎ মনে করি। অন্যান্যদের মতামতের আশায় রইলাম। পরমাণু আলাপ ১৮:৫৮, ২৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
ভাই, তোমার মিষ্ট বক্তব্য ও সহজ সরল স্বীকারোক্তি আমায় মুগ্ধ করেছে। পরবর্তী নিবন্ধের নামটি অনেকাংশ গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত—গুপ্তা (লিঙ্গান্তর) অনুসরণে করা হয়েছে। একেতো বেলা বয়ে যাচ্ছে, চালশে এসেছে চোখে! ফলে বিজ্ঞ /অভিজ্ঞদের উচিৎ সংশোধনে এগিয়ে আসা; সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতার সদ্ব্যবহার করা!- Suvray (আলাপ) ০৩:৪০, ২৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
দাদা, আপনার আলাপ পাতা ব্যবহার করছি; এজন্য বিরক্তিবোধ করবেন না প্লিজ। আপনি বলেছেন যে আপনি "গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত এবং লিঙ্গান্তর করে গুপ্তা" অনুসরণ করেছেন; কিন্তু আমারর যতটুক জানা তাতে, গুপ্ত এবং গুপ্তা দুটোই ইংরেজিতে "Gupta" লেখা হয়। লিঙ্গান্তর অর্থাৎ নারী ক্ষেত্রে গুপ্তা এবং পুরুষ ক্ষেত্রে গুপ্ত এটা আমার মতে সঠিক নয়; বরং আপনি খেয়াল করলে দেখবেন, "উত্তর ভারতীয় ক্ষেত্রে গুপ্তা এবং পূর্ব ভারতীয় ক্ষেত্রে গুপ্ত" ব্যবহার হচ্ছে। কিন্তু Subhash Gupte মারঠি ব্যক্তি; আর বর্তমানে মহারাষ্ট্রে অবস্থান করার ফলে যেটুক আঁচ করেছি তাতে মারাঠি নামের পদবীতে শেষে "এ/ে"-যোগের প্রবণতা লক্ষ করেছি; যেমন - শিন্দে, ভোঁসলে, পুরন্দরে, ওয়াগলে, কালুংখে, সালুংখে, অগাসে ইত্যাদি। আবাও অপেক্ষারত --পরমাণু আলাপ ০৬:৪৭, ২৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
 করা হয়েছে। যদি আরও কোন আপত্তি থাকে, তাহলে নিঃসঙ্কোচে অবগত করাবে। - Suvray (আলাপ) ১৫:০৯, ২৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ!

সুধী,
শভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি (আজাকি) বিভাগটি পুনরায় সক্রিয় করার জন্য কাজ করছি এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজীকরণ করেছি। এই বার্তাটি যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরি করে থাকেন তাদের সবাইকে ‘আজাকিতে’ নিবন্ধ মনোনয়নে উৎসাহিত করার জন্য প্রদান করছি। আপনি প্রায়শই নতুন নিবন্ধ তৈরি করে থাকেন সুতরাং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা সক্রিয় রাখতে আপনাকে আজাকিতে নিবন্ধ মনোনয়ন বা পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনার সম্পাদনা শুভ হোক :) -- নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৮:৩১, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।

ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ২১:১৬, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)

উইকিভ্রমণে নিবন্ধ অনুবাদে সাহায্য চাচ্ছি

সুব্রতদা, বাংলা উইকিভ্রমণের জন্য কয়েকটি নিবন্ধ অনুবাদে আপনার সাহায্য চাচ্ছি। সম্প্রতি আমি বাংলা উইকিভ্রমণ চালু করতে ভাষা কমিটির একজনকে বলেছিলাম, উক্ত কমিটির সদস্য আমাদেরকে আগে ৪০০ নিবন্ধ তৈরি করতে বলেছে। ৪০০ নিবন্ধ হতে বাংলা উইকিভ্রমণের আরো ৬৯টি নিবন্ধ দরকার। আপনি যদি ৪-৫টি নিবন্ধ অনুবাদ করে সাহায্য করেন তবে আমাদের কাজ আরো দ্রুততর হবে।

  • প্রথমে এখানে যান। বাম দিকে পার্শদণ্ডে "Set language: বাংলা" ও "Set Wy/bn as your test project" এই দুটিতে ক্লিক করুন।
  • এবার বাংলা উইকিতে যেমনভাবে নিবন্ধ বানান, ঠিক সেইভাবে নিবন্ধ সেখানে বানান। (এটি ইনকিউবেটরে থাকায় নিবন্ধের শিরোনামে Wy/bn/ দিয়ে শুরু হবে, যেমন "Wy/bn/লালবাগ কেল্লা")

টেমপ্লেট কাজ করুক বা না করুক, আপনি টেমপ্লেটের ভিতরের অংশ শুধু অনুবাদ করে দিয়েন। বেশী বড় আকারের নিবন্ধ অনুবাদ করতে হবে না। মাঝারি আকারের করলেই হবে। যেমন: https://en.wikivoyage.org/wiki/Travel_advisories https://en.wikivoyage.org/wiki/Warth_and_Schr%C3%B6cken

--আফতাব (আলাপ) ১৭:২৫, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

আপনার ইমেইলের উত্তর দিয়েছি। --আফতাব (আলাপ) ১৫:০৮, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

ইনফোবক্স তথ্যছক

সুব্রত দা, বাংলায় আমরা তথ্যছক বলি, ইনফোবক্স বলি না। আপনি যেটা সম্পাদনা সারাংশে দেন আরকি। কয়েকবার এটা (তথ্যছক) ব্রাউজারে লিখলে পরবর্তীতে ব্রাউজার আর স্বয়ং-পূরণ হিসেবে সারাংশ দিতে ইনফোবক্স দেখাবে না। --আফতাব (আলাপ) ১৬:৫১, ২৭ জুন ২০১৮ (ইউটিসি)

সচেতন করানোয় ধন্যবাদ ভাই। বহুদিনের অভ্যাস কি-না! - Suvray (আলাপ) ১৬:৫৯, ২৭ জুন ২০১৮ (ইউটিসি)

যোগাযোগের অনুরোধ

সুব্রতদা,
আশা করি ভালো আছেন। দীর্ঘদিন পরে উইকিপিডিয়ায় এসে যোগাযোগ করছি। কম্পিউটার বিজ্ঞানের একজন ছাত্র আমার সাথে কোনো একটা বিষয়ে যোগাযোগ করেছে, যে বিষয়ে আমার মনে হয়েছে আপনি তাঁকে সহায়তা করতে পারেন। যদি অনুগ্রহ করে আমাকে ফেসবুকে একটা ম্যাসেজ পাঠান, তার উত্তরে বিস্তারিত বলতাম।

অপেক্ষায় থাকলাম। —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ০৪:০৪, ২ জুলাই ২০১৮ (ইউটিসি)

সম্পাদনা করা বিষয়ে

আমি কি আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপ টেমপ্লেটিতে সম্পাদনা করতে পারবো জনাব সুব্র? জানালে উপকৃত হই কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১৮:১২, ৮ জুলাই ২০১৮ (ইউটিসি)

অবশ্যই পারেন! আর, আমি সুব্রত; সুব্র নই!! - Suvray (আলাপ) ০০:০১, ৯ জুলাই ২০১৮ (ইউটিসি)

ইদ মোবারক!

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:৩৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)

সাহায্য:চিত্রের বিবরণের পাতা

@Suvray: আপনি আমাকে জানাবেন কি, যে আমরা সম্পাদিত সমস্ত সংস্করণ কে কেনো বাতিল করা হয়ছে। জনি (আলাপ) ১৮:১৩, ২২ আগস্ট ২০১৮ (ইউটিসি)

কেন জানবেন না? মূলতঃ অনিচ্ছাকৃতভাবে আঙ্গুলের চাপে এটি হয়েছে ১৮:০৫-এ যা ভুল সংশোধনককল্পে ১৮:০৭-এ রোলব্যাক করা হয়েছে ও স্বাভাবিক গতিতে এগুচ্ছে! - Suvray (আলাপ) ১০:৪০, ২৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)

অনভিপ্রেত বার্তা আমার আলাপ পাতায়

মাননীয় প্রশাসক, জনৈক ব্যবহারকারী:সায়েদ হোসেন আমার আলাপ পাতায় একটি অনভিপ্রেত এবং কুরুচিকর বার্তা দিয়েছেন। আমি কি ওনাকে ব্লক/রিপোর্ট করতে পারি? আমি ওনার বার্তার স্ক্রিনশট নিয়ে রেখেছি। ধন্যাবাদান্তে, Asmita comp (আলাপ) ১১:০২, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

Asmita comp ইতোমধ্যে ব্যবহারকারী:সায়েদ হোসেন কে ১ সপ্তাহ মেয়াদের জন্য বাধাদান (ব্লক) করা হয়েছে। ফেরদৌস১২:৪২, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

ধন্যবাদ সুধী. Asmita comp (আলাপ) ১৮:২৭, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

অধিকার আবেদন পর্যালোচনা প্রসঙ্গে

শুভেচ্ছা নিবেন,আমি গতকাল উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষণ এ আবেদন করেছিলাম।কিন্তু এখন পর্যন্ত এটি পর্যালোচিত হয় নি।আপনি যেহেতু বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক তাই আপনাকে এটি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।ধন্যবাদ হিমু (আলাপ) ০৩:২৬, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

@Suvray: আমার বর্তমান নিবন্ধ সংখ্যা ৭২ টি,আপনি যেটা পূর্বাবস্থায় ফেরত আনছেন সেটা আগের সম্পাদনা ছিলো।হিমু (আলাপ) ০৪:০২, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
@Suvray: আমি পুনরায় আবেদন করেছিলাম,গতকালহিমু (আলাপ) ০৪:০৫, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
আপনার আলাপ পাতায় ব্যাখ্যা দেয়া হয়েছে! - Suvray (আলাপ) ০৪:১০, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
@Suvray: আমি বলতে চাচ্ছি যে,আমার সম্পাদনা যেটা রোলব্যাক করছেন সেটা ছিলো প্রায় একমাস পূর্বের আবেদন কিন্তু গতকাল এর আবেদনটাও কিন্তু মুছে গেছে।তাই বললাম।হিমু (আলাপ) ০৪:১৩, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
একমাস আগের নয়, এ মাসের প্রথম সপ্তাহে করা হয়েছে। পূর্বেকার আবেদনটি [ইতিহাস দেখুন] অংশে রয়েছে। প্রয়োজনে সেখান থেকে কপি-পেস্ট করতে পারেন! - Suvray (আলাপ) ০৪:১৮, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

নিবন্ধ

আমি গাউডেন ইয়েলসুর পাতা তৈরী করেছিলাম। সব কাজ আমাকেই করতে হত নাকী? আপনিও তো অবদান রাখতে পারতেন! আপনাকে অশেষ ধন্যবাদ!!!!🙁🙁 Sabah Azman Nahean (আলাপ) ০৭:২৩, ১৬ মার্চ ২০১৯ (ইউটিসি)

Orphaned non-free image চিত্র:২০১২ ওএফসি নেশন্স কাপের লোগো.png

⚠

Thanks for uploading চিত্র:২০১২ ওএফসি নেশন্স কাপের লোগো.png. The image description page currently specifies that the image is non-free and may only be used on Wikipedia under a claim of fair use. However, the image is currently not used in any articles on Wikipedia. If the image was previously in an article, please go to the article and see why it was removed. You may add it back if you think that that will be useful. However, please note that images for which a replacement could be created are not acceptable for use on Wikipedia (see our policy for non-free media).

Note that any non-free images not used in any articles will be deleted after seven days, as described in the criteria for speedy deletion. Thank you. জনি (আলাপ) ০৭:০২, ২৩ মার্চ ২০১৯ (ইউটিসি)

ক্রীড়া পদক

ক্রীড়াপ্রেমীর জন্যে সামান্য একটি উপহার
হে ক্রীড়ামোদী সুব্রত দা, বাংলা উইকিপিডিয়ায় আপনি নিরন্তর ভাবে ক্রীড়াবিদ সম্পর্কিত নিবন্ধ করে চলেছেন তা এক কথায় দাঁড়ানোর বাইরে! আউটস্ট্যান্ডিং! 😊। আপনার এই প্রচেষ্টা অব্যহত থাকুক বাংলা উইকিপিডিয়ার আঙিনায় এই কামনা। ফেরদৌস১০:১৮, ৩ জুন ২০১৯ (ইউটিসি)
অভিনব পদক প্রদানে আপনাকেসহ সংশ্লিষ্ট সকলকে নিরন্তর অভিনন্দন জানাই! একই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকুক সকলেরই মাঝে!! - Suvray (আলাপ) ১২:৪২, ৩ জুন ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

পরিশ্রমী পদক
বাংলা উইকিতে আপনার পরিশ্রম আর আন্তরিকতা দেখে মুগ্ধ। আপনার আলাপ পাতায় অন্য উইকিপিডিয়ানদের ভালোবাসা দেখে ঈর্ষা এবং ভাবনা হয়। পরিশ্রমীদের মূল্যায়ন এভাবেই করতে হয়। আপনারাই নতুনদের জন্যে অনুপ্রেরণা। আশা করি বাংলা উইকিতে অবদান রাখার ক্ষেত্রে আপনার সহযোগিতা পাবো। --দেলোয়ার () • ১৯:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি) ১৬:১৬, ১০ জুন ২০১৯ (ইউটিসি)
ভাই দেলোয়ার, ধন্যবাদ আপনার মূল্যায়ণের জন্যে। যতটুকু সাধ্যে আছে, ঠিক ততটুকুই বিলিয়ে দেবার চেষ্টা চালাচ্ছি। আর সাহায্যের জন্যে কিন্তু কেউ না কেউ এগিয়ে আসবেনই! এখানে পারস্পরিক সহযোগিতা, সময়ের মূল্যায়ণ, উদার দৃষ্টিভঙ্গীই ব্যবহারকারীদেরকে সফলতার দিকে নিয়ে যেতে পারে বলে বিশ্বাস রাখি। আর আপনার নাম কষ্ট করে লিখতে হবে না; শুধুমাত্র চারটি টিল্ডা (~~~~) যোগ করে প্রাকদর্শনে দেখুন আপনার পরিচিতি ফুটে উঠেছে!! - Suvray (আলাপ) ১৭:০১, ১০ জুন ২০১৯ (ইউটিসি)
সুপ্রিয় Suvray,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

একটি চিত্র

@শুভ্র দাদা, এই চিত্রটি আমিই আপলোড করেছিলাম এখন আমিই এটা অপসারণ করতে ইচ্ছুক, আমি ওটাতে 'স্ব-অপসারণ ট্যাগ' (সঃ৭) লাগিয়েছি, উইকিপিডিয়াতে একজন চিত্র আপলোড করলে তার নিজেরই সেই চিত্র মুছে ফেলার স্বাধীনতা নেই কি? পারভেজ সিরাজি (আলাপ) ০৮:৪১, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

সুপ্রিয় পারভেজ সিরাজি ভাই, আপনার জানার আগ্রহের জন্যে ধন্যবাদ! কেবলমাত্র প্রশাসক/বুরোক্র্যাট অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীগণই কোনকিছু মুছে ফেলার অধিকার বহন করেন। আর, আমি শুভ্র নই; সুব্রত রায়। উইকির অগ্রযাত্রায় আপনার ভূমিকা আরো বিকশিত হ-উ-ক!! - Suvray (আলাপ) ১১:৫০, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

আবেদনার্থে

সম্মানিত প্রশাসক আমি কিছুদিন আগে রোলব্যাক অধিকারের জন্য আবেদন করেছিলাম। আমার সম্পাদনা পর্যবেক্ষণ করে ফলাফল দেবেন আশা করছি। —রুহান (আলাপ) ১৪:৫৮, ৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

রুহান ভাই, বার্তার জন্যে ধন্যবাদ। অনুগ্রহপূর্বক আপনার রোলব্যাক অধিকারের আবেদনের বিষয়ে অন্য প্রশাসকের সাথে যোগাযোগ করুন। লক্ষ্যণীয় যে, এ ধরনের আবেদনের জন্যে কোন প্রশাসকের আলাপ পাতায় জানানোর দরকার পড়ে না। পূর্বেকার অর্থাৎ, ২৮ জুলাই, ২০১৯ তারিখে আপনার নিরীক্ষক অধিকারের আবেদনের জন্যেও কি কোন প্রশাসককে জানিয়েছিলেন? আর একটি কথা, আপনি অধিকারের আবেদনে লিখেছেন [আমি আশা করছি এ পদ পেলে উইকিপিডিয়ার বিশ্বকোষীয় মানকে বজায় রাখতে পারব।]। এ ধরনের কোন অধিকারই কিন্তু পদ নয়! ধন্যবাদ - Suvray (আলাপ) ১৪:২০, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)

অগ্রীম শুভেচ্ছা

সুব্রতদা, উইকিতে বট ছাড়াই ৫,০০০ নিবন্ধ যোগ করার মতো অসাধ্য সাধনের পথে আপনার অন্তহীন পথচলায় শুভ কামনা। - Ashiq Shawon (আলাপ) ১৬:৪৯, ৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)

আশিক ভাইজান, বটের প্রসঙ্গ টেনে আনায় মর্মাহত! আপনি-আমি-আমরা রয়েছি কি করতে? ধৈর্য্য মহৎ গুণ! আন্তরিকভাবে আশাবাদী যে, ১০,০০০ নিবন্ধ তৈরির ন্যায় মাইলফলক স্পর্শে আপনার ন্যায় আরও কয়েকজন বিদগ্ধ উইকিপিডিয়ানকে দেখতে পাবো! - Suvray (আলাপ) ১৪:২৫, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)
হাহাহা, দাদা, বট দ্বারা নিবন্ধ তৈরি না-করেও এতোদূর আসা সম্ভব - তাও আবার সাংসারিক মানুষের, এটিইতো বিশাল বিস্ময়কর! ১০ হাজারতো আপনার জন্য ছেলেখেলা - কিন্তু আমরাতো এখনও ৫ হাজরেরই খোয়াব দেখার সাহস করি না! শুভেচ্ছা নিবেন, দাদা - আবারও শুভ কামনা। - আপনার গুণমুগ্ধ Ashiq Shawon (আলাপ) ১৪:৩১, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)

সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান

ব্যবহারকারী:Suvray সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান নিবন্ধটি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই) অনুযায়ী কি রাখা যায়? বইটির উল্লেখযোগ্যতা কতটুকু এবং বইটির লেখক কি সেরকম পরিচিত? উনি শুধুই একজন ব্লগার ছিলেন, লেখক হিসেবে তো পরিচিত নন, তাছাড়া ওনার বই সমকামিতা বই সম্পর্কিত নিবন্ধটিতে শুধু ওনার ব্লগ থেকে তথ্যসূত্র ছাড়া আর অন্য কোনো তথ্যসূত্র দেয়া হয়নি, বইটির নিবন্ধটি নিয়ে পর্যালোচনা করুন

ব্যবহারকারী:Suvray, সুব্রত দাদা অনুগ্রহ করে সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান পাতাটি সম্পর্কে কিছু বলুন, পাতাটি যেই বই সম্পর্কিত সেই বই মোটেও উল্লেখযোগ্য নয় এবং উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই) অনুযায়ী পাঁচটি মানদণ্ডের একটিও বইটির নেই, নিবন্ধ হিসেবে বইটিকে রাখা যায়না, বইটি কোথাও কিনতেও পাওয়া যায়না।
সুপ্রিয় অজ্ঞাত ব্যবহারকারী, এ বিষয়ে অনুগ্রহপূর্বক এখানে আপনার বক্তব্য উপস্থাপন করুন! - Suvray (আলাপ) ১১:৩৯, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

সুব্রতদা, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, এই বেনামী ব্যবহারকারী বিভিন্ন প্রশাসক ও অবদানকারী আলাপ পাতায় এই নিবন্ধটি অপসারণের জন্য ধর্না দিচ্ছেন। যদিও নিবন্ধটি একক নিবন্ধ হিসেবে থাকার যৌক্তিকতা নেই, তাই পাতাটি আমি অভিজিৎ রায়ের পাতায় পুনর্নির্দেশ করেছি, কিন্তু উনি সবাইকে এই পাতাটি সম্পূর্ণরূপে অপসারণের জন্য তাগাদা দিচ্ছেন যা অপ্রয়োজনীয়। — তানভির১১:৪১, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

তানভির ভাই, আগাম ঈদের শুভেচ্ছা! সবকিছুই লক্ষ্য করেছি। পুনর্নির্দেশ, তাগাদা, নিবন্ধ অপসারণের প্রস্তাবনা ইত্যাদি, ইত্যাদি! আবার, যথেষ্ট বিজ্ঞ, অভিজ্ঞ ব্যবহারকারী হওয়া সত্ত্বেও একাউন্টও খুলছেন না তিনি; ব্লক করলেও সমস্যা! ধন্যবাদ আপনাকে বিষয়টি অবগত করানোর জন্যে! - Suvray (আলাপ) ১১:৫৩, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

একটি চিত্র প্রসঙ্গে

@Suvray:, এই চিত্রটি ব্যবহারের যৌক্তিকতা কি? যেখানে চিত্রটি বিষয়ক কোনো নিবন্ধ কিন্তু নেই, চিত্রটি অভিজিৎ রায় পাতাটিতে ব্যবহারের কোনো সুস্পষ্ট কারণও নেই, যৌক্তিকতাও নেই। চিত্রটি কি অপসারণ করে দেওয়া উচিৎ নয়? এইচ রনি (আলাপ) ১১:৫৮, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

এ বিষয়ে নিবন্ধের আলাপ পাতা ব্যবহারসহ আপনার বক্তব্য উপস্থাপন করুন! - Suvray (আলাপ) ১৬:৩৮, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

একটি চিত্র প্রসঙ্গে

@Suvray: এই চিত্রটি উইকিপিডিয়াতে রাখাটা কিভাবে যৌক্তিক, চিত্রটি যে বই সম্পর্কিত সেটার কোনো নিবন্ধ নেই। চিত্রটি কি অপসারণ করা উচিৎ নয়? (চিত্রটি অভিজিৎ রায় পাতাতে ব্যবহার করা হচ্ছিলো) , চিত্রটি এখনো ডিলিট করা হয়নি। চিত্রটি ডিলিট করার অনুরোধ করছি। ইমরান মহবুব (আলাপ) ০৭:১৭, ২৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)

পূর্বোক্ত অনুচ্ছেদ অনুযায়ী অগ্রসর হ-উ-ন! - Suvray (আলাপ) ০৭:২১, ২৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)

বিশেষ:অব্যবহৃত চিত্র

@Suvray:, বিশেষ:অব্যবহৃত চিত্র তে আমার চিত্র রয়েছে, যতগুলো ফাইল পড়ে আছে ওগুলো কি মুছে ফেলা হবে? - 119.30.38.65 (আলাপ) থেকে ০৩:১৭, ২৫ সেপ্টেম্বর ২০১৯ (UTC) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।

সুপ্রিয় অজ্ঞাত ও অভিজ্ঞ ব্যবহারকারী, অনুগ্রহপূর্বক প্রথমে একটু কষ্ট করে চারটি টিল্ডা (~~~~) যোগকরণের মাধ্যমে আপনার নিজস্ব পরিচিতি ঘটাতে হবে। আপনাকে সনাক্তকরণের পরই মুছে ফেলার প্রসঙ্গটি আসবে! ধন্যবাদ আপনাকে - Suvray (আলাপ) ১০:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

একটি চিত্র

@Suvray:, সুব্রত দাদা, এই চিত্রটি আমিই আপলোড করেছিলাম সকপাপেট (ব্যবহারকারী:প্রতিভা মনির) হিসেবে, মাঝখান দিয়ে মহীন ভাই (প্রশাসক) চিত্রটিতে অপসারণ ট্যাগ লাগিয়েছিলেন এবং আমি তার সঙ্গে এই ব্যাপারে আলোচনায় লিপ্ত হয়েছিলাম আর তিনি বলেছিলেন যে একজন ব্যক্তির একাধিক যথার্থ ব্যবহার চিত্র থাকতে পারেনা, একজন ব্যক্তির একাধিক চিত্র উইকিমিডিয়া কমন্সে থাকে, নাহিদ ভাই আমি চিত্রটিতে অপসারণ ট্যাগ লাগিয়েছি (চ৭), চিত্রটি বিডিনিউজ২৪ ডট কম থেকে ডাউনলোড করা, চিত্রটি অপসারণ করে দিন, চিত্রটি পাতাটির ইংরেজি সংস্করণেও নেই, আর চিত্রটি যথার্থ ব্যবহার হিসেবেও মানায় না, এটা উইকিমিডিয়া কমন্সে মানায় কিন্তু ওখানে আপলোড দিলে ওটাও দ্রুত অপসারণের আওতায় পড়ে যাবে। মাধব শাস্ত্রী (আলাপ) ১৫:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

ধৈর্য্য ধরুন ও অপেক্ষা করুন। সময় হলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে যে ফাইলটি রাখা হবে কি, হবে না! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৫:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

নাহিদ ভাইয়ের আলাপ পাতায় অসভ্য নাম

@Suvray:, নাহিদ ভাইয়ের আলাপ পাতায় প্রচুর অসভ্য নাম দেখতে পাচ্ছি, ওগুলো মুছে ফেলার অনুরোধ করছি এবং ঐ প্রত্যেক এ্যাকাউন্টগুলোকে বাঁধা দিন যাতে আর সম্পাদনা করতে না পারে। 116.58.203.41 (আলাপ) ১৩:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

নাহিদ ভাইয়ের আলাপ পাতার ইতিহাস দেখুন

@Suvray:, নাহিদ ভাইয়ের আলাপ পাতায় প্রচুর অসভ্য নাম দেখতে পাচ্ছি, ওগুলো মুছে ফেলার অনুরোধ করছি এবং ঐ প্রত্যেক এ্যাকাউন্টগুলোকে বাঁধা দিন যাতে আর সম্পাদনা করতে না পারে (নাহিদ ভাইয়ের আলাপ পাতার ইতিহাস দেখুন, অসভ্য ব্যবহারকারীগুলোর নাম অপসারণ করুন)। 43.245.120.17 (আলাপ) ১৩:৫২, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

উপপাতা অপসারণের অনুরোধ

শুভেচ্ছা নিবেন। আমার তৈরিকৃত ও ব্যবহারকারী পাতার এই উপপাতাটির তেমন প্রয়োজন নেই বিধায় অপসারণ করে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদ।রিয়াজ (আলাপ) ১৩:২৫, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

ভাই, এর জন্যে তো অনুরোধের প্রয়োজন পড়ে না। অপসারণের জন্যে প্রশাসকদের কোন একজন পরবর্তী পদক্ষেপ নিবেন! - Suvray (আলাপ) ১৩:৪৫, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
@Suvray:আপনাদের অনুরোধ বা অবহিত না করলে কিভাবে পরবর্তী পদক্ষেপ নিবেন। এজন্য অপসারণের অনুরোধ করেছিলাম। ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। রিয়াজ (আলাপ) ১৪:৪০, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
নির্দিষ্ট পাতায় দ্রুত অপসারণ ট্যাগ লাগানোর সাথে সাথে সাম্প্রতিক পরিবর্তন পাতার [রক্ষণাবেক্ষণ] অংশে স্বয়ংক্রিয়ভাবে জমা পড়ে। এরপরই প্রশাসকগণ প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ফলে, অপসারণের জন্যে কাউকে অনুরোধ/অবহিতির তেমন প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন! - Suvray (আলাপ) ১৪:৫৭, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
@Suvray: আপনাকে প্রথমে বার্তা দেওয়ার পরেই উপপাতাটিতে ট্যাগ যুক্ত করেছিলাম, তাই বুঝাবুঝিতে উভয়ের একটু সমস্যা হয়েছে। ধন্যবাদরিয়াজ (আলাপ) ১৫:০৪, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
আর আপনার পাতা মুছতে গিয়ে দেখি প্রশাসকমণ্ডলীর নতুন সদস্য মাসুম আল হাসান রকি ভাই বিদ্যুৎ/তড়িৎগতিতে ঐ কর্মটি সম্পাদন করে ফেলেছেন! - Suvray (আলাপ) ১৫:১০, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

নিরপেক্ষতা প্রসঙ্গে

সুব্রতদা, আশা করি ভালো আছেন। অত্যন্ত অভিজ্ঞ ব্যবহারকারী ও নিবন্ধ সম্পাদক হিসেবে আপনাকে নিরপেক্ষতা বিষয়ে বলার মতো ধৃষ্টতা প্রদর্শনের জন্য ক্ষমা চাইছি। তবে ক্রিকেটার বিষয়ক নিবন্ধগুলোতে আপনার ব্যবহৃত ‘প্রতিথযশা’ শব্দটি উইকিপিডিয়ার নিরপেক্ষতা নীতির সাথে যায় না বলেই মনে করছি। কারণ নিরপেক্ষতা বজায় রাখতে প্রচলতি শৈলী ও নীতি অনুযায়ী আমরা সম্মানসূচক বিশেষণের ব্যবহার এড়িয়ে সরাসরি ঘটনার বিবরণ দেই, যেমন “অমুক একজন তমুকদেশীয় ক্রিকেটার”। আশা করি ভেবে দেখবেন। অনেক ধন্যবাদ। — তানভির১৫:৫২, ১৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

তানভির ভাই, পরামর্শের জন্যে অশেষ ধন্যবাদ! আপনার সুন্দর চিন্তা-চেতনাকে সর্বদাই স্বাগতঃ জানাই। ভুল হলে তো সংশোধনের সুযোগ রয়েছেই। উইকি’র গ্রহণযোগ্যতার প্রশ্নে তো ছাড় দিতেই হবে। এখন দেখুন তো - (ক) রিচার্ড আলফ্রেড ইয়ং (ইংরেজি: Dick Young; জন্ম: ১৬ সেপ্টেম্বর, ১৮৮৫ - মৃত্যু: ১ জুলাই, ১৯৬৮) তৎকালীন ব্রিটিশ ভারতের ধারবাদ এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
(খ) কিন্তু, অনেকগুলো নিবন্ধেই দেখা যায় যে, রিচার্ড আলফ্রেড ইয়ং (ইংরেজি: Dick Young; জন্ম: ১৬ সেপ্টেম্বর, ১৮৮৫ - মৃত্যু: ১ জুলাই, ১৯৬৮) [একজন] ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। এই ‘একজন’ বিষয়টির সাথে খাঁপ খাওয়াতে পারি না। লক্ষ্যণীয় যে, ব্যক্তি কিন্তু এখানে একজনই! হুবহু অনুবাদের ফলেই এমনটি হয়েছে যা সুন্দরের পর্যায়ে পরে না।
আবার লক্ষ্য করুন, ব্যক্তিকে সবিশেষ পরিচিতি দানেই সম্মানীয় ব্যক্তিদের আমরা ‘তিনি’ শব্দের ব্যবহার করে থাকি। অথচ ‘তাঁর’ এর পরিবর্তে ‘তার’ হয়ে গেলে কি সেখানে উইকিশৈলী বজায় থাকে?
সে যাই হোক, সময়ে সময়ে সংশোধন করে নেবো! আর, বার্তাটি যদি দশ মিনিট পরে দিতেন, তাহলে হয়তো এতোক্ষণে নিবন্ধটি শেষ হয়ে যেতো!! আবারও ধন্যবাদ আপনাকে! - Suvray (আলাপ) ১৬:২০, ১৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

বুখারেস্ট

সুব্রত দা, বুখারেস্ট পাতাটি আমার অপসারণ প্রস্তাবনায় অপসারণ করেছিলেন। দয়া করে পাতাটি ফিরিয়ে আনার অনুরোধ করছি। ধন্যবাদ।কায়সার আহমাদ (আলাপ) ১৪:১৬, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

একটি নিবন্ধের অমীমাংসিত সম্পাদনা মীমাংসিত করে দিন

@Suvray:, একটি খুনের স্বপ্ন পাতাটির অমীমাংসিত সম্পাদনা মীমাংসিত করে দিন, সম্পাদনা সারাংশ দেওয়া আছে। তুষার শ (আলাপ) ১৪:৩২, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

উপন্যাসটি পঠনের পর না হয় মীমাংসা করে দেব! অপেক্ষা করুন, অন্য কোন একজন ব্যবহারকারী এ সম্পাদনাটি মীমাংসিত করে দেবেন!! - Suvray (আলাপ) ১৪:৫৪, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
@Suvray:, আমি পঠন করেছি, আমার কাছে বইটির হার্ড কপি রয়েছে, বইটি অনলাইন থেকে (রকমারি ডট কম) থেকে যে কেউই কিনতে পারে। ধন্যবাদ। তুষার শ (আলাপ) ১৫:০০, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

দ্রুত অপসারণ যোগ্য

@Suvray:, দ্রুত অপসারণ যোগ্য কিছু জিনিস বারবার তৈরি করা হচ্ছে বিভিন্ন নামে, উদাহরণস্বরূপ হাবিব বিন মোস্তাফিজ নিবন্ধটি বিভিন্ন নামে তৈরি করতে দেখা গিয়েছে, এছাড়াও বিষয়শ্রেণী:অনাথ সংস্করণ সহ অ-মুক্ত চিত্রতেও রয়েছে এরূপ উদাহরণ। 190.184.199.6 (আলাপ) ০৬:৩৬, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

চিত্র অপসারণ এবং চ৬ (সৎ ব্যবহারের যৌক্তিকতা)

@Suvray:, এই চিত্রটি অপসারণ করা উচিৎ কারণ চিত্রটিতে সৎ ব্যবহারের যৌক্তিকতা নেইহাসান নাজমুল খান (আলাপ) ০৫:৩০, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

বিশাল খানের সকপাপেট

@Suvray:, এই চিত্রটি বিশাল খানের একটি সকপাপেট (বাঁধাপ্রাপ্ত) তৈরি করেছে, এটি স৫ অনুযায়ী অপসারণ করা উচিৎ, তাছাড়া এটি পূর্বে একজন প্রশাসক (জয়ন্তনাথ) অপসারণ করেছিলেন তাই স৪ অনুযায়ীও অপসারণের আওতায় পড়ে। হাসান নাজমুল খান (আলাপ) ০৬:০০, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

@হাসান নাজমুল খান: বার্তা প্রদানে ধন্যবাদ। অতি উৎসাহী হয়ে প্রশাসক/ব্যবহারকারীদেরকে অবগত করানোর প্রয়োজন নেই। নির্দিষ্ট সময়ান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে! - Suvray (আলাপ) ০৬:১১, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

মিডিয়া স্থানান্তর সম্পর্কে

এক উইকিপ্রকল্পে আপলোড করা মিডিয়া অন্য প্রকল্পে ব্যবহার করবো কিভাবে? যেমন, আমি আমি একটি মিডিয়া উইকিমিডিয়াতে আপলোড না করে বাংলা উইকিপিডিয়ায় আপলোড করেছি। কিন্তু এখন চাচ্ছি ওই মিডিয়াটি ইংরেজি উইকিতে ব্যবহার করবো। কিভাবে করবো? ইয়াহিয়া (আলাপ) ১৭:০১, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

@Ieahhiea: আপনার আগ্রহের জন্যে ধন্যবাদ। কোন মিডিয়া (চিত্র, শব্দচিত্র) বাংলা উইকিপিডিয়ায় আপলোড করা হলে মিডিয়া পাতার উপরে ফাইল, আলোচনা, পড়ুন, সম্পাদনা, ইতিহাস দেখুন অংশের পাশেই [উইকিমিডিয়া কমন্সে রপ্তানি করুন] ট্যাব পাবেন ও প্রয়োজনীয় নির্দেশনাবলী অনুসরণ করুন। সেজন্যে অবশ্য [আমার পছন্দ] মেন্যুতে [বেটা বৈশিষ্ট্য] ট্যাবের [ফাইল রপ্তানীকারক] ঘরে টিক দিতে হবে। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৪:২২, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
@Suvray: ধন্যবাদ। ইয়াহিয়া (আলাপ) ১৪:৩৩, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
@Suvray: এই ফাইলটি Wikimedia Commons এ স্থানান্তর করা যাবে না, কারণ এটি একটি সামঞ্জস্যপূর্ণ লাইসেন্সসহ চিহ্নিত নয়। Wikimedia Commons এই ফাইলগুলিকে অনুমতি দেয় না। এটি সম্ভবত মীমাংসাযোগ্য হতে পারে, কিন্তু খুব সম্ভবত ফাইলটি সামঞ্জস্যপূর্ণ নয়। দয়া করে Wikimedia Commons সম্প্রদায়ের সঙ্গে লাইসেন্সের ব্যাপারে আলোচনা করুন। এরকম একটি বার্তা দেখাচ্ছে। ইয়াহিয়া (আলাপ) ১৪:৩৩, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
@Ieahhiea: এ ধরনের সমস্যার সমাধানকল্পে অনুগ্রহপূর্বক আফতাব ভাই অথবা, নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। - Suvray (আলাপ) ১৪:৪৩, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
@Ieahhiea: উইকিমিডিয়া কমন্সে শুধু মুক্ত লাইসেন্স সমর্থন করে। লোগো, পোস্টার বা অন্য যে কোন ফেয়ার ইউজের ছবি কমন্সে স্থানান্তর করতে পারবেন না। খুব সম্ভবত আপনি এমন ছবি চেষ্টা করেছিলেন তাই হয়নি। আর এমনিতে অন্য মুক্ত লাইসেন্সের ছবি আপনি সুব্রতদা যেভাবে বলেছেন সেভাবে করতে পারেন। চিত্র:ভোরের ঢাকা.jpg এই ছবিটি ইতিমধ্যেই কমন্সে আছে সুতরাং এটা বাংলা থেকে এখন অপসারণ করা যায়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪১, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
@NahidSultan: হ্যা, একটি লোগো স্থানান্তরের চেষ্টা করেছিলাম। দুজনকেই অনেক ধন্যবাদ। -ইয়াহিয়া (আলাপ) ১৬:১০, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

ব্যাঘ্র প্রকল্প সম্পর্কে

হ্যালো,

আপনি আমার মুহাম্মদ আরশাদ খান নিবন্ধটি ব্যাঘ্র প্রকল্পে গৃহীত হয়নি বলে চিহ্নিত করেছেন, কিন্তু আমি যতদূর জানি উইকি এশীয় মাসে জমা দেওয়া যেকোনো নিবন্ধ ব্যাঘ্রতে জমা দেওয়া যাবে। সুত্র হিসাবে উইকি সম্প্রদায়ের আলাপ পাতায় এই বার্তাটি দেখবেন অনুগ্রহ করে। ধন্যবাদ।- Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৪:২১, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

@ShahadatHossain: ভাই, আপনার বক্তব্যের জন্যে ধন্যবাদ! বিষয়টি আমার জানা নেই। কেননা, দুইটি তালিকা অনুসরণ করেই আমি অগ্রসর হচ্ছি। এছাড়াও, আপনার সূত্রটিতে কিছুই বোঝা যায়নি। ঘাবড়ানোর কিছু নেই। এ বিষয়ে @Sumita Roy Dutta:, @ZI Jony: এবং @আফতাবুজ্জামান: ভাইকে তাদের সুস্পষ্ট মতামত ও দিক-নির্দেশনা আশা করছি। - Suvray (আলাপ) ১৫:২৯, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
নিয়ম অনুযায়ী নিবন্ধ এই তালিকা অথবা স্থানীয় তালিকা থেকে করতে হবে, তবে আমার মতে গ্রহণ করা যেতে পারে। প্রয়জন হলে স্থানীয় তালিকা যুক্ত করে দিলেই হবে। জনি (আলাপ) ১৭:১৩, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
@Sumita Roy Dutta:, @ZI Jony: এবং @আফতাবুজ্জামান: সে সময়ে আমার অনিচ্ছায় ভুল পাতা লিঙ্ক করেছিলাম, অনুগ্রহ করে এই পাতায় দেখুন ধন্যবাদ- Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৯:২৬, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
এশীয় মাস হল সকল এশীয় দেশ নিয়ে (যদিও এতে আমরা সেই প্রথম আসর থেকে নিয়ম রেখেছি যে ভারত ও বাংলাদেশ বাদে অন্য দেশের নিবন্ধ লিখতে হবে কারণ সারাবছর বাংলা উইকিতে এই দুই দেশের নিবন্ধই লিখিত হয় বেশী)।
আর ব্যাঘ্র প্রকল্প কেবল ভারতের নিবন্ধ নিয়ে।
এখন এই বার্তা যারা দিয়েছেন, তারা বাংলা উইকির এশীয় মাসের নিয়ম জানে না। তাদের বার্তার উদ্দেশ্য ছিল যে যদি এশীয় মাসে ভারত নিয়ে নিবন্ধ লিখিত হয় তবে তা ব্যাঘ্র প্রকল্পেও জমা দিতে বলা।
আমি কাউকে হতাশ করতে চাই না সামান্য নিয়মের কারণে। যেহেতু ভুল বোঝাবুঝির কারণে কিছু অ-ভারত সম্পর্কিত নিবন্ধ জমা দিয়েছেন, যদি এগুলি গ্রহণ করা হয় আমার কোন আপত্তি নেই। আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৩, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
বিষয়টি নিয়ে অস্পষ্টতা দূরীকরণে উভয়কে ধন্যবাদ। তবে, ভবিষ্যতে বিতর্ক থেকে দূরে রাখার স্বার্থে পৃথক অনুচ্ছেদে এশীয় মাস ও অন্য প্রতিযোগিতায় (যদি থাকে) সৃষ্ট নিবন্ধগুলো উল্লেখ রাখা উচিৎ বলে মনে করছি! - Suvray (আলাপ) ১৫:১৭, ১০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

পাতা প্রত্যর্পণ করার অনুরোধ

@Suvray: দেখলাম এই পাতাটি আপনি অপসারণ করেছন, অনুগ্রহ করে প্রত্যর্পণ করে দিন। আসলে ভুলটা আমার, দুই দিন আগে আফতাব ভাই প্রত্যর্পণ করার পরে সময়ের অভাবে কাজ করতে পারিনি, তাই {{db-author}} ট্যাগ লাগানো ছিলো। ধন্যবাদ! জনি (আলাপ) ০৫:৫৭, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

মডিউল:ফারুক আহমেদ

আমি নতুন উইকিপিডিয়া কাজ করছি তো আমি ফারুক আহমেদ পাতাটি তৈরি করতে গিয়ে দেখি skh Sourav halder ব্যবহারকারী উইকিপিডিয়া খেলাঘরে তৈরি করেছে তো আমি সেটা ফারুক আহমেদ এ রুপান্তরিত করতে চেয়েছিলাম কিন্তু পারছিনা।এখন মডিউল:ফারুক আহমেদ এই রকম হয়ে গেছে একটু ঠিক করে দিন। - — কাব্য রায় চৌধুরী (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

করা হয়েছে। - Suvray (আলাপ) ০৮:২৯, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)

Yousuf Molla ব্যবহারকারী প্রসঙ্গে

সুধী, User:Yousuf Molla এর সাম্প্রতিক অবদান একটু দেখুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ইতোমধ্যে ওনার আলাপ পাতায় একাধিক বার্তা দিয়েছি এবং অবদান সমূহ রোলব্যাক করেছি। আপনাকে উইকিতে সক্রিয় দেখেই বার্তাটি দিলাম। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৪:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

 করা হয়েছে - Suvray (আলাপ) ১৪:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

ঠিক আছে Yousuf Molla (আলাপ) ০৪:২০, ১৬ মার্চ ২০২০ (ইউটিসি)

ভালো নিবন্ধ হিসাবে পর্যালোচনার প্রস্তাবনা

ভিক্ষাটন নিবন্ধটি উইকিপিডিয়ায় ভালো নিবন্ধ হিসাবে উন্নীতকরণের প্রস্তাবনা রেখেছিলাম (উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ#দর্শন এবং ধর্ম দেখুন)। আপনাদের নিবন্ধটি পর্যালোচনা করতে অনুরোধ জানাচ্ছি। নিবন্ধটিকে ভালো নিবন্ধ স্তরে উন্নীত করলে এই ধরনের কাজে উৎসাহিত বোধ করব। ধন্যবাদান্তে -- অর্ণব দত্ত (আলাপ) ১০:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ অর্ণব! সময়সাপেক্ষ ব্যাপার, তবে আগ্রহকে মূল্যায়ণের স্বার্থে চেষ্টা চালাবো যথাসাধ্য। - Suvray (আলাপ) ১৪:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

একটি নিবন্ধ আমি সম্প্রসারিত করেছি, এখন ওটা অমীমাংসিত সম্পাদনা হিসেবে রয়ে গেছে

@Suvray:, অলৌকিক ইস্টিমার (কবিতাগ্রন্থ) নিবন্ধটির অমীমাংসিত সম্পাদনা মীমাংসিত করে দিন। মাধব পি (আলাপ) ০২:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

অনুরোধ

দাদা আপনাকে আলাপ:হিন্দুধর্ম পাতাটিতে নজর দেওয়ায় জন্য অনুরোধ করছি এবং আমার উপপাতা থেকে .js গুলো মুছে ফেলার অনুরোধ করছি। ---লেলীন (আলাপ) ০৫:৪৫, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারক

সুধী,
বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে রায়পুরা উপজেলা নিবন্ধটি সমৃদ্ধ করতে চেয়েছেন, যা ১২ জানুয়ারি ২০২০ তারিখে শেষ হবার কথা থাকলেও সেটি সম্পূর্ণ করেননি। আপনাকে রায়পুরা উপজেলা নিবন্ধটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পে যোগদান করায় আপনাকে ধন্যবাদ। -- জনি (আলাপ), শনিবার ১১:২৩, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)

টেস্ট ক্রিকেট নিয়ে জানতে চাই

@Suvray: জনাব, এখানে দেখুন এই প্রশ্নের উত্তর জানবার আগ্রহ প্রকাশ করছি।  কুউ  পুলক  ০৭:১২, ১৪ মে ২০২০ (ইউটিসি)

জবাব দেয়া হয়েছে! পাশাপাশি, আপনাকে উইকিপ্রকল্প ক্রিকেটের সদস্য হবার জন্যে আমন্ত্রণ জানানো হলো। - Suvray (আলাপ) ০৭:৪৪, ১৪ মে ২০২০ (ইউটিসি)
@Suvray: আপনাকে অনেক ধন্যবাদ কুউ  পুলক  ২০:২৮, ১৪ মে ২০২০ (ইউটিসি)

Don't delete my page Nasif Mahmud Shafe..

Vaiya please accept my page don't delete it. It's my dream please vaiya don't hurt me. I wanna be one like you. 😔..— Nasif Mahmud Shafe (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনার নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার জন্যে উল্লেখযোগ্য নয়। অনুগ্রহ করে এ ধরণের অনুরোধ করবেন না। নিয়মের বাইরে কিছুই করা সম্ভব না। ফেরদৌস১৬:২৫, ২১ মে ২০২০ (ইউটিসি)

টেম্পলেটঃ আপনি কি জানেন... এর ত্রুটি সম্পর্কিত

রাজেশ খান্না সম্পর্কিত টেম্পলেটঃ আপনি কি জানেন -এ সাল নিয়ে ত্রুটি রয়েছে।তা সংশোধনের অনুরোধ করছি।(Tarek Siddiki (আলাপ) ১০:০৪, ৯ জুন ২০২০ (ইউটিসি))

 করা হয়েছে - Suvray (আলাপ) ১৩:৩৩, ৯ জুন ২০২০ (ইউটিসি)

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. MediaWiki message delivery (আলাপ) ০৮:০৫, ১১ জুন ২০২০ (ইউটিসি)

বানান

আপনার ব্যবহারকারী পাতায় স্বপ্নিল বানানে দীর্ঘ -ঈ কার হবে না। এছাড়া শুভাকাঙ্ক্ষী বানানটিতে ক্ষ এর পরিবর্তে খ হবে না। দয়া করে ভুলগুলো সংশোধন করবেন। Ppt2003 (আলাপ) ১৩:০৯, ২১ জুন ২০২০ (ইউটিসি)

আলাপ পাতা পরিদর্শন করায় অজস্র ধন্যবাদ আপনাকে! ভুল তো আমাদের কম-বেশী হতেই পারে, তাই না? তবে, উইকিঅভিধানেই কিন্তু স্বপ্নীল বানানটি রয়েছে। তবে, শুভাকাঙ্খী বানানটি সংশোধন করছি। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৭:০৬, ২১ জুন ২০২০ (ইউটিসি)


চিত্র:কলিন ব্লাইদ.jpeg দ্রুত অপসারণ

চিত্র:কলিন ব্লাইদ.jpeg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মুক্ত ছবি রয়েছে এখানে দেখুন

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:কলিন ব্লাইদ.jpeg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন।  কুউ  পুলক  ১৩:৪৭, ২৪ জুন ২০২০ (ইউটিসি)

চিত্র:টম লরি.jpg দ্রুত অপসারণ

চিত্র:টম লরি.jpg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মুক্ত চিত্র রয়েছে এখানে দেখুন

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:টম লরি.jpg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন।  কুউ  পুলক  ১৫:২২, ২৪ জুন ২০২০ (ইউটিসি)

ধানজুড়ি চা বাগান

বিষয়টি সত্যিই বিদ্যমান। উত্তরবংগের কতক চা বাগানের মধ্যে এটি অন্যতম ৷

Be the first to try new Wikipedia features

প্রিয় Suvray,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, Eli --- EAsikingarmager (WMF) (আলাপ) ২১:২০, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

ঈদ শুভেচ্ছা

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Suvray,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব

প্রিয় সুব্রত আংকেল,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৪:৫৮, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ নকীব,
বার্তা প্রদানের জন্যে! চমৎকার পদক্ষেপই বলে মনে হচ্ছে! অন্য কোন ব্যবহারকারী কি এ সুবিধায় যুক্ত হয়েছেন যা পরবর্তী পর্যায়ে উপনীত হতে সহায়ক ভূমিকা রাখবে। - Suvray (আলাপ) ০৫:১৮, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
জ্বি বিষয়শ্রেণী:স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত হওয়া আলোচনা পাতা এ তাদের তালিকা পাবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৭:০৭, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
বট কর্তৃক সংগ্রহশালায় অংশগ্রহণ করলাম! - Suvray (আলাপ) ০৭:৫৪, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)