ব্যবহারকারী:শুভ্র তুষার/খেলাঘর
অবয়ব
এটি শুভ্র তুষার-এর ব্যবহারকারী খেলাঘর। ব্যবহারকারী খেলাঘর হচ্ছে ব্যবহারকারী'র ব্যবহারকারী পাতার একটি উপপাতা। এটি ব্যবহারকারীর জন্য একটি তৎক্ষণাৎ পরীক্ষা এবং পাতা উন্নয়নের স্থান হিসেবে কাজ করে এবং এটি বিশ্বকোষীয় নিবন্ধ নয়। আপনি এখানে নিজস্ব খেলাঘর তৈরি করতে বা সম্পাদনা করতে পারেন। অন্যান্য খেলাঘরগুলি: প্রধান খেলাঘর | খেলাঘর ২, খেলাঘর ৩ | টেমপ্লেট খেলাঘর একটি নিবন্ধ লিখেছেন এবং তা সৃষ্টির অনুরোধ করতে প্রস্তুত? |
বাংলাদেশ সেনাবাহিনীতে নারী
[সম্পাদনা]বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ দেওয়া হয় ২০১৩ সালে আর্মি মেডিক্যাল কোরে; ২০১৫ সালের জানুয়ারি মাসে নারী সৈনিকদের প্রথম ব্যাচ মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষ করে।[১] আর নারী কর্মকর্তা প্রথম নিয়োগ দেওয়া হয় ২০০০-এর দশকে যদিও নারীরা ডাক্তার হিসেবে যোগ দিতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্মলগ্ন থেকেই; ক্যাপ্টেন সিতারা বেগম ছিলেন একজন সামরিক নারী ডাক্তার এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম নারী মেজর জেনারেল হিসেবে ২০১৮ সালে সুসানে গীতিকে নিয়োগ দিয়েছিলো।[২] ২০১৯ সালের জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী ব্যাটেলিয়ন অধিনায়ক হিসেবে নিয়োগ পান ৪ জন।[৩]
- ↑ "চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে"। prothomalo.com। ৩০ জানুয়ারি ২০১৫।
- ↑ "দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি"। bdnews24.com। ৩০ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "ফাইটিং ফোর্সের প্রথম ব্যাটালিয়ন আধিনায়ক হলেন চার নারী সেনা কর্মকর্তা"। prothomalo.com। ২৪ জানুয়ারি ২০১৯।