বিষয়বস্তুতে চলুন

বেনাপোল রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেনাপোল রেলওয়ে স্টেশন
অবস্থানবেনাপোল, যশোর জেলা, খুলনা বিভাগ
বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
অন্য তথ্য
স্টেশন কোডBEN
অবস্থান
মানচিত্র

বেনাপোল রেলস্টেশন হলো বাংলাদেশ - ভারত সীমান্তে অবস্থিত একটি রেলস্টেশন।

অবস্থান

[সম্পাদনা]

বেনাপোল স্থলবন্দর এর কাছে অবস্থিত এটি। এটি পুরাতন দমদম-খুলনা-ঢাকা এবং সমগ্র বাংলাদেশের লাইনের সাথে যুক্ত একটি স্টেশন। স্টেশনটি বেনাপোল শহর ও ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

বর্তমানে স্টেশনটির মাধ্যমে ভারতবাংলাদেশ-এর মাঝে বন্ধন এক্সপ্রেস নামের একটি আধুনিক ট্রেন চালু রয়েছে, যেটি খুলনাকলকাতার পথে যাতায়াত করছে। পণ্য পরিবহনের ক্ষেত্রেও স্টেশনটি গুরুত্বপূর্ণ।

ট্রেনের নং ট্রেনের নাম রূট
৫৩ বেতনা এক্সপ্রেস খুলনা-বেনাপোল
৫৪ বেনাপোল-খুলনা
৯৫ মোংলা কমিউটার মোংলা-বেনাপোল
৯৬ বেনাপোল-মোংলা
৭৯৫ বেনাপোল এক্সপ্রেস বেনাপোল- ঢাকা
৭৯৬ ঢাকা-বেনাপোল
৮২৭ রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল- ঢাকা
৮২৮ ঢাকা-বেনাপোল
৩১২৯ বন্ধন এক্সপ্রেস কলকাতা-খুলনা
৩১৩০ খুলনা-কলকাতা

তথ্যসূত্র

[সম্পাদনা]