বার্ট রেনল্ডস
বার্ট রেনল্ডস | |
---|---|
Burt Reynolds | |
জন্ম | বার্টন লিয়ন রেনল্ডস জুনিয়র ১১ ফেব্রুয়ারি ১৯৩৬ লেন্সিং, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৬ সেপ্টেম্বর ২০১৮ জুপিটার, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮২)
পেশা | অভিনেতা, পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৫৮-২০১৮ |
দাম্পত্য সঙ্গী | জুডি কার্ন (বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৬৫) লনি অ্যান্ডারসন (বি. ১৯৮৮; বিচ্ছেদ. ১৯৯৩) |
সঙ্গী | স্যালি ফিল্ড (১৯৭৭-১৯৮০) |
সন্তান | ১ |
বার্ট রেনল্ডস (ইংরেজি: Burt Reynolds) নামে পরিচিত বার্টন লিয়ন রেনল্ডস জুনিয়র (ইংরেজি: Burton Leon Reynolds Jr.; ১১ ফেব্রুয়ারি ১৯৩৬ - ৬ সেপ্টেম্বর ২০১৮) ছিলেন একজন মার্কিন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। তিনি গানস্মোক (১৯৬২-৬৫), হক (১৯৬৬), ও ড্যান অগাস্ট (১৯৭০-৭১) টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সিটকম ইভনিং শেড-এ অভিনয় করেন। তিনি ড্যান অগাস্ট-এর জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ইভনিং শেড-এ অভিনয়ের জন্য দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার অর্জন করেন ও তিনটি গোল্ডেন গ্লোবের মনোনয়ন থেকে ১৯৯২ সালে একটি পুরস্কার অর্জন করেন।[১]
নাভায়ো জো (১৯৬৬)-সহ একাধিক চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয়ের পর ডেলিভারেন্স (১৯৭২) চলচ্চিত্রে লুইস মেডলক চরিত্রে কাজ দিয়ে তার প্রথম সাফল্য আসে। তিনি পরবর্তী কালে একাধিক বক্স অফিস হিট চলচ্চিত্রে কাজ করেন, তন্মধ্যে রয়েছে দ্য লঙেস্ট ইয়ার্ড (১৯৭৪), স্মোকি অ্যান্ড দ্য ব্যান্ডিট (১৯৭৭), সেমি-টাফ (১৯৭৭), হুপার (১৯৭৮), স্মোকি অ্যান্ড দ্য ব্যান্ডিট টু (১৯৮০), দ্য ক্যাননবল রান (১৯৮১) এবং দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস (১৯৮২)। ১৯৯৭ সালে তিনি বুগি নাইটস চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Burt Reynolds"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ফিশার, লুচিনা (১৮ আগস্ট ২০১১)। "Burt Reynolds says he 'hated' Paul Thomas Anderson after 'Boogie Nights'"। এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বার্ট রেনল্ডস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বার্ট রেনল্ডস (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে বার্ট রেনল্ডস (ইংরেজি)
- ১৯৩৬-এ জন্ম
- ২০১৮-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ওলন্দাজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- স্কটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মিশিগানের অভিনেতা
- ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক) বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী
- নাস্কার দলের মালিক
- মার্কিন গায়ক
- স্কটিশ-আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী