বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন
গঠিত১৯৭২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটhttp://www.badmintonbd.com

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন বাংলাদেশের জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশের ব্যাডমিন্টন খেলা পরিচালনার জন্য সর্বোচ্চ সংস্থা। আবদুল মালেক ফেডারেশনের সভাপতি এবং আমির হোসেন বাহার সাধারণ সম্পাদক। []

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ১৯৭২ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমাপ্তির পরে প্রতিষ্ঠিত হয়েছিল। অধ্যাপক ডঃ মোঃ ইউসুফ আলী বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ১৯৭৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালে, একাত্তর টিভির একটি প্রতিবেদনে শহিদ তাজউদ্দিন উডেন ফ্লোর স্টেডিয়ামের ভঙ্গুর অবস্থা তুলে ধরা হয়।[] কোর্টগুলোর মেঝে হাটার সময় ডেবে যায়। 'বাংলাদেশ গেমস্' এর কোয়ার্টার ফাইনালের খেলায় কাজী নূর আলম তুষারের টেন্ডনের লিগামেন্ট ছিড়ে যায় এই স্টেডিয়ামের একটি কোর্টে। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন হওয়ায় তিনি বিছানায় ছটফট করছে বলে জানানো হয়। কাউসার নামক আরেকজন খেলোয়াড়ো এখানে আহত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About BBF – BBF"badmintonbd.com। ২৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  2. "খেলাযোগ, ১২ আগস্ট ২০২১ | Sports News | Khelajog | Ekattor TV"