বাংলাদেশ প্রিমিয়ার লিগের অধিনায়কগণের তালিকা
ক্রিকেট খেলায় যিনি দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করেন, তিনি দলের অধিনায়ক। [১][২] বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত একটি পেশাদার টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। ২০১২ সালে বিপিএল-এর প্রথম আসর অনুষ্ঠিত হয়।[৩] এখন পর্যন্ত হওয়া সাত (২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৯ এবং ২০১৯-২০) আসরে ৪৮ জন খেলোয়াড় অন্তত ১ টি ম্যাচের জন্য হলেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪]
২০১২ সাল হতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর সাবেক ও সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, অধিনায়ক হিসেবে বিপিএল-এ সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণ করেছেন। অধিনায়ক হিসেবে বিপিএল-এ খেলা তার ৮৬টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৬২.৭৯%। অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (৭৬টি) ম্যাচের নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল-এ খেলা তার ৭৬টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৫০.৬৫%। অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ (৭৩টি) ম্যাচের নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তার নেতৃত্ব দেয়া বিপিএল-এ ৭৩টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৫১.৩৬%। ১০০% জয়ের হার নিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরস-এর মোশাররফ হোসেন এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। যদিও তিনি মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। অন্তত ১ টি ম্যাচের অধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে ব্রেন্ডন টেলর-এর জয়ের হার সবচেয়ে ভাল। তার জয়ের হার ৬ ম্যাচে ৮৩.৩৩%। তবে যারা অন্তত ১০ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তাদের মধ্যে ইমরুল কায়েস-এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। ১৭ টি ম্যাচে তার জয়ের হার ৭০.৫৮%। একইভাবে অন্তত ১০টি ম্যাচে অধিনায়কত্ব করা খেলোয়াড়দের মধ্যে শাহরিয়ার নাফীস-এর বিপিএল-এ সবচেয়ে খারাপ জয়ের হার রয়েছে। ১৪ টি ম্যাচে তার জয়ের হার ২৮.৫৭%। ৩৭টি করে পরাজয় নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক হিসেবে হারের তালিকায় সবার উপরে। বিপিএল-এ অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম সবচেয়ে বেশি দলের নেতৃত্ব দিয়েছেন।[৪]
পিটার ট্রেগো অধিনায়ক হিসেবে কোন জয় ছাড়া সবচেয়ে বেশি ম্যাচে অংশ নিয়েছেন। তিনি ৫ টি ম্যাচে তার দলকে নেতৃত্ব দেন এবং ৫টিতেই তার দল পরাজিত হয়। ৬ জন খেলোয়াড় সিলেট রয়ালস-কে, ৫ জন খেলোয়াড় দুরন্ত রাজশাহী-কে, ৪ জন খেলোয়াড় বরিশাল বার্নার্স-কে, তিনজন করে খেলোয়াড় চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস এবং ২ জন খেলোয়াড় রংপুর রাইডার্স-কে নেতৃত্ব দিয়েছেন। অন্তত এক ম্যাচে হলেও অধিনায়কত্ব করা এই ৪৮ জনের মধ্যে ২১ জন বাংলাদেশের খেলোয়াড়। বাকি ২৭ জন বিদেশি খেলোয়াড়।[৪]
এই তালিকায় তারাই স্থান পেয়েছেন যারা বিপিএল-এ তাদের দলকে অন্তত এক ম্যাচের জন্য হলেও নেতৃত্ব দিয়েছেন। এই তালিকা তৈরি করা হয়েছে ম্যাচের সংখ্যার ভিত্তিতে। যদি কোন ক্ষেত্রে ম্যাচের সংখ্যা সমান হয়ে যায় সে ক্ষেত্রে জয়-পরাজয়ের হারের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয়েছে। এর পরেও কোন ক্ষেত্রে সমান থাকলে নামের শেষাংশের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয়েছে। [দ্রষ্টব্য ১][দ্রষ্টব্য ২]
সহায়
[সম্পাদনা]চিহ্ন | অর্থ |
---|---|
প্রথম | যে সালের বিপিএল-এ প্রথমবারের মত অধিনায়কত্ব করেন |
সর্বশেষ | যে সালের বিপিএল-এ সর্বশেষ অধিনায়কত্ব করেছেন |
ম্যাচ | অধিনায়ক হিসেবে খেলা ম্যাচের সংখ্যা |
দল | যে দল বা দলসমুহের হয়ে অন্তত ১ ম্যাচের জন্য হলেও অধিনায়কত্ব করেছেন |
জয় | অধিনায়ক হিসেবে যতগুলো খেলায় জয়লাভ করেছেন |
হার | অধিনায়ক হিসেবে যতগুলো খেলায় পরাজিত হয়েছেন |
টাই | যতগুলো খেলা টাই হয়েছে |
পরিত্যক্ত | যতগুলো খেলা কোন ফল ছাড়াই শেষ হয়েছে বা পরিত্যক্ত হয়েছে |
জয়ের হার | অধিনায়ক হিসেবে জয়ের হার [দ্রষ্টব্য ৩] |
বিপিএল অধিনায়কগণ
[সম্পাদনা]খেলোয়াড় | জাতীয়তা [দ্রষ্টব্য ৪] | প্রথম | সর্বশেষ | ম্যাচ | দল | জয় | হার | টাই | পরিত্যক্ত | জয়ের হার |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
মুশফিকুর রহিম | বাংলাদেশ | ২০১২ | ২০১৯-২০ | ৭৩ | ৩৭ | ৩৫ | ১ | ০ | ৫১.৩৬ | |
মাশরাফী বিন মোর্ত্তজা | বাংলাদেশ | ২০১২ | ২০১৯-২০ | ৮৬ | ৫৪ | ৩২ | ০ | ০ | ৬২.৭৯ | |
ব্র্যাড হজ | অস্ট্রেলিয়া | ২০১২ | ২০১৩ | ১৮ | বরিশাল বার্নার্স | ৯ | ৯ | ০ | ০ | ৫০.০০ |
মাহমুদুল্লাহ রিয়াদ | বাংলাদেশ | ২০১২ | ২০১৯-২০ | ৭৬ | ৩৮ | ৩৭ | ১ | ০ | ৫০.৬৫ | |
শাহরিয়ার নাফীস | বাংলাদেশ | ২০১২ | ২০১৩ | ১৪ | ৪ | ১০ | ০ | ০ | ২৮.৫৭ | |
সাকিব আল হাসান | বাংলাদেশ | ২০১২ | ২০১৯ | ৬৪ | ৩৯ | ২৫ | ০ | ০ | ৬০.৯৩ | |
আব্দুর রাজ্জাক (ক্রিকেটার) | বাংলাদেশ | ২০১৩ | ২০১৩ | ১১ | রংপুর রাইডার্স | ৫ | ৬ | ০ | ০ | ৪৫.৪৫ |
ব্রেন্ডন টেলর | জিম্বাবুয়ে | ২০১৩ | ২০১৩ | ৬ | চিটাগং কিংস | ৫ | ১ | ০ | ০ | ৮৩.৩৩ |
অলোক কাপালি | বাংলাদেশ | ২০১২ | ২০১৩ | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪০.০০ | |
পিটার ট্রেগো | ইংল্যান্ড | ২০১২ | ২০১২ | ৫ | সিলেট রয়্যালস | ০ | ৫ | ০ | ০ | ০.০০ |
চামারা কাপুগেদারা | শ্রীলঙ্কা | ২০১৩ | ২০১৩ | ৪ | দুরন্ত রাজশাহী | ৩ | ১ | ০ | ০ | ৭৫.০০ |
মোহাম্মদ আশরাফুল | বাংলাদেশ | ২০১৩ | ২০১৩ | ৪ | ঢাকা গ্ল্যাডিয়েটর্স | ১ | ৩ | ০ | ০ | ২৫.০০ |
জহুরুল ইসলাম | বাংলাদেশ | ২০১২ | ২০১৩ | ৪ | দুরন্ত রাজশাহী | ১ | ৩ | ০ | ০ | ২৫.০০ |
তামিম ইকবাল | বাংলাদেশ | ২০১৩ | ২০১৯ | ৩৪ | ১৪ | ২০ | ০ | ০ | ৪১.১৭ | |
লু ভিনসেন্ট | নিউজিল্যান্ড | ২০১৩ | ২০১৩ | ২ | ১ | ১ | ০ | ০ | ৫০.০০ | |
মুক্তার আলী | বাংলাদেশ | ২০১৩ | ২০১৩ | ২ | দুরন্ত রাজশাহী | ০ | ২ | ০ | ০ | ০.০০ |
মোশাররফ হোসেন (ক্রিকেটার) | বাংলাদেশ | ২০১৩ | ২০১৩ | ১ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | ১ | ০ | ০ | ০ | ১০০.০০ |
ইমরুল কায়েস | বাংলাদেশ | ২০১২ | ২০১৯-২০ | ১৭ | ১২ | ৫ | ০ | ০ | ৭০.৫৮ | |
জিহান মুবারক | শ্রীলঙ্কা | ২০১৩ | ২০১৩ | ১ | খুলনা রয়েল বেঙ্গলস | ০ | ১ | ০ | ০ | ০.০০ |
সোহরাওয়ার্দী শুভ | বাংলাদেশ | ২০১২ | ২০১২ | ১ | সিলেট রয়্যালস | ০ | ১ | ০ | ০ | ০.০০ |
এনামুল হক জুনিয়র | বাংলাদেশ | ২০১৩ | ২০১৩ | ১ | চিটাগং কিংস | ০ | ১ | ০ | ০ | ০.০০ |
নাসির হোসেন | বাংলাদেশ | ২০১৩ | ২০১৩ | ১ | রংপুর রাইডার্স | ০ | ১ | ০ | ০ | ০.০০ |
আন্দ্রে রাসেল | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৯-২০ | ২০১৯-২০ | ১৩ | রাজশাহী রয়্যালস | ৮ | ৫ | ০ | ০ | ৬১.৫৩ |
ড্যারেন স্যামি | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৬ | ২০১৭ | ২৩ | রাজশাহী কিংস | ১১ | ১২ | ০ | ০ | ৪৭.৮২ |
কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | ২০১৫ | ২০১৫ | ১০ | রংপুর রাইডার্স | ৪ | ৬ | ০ | ০ | ৪০.০০ |
মেহেদী হাসান মিরাজ | বাংলাদেশ | ২০১৯ | ২০১৯ | ১২ | রাজশাহী কিংস | ৬ | ৬ | ০ | ০ | ৫০.০০ |
টীকাসমূহ
[সম্পাদনা]- ↑ অন্য কোন ভিত্তিতে তালিকাবদ্ধ করতে চাইলে কলামের পাশে -এ ক্লিক করুন।
- ↑ ২০১৯-২০ বিপিএল পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
- ↑ যেসকল খেলায় কোন ফল হয় নি সেগুলো তালিকা করার সময় গণনা করা হয় নি। টাই ম্যাচগুলো অর্ধ-জয় বিবেচনা করা হয়েছে।
- ↑ জাতীয়তা অংশের তথ্য ESPNcricinfo হতে নেয়া। এই তথ্য কোন খেলোয়াড়ের জন্মস্থান বা নাগরিকত্ব নাও দেখাতে পারে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cricket Australia; Frank Pyke; Ken Davis (৮ মার্চ ২০১০)। Cutting Edge Cricket। Human Kinetics। পৃষ্ঠা 132। আইএসবিএন 978-0-7360-7902-0। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
- ↑ Ken Davis; Neil Buszard (৫ এপ্রিল ২০১১)। Cricket: 99.94 Tips to Improve Your Game। Human Kinetics। পৃষ্ঠা 69। আইএসবিএন 978-0-7360-9078-0। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
- ↑ "Bangladesh Premier League"। Bangladesh Cricket Board। ১১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "Bangladesh Premier League Cricket Team Records & Stats | ESPNcricinfo.com"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৬।