বিষয়বস্তুতে চলুন

ফাদাক বিজয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফাদাক বিজয় (ফিদাক[][][] বা ফিদক হিসেবেও পরিচিত) ৬২৮ খ্রিস্টাব্দের মে মাসে এবং হিজরী ৭ম সনের দ্বিতীয় মাসে অনুষ্ঠিত হয়েছে।[][]

মুহাম্মাদ জানতে পারেন যে, ফাদাকের লোকেরা খাইবারের ইহুদীদের পাশাপাশি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য জমায়েত হচ্ছে। অতপরঃ তিনি আলীকে তাদের কাছে প্রেরণ করেন।

ফাদাকের লোকেরা বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করে এবং তাদের অর্ধেক জমি ও সম্পদ মুহাম্মাদকে দেওয়ার পরিবর্তে একটি শান্তিচুক্তির আবেদন জানায়।[]

ফাদাক মুহাম্মাদের ব্যক্তিগত সম্পত্তি (আ’ফাই) হিসেবে বিবেচিত হয়, কারণ ফাদাক যুদ্ধের অর্জিত সম্পদে ভাগীদার কোনও মুসলিম যোদ্ধা ছিল না। মুহাম্মাদ এই সম্পদ এতিমদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন এবং অভাবী যুবকদের বিয়ের জন্য অর্থের সংস্থান করেছিলেন।[][][]

ফাদাকের বিজয়

[সম্পাদনা]

খাইবারের ইহুদিদের সাথে দর কষাকষির সময় মুহাম্মাদ, মাহাদিয়া বিন মাসউদকে ফাদাকের ইহুদীদের কাছে একটি বার্তাসহ প্রেরণ করেন এবং বলেন তারা যেন তাদের সয়-সম্পত্তি ও ধন সম্পদ (তাঁর শর্তাদি মেনে ‍নিয়ে) সমর্পণ করে অন্যথায় আক্রমণ মোকাবেলা করে।[]

খাইবারের ইহুদিদের কি দশা হয়েছিল তা শুনে ফাদাকের লোকেরা[১০] আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের জীবন রক্ষার জন্য তাই তারা একটি শান্তিচুক্তির আর্জি জানাল এবং এর বিনিময়ে মুহাম্মাদকে তাদের সহায়-সম্পত্তির অর্ধেক অংশ নিয়ে তাদেরকে রেহাই দেবার অনুরোধ করল।[][]

খাইবারের ইহুদিরা মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করার পরে তাদের জীবিকার একমাত্র উৎসটি হারায়। তখন তারা ঐ সম্পত্তিতে উৎপাদিত অর্ধেক ফসলের বিনিময়ে তাদেরকে আবার কাজে নিয়োগ দেয়ার জন্য অনুরোধ করে। মুহাম্মাদ লক্ষ্য করলেন যে, ভূমির নতুন দখলদার মুসলিমদের কৃষি এবং চাষাবাদ সর্ম্পকে প্রায় কোন অভিজ্ঞতাই নেই অন্যদিকে ইহুদিরা তাদের জমির বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। তাই তাদের পুনঃনিয়োগ দেয়াটাই অনেক বেশি সুবিধাজনক। তিনি খাইবারের ইহুদীদের সাথে একটি সমঝোতায় আসলেন এই শর্তে যে, তার এই অধিকার থাকবে যে, তিনি চাইলে যে কোন সময় তাদেরকে বরখাস্ত করতে পারবেন। ইহুদিদের একমত হওয়া ছাড়া আর তেমন কোন উপায় ছিল না। এই শর্তগুলোই ফাদাক ইহুদিদের ক্ষেত্রেও আরোপ করা হয়েছিল।[১১]

ফাদাক মুহাম্মাদের ব্যক্তিগত সম্পত্তি (আ'ফাই) হিসেবে বিবেচিত হয়, কারণ ফাদাক যুদ্ধের অর্জিত সম্পদে ভাগীদার কোনও মুসলিম যোদ্ধা ছিল না।[১১] মুহাম্মাদ এই সম্পদ এতিমদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন এবং অভাবী যুবকদের বিয়ের জন্য অর্থের সংস্থানও করেছিলেন।[১২]

কুরআনের সূরা আল-হাশরের ৬ষ্ঠ এবং ৭ম আয়াতের এই ঘটনার সম্পর্কে উল্লেখ করা হয়েছে।[১৩][১৪]

উমর কর্তৃক বহিষ্কার

[সম্পাদনা]

পরে, উমর যখন ইসলামের খলিফা হন, তখন তিনি খাইবার ও ফাদাক থেকে সমস্ত ইহুদীকে বহিষ্কার করেন। তিনি আবুল হাইসাম মালিক ইবনে আল তাইয়িহানকে তাদের মালিকানাধীন জমির ন্যায্য মূল্য (জমির অর্ধেক মালিকানা) নির্ধারণ করার জন্য প্রেরণ করেছিলেন এবং জমির অর্ধেক মূল্য ফিরিয়ে দিয়েছিলেন।[১৫]

ইসলামিক প্রাথমিক সূত্র

[সম্পাদনা]

পবিত্র কুরআনের সূরা আল-হাশরের ৬ষ্ঠ এবং ৭ম আয়াতের এই ঘটনার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এতে মুহাম্মাদীদের ব্যক্তিগত সম্পত্তি (ফাই) সম্পর্কে বিধি রয়েছে:[১৩][১৪]

বিখ্যাত মুসলিম আলেম ইবনে কাসীরের আয়াতটির ব্যাখা (তাফসীর) নিম্নরূপ:

ঘটনাটি সুন্নী হাদিস সংকলনে সহীহ মুসলিম হাদীসেও উল্লেখকরা হয়েছে:

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. গাটজে, হেলমুট (১৯৯৬)। দ্য কুর’আন এন্ড ইটস একজেসিস। ওয়ান ওয়ার্ল্ড পাবলিকেশনস। পৃষ্ঠা ৮১। আইএসবিএন 978-1-85168-118-1 
  2. বার্নার্ডস, মনিক (১৫ অক্টোবর ২০০৫)। প্যাট্রনাট এন্ড প্যাট্রনাজ ইন আরলি ‍এন্ড ক্ল্যাসিকাল ইসলাম। ব্রিল। পৃষ্ঠা ৬১। আইএসবিএন 978-90-04-14480-4 
  3. আবু খলিল, শওকী (১ মার্চ ২০০৪)। এ্যাটলাস অব দি প্রফেটস বায়োগ্রাফিঃ প্লেসেস, ন্যাশনস, ল্যান্ডমার্কস। দার-উস-সালাম। পৃষ্ঠা ১৮০। আইএসবিএন 978-9960-897-71-4 
  4. আবু খলিল, শওকী (১ মার্চ ২০০৪)। এ্যাটলাস অব দি প্রফেটস বায়োগ্রাফিঃ প্লেসেস, ন্যাশনস, ল্যান্ডমার্কস। দার-উস-সালাম। পৃষ্ঠা ১৮০। আইএসবিএন 978-9960-897-71-4 
  5. হাওয়ারে, Mosab (২০১০)। দ্য জার্নি অব প্রোফেসি; ডেজ অব পিস এন্ড ওয়ার (এরাবিক)। ইসলামিক বুক ট্রাষ্ট্র। ২০১২-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-১৪ 
  6. "হয়েন দি মুন স্পিল্ট"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  7. "অ্যাটলাস আল-স্যারাহ আল-নবা'ওয়িয়াহ"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  8. "দ্য লাইফ অব মুহাম্মদ"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  9. "দি অরিজিন অব দি ইসলামিক ষ্টেট"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  10. "এনসাইক্লোপিডিয়া অব হোলি প্রফেট এন্ড কম্প্যানিয়ন (সেট অব ১৫ ভলিউম।)"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. ""দ্য রেস্ট অব খাইবার অলসো ফেল টু দি মুসলিমস। আল্লাহ কাষ্ট ফিয়ার ইন টু দি হার্টস।", Witness-Pioneer.com"। ২০১১-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১০ 
  12. "অ্যাটলাস আল-স্যারাহ আল-নবা'ওয়িয়াহ"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  13. "ফাতিমা দি গ্রেসিয়াস"Al-Islam.org। ৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  14. "Tafsir ibn Abbas on Quran 59:6"। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  15. "দি অরিজিন অব দ্য ইসলামিক স্টেষ্ট"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  16. তাফসীর ইবনে কাসির (সংক্ষিপ্ত), পৃষ্ঠা ৫৫৪, ইবনে কাসির, সফিউর রহমান আল মুবারকপুরী অনুবাদ করেছেন, আরও দেখুন তাফসির ইবনে কাসির ৫৯:.৭, পাঠ্য সংস্করণ