নেভিল টাফনেল
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | নেভিল চার্লসলি টাফনেল | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | শিমলা, পাঞ্জাব, ব্রিটিশ ভারত | ১৩ জুন ১৮৮৭|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ৩ আগস্ট ১৯৫১ হোয়াইটচ্যাপেল, লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৬৪)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ১৬৯) | ১১ মার্চ ১৯১০ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯০৮ - ১৯১০ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯২২ | সারে | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ জুন ২০২০ |
নেভিল চার্লসলি টাফনেল (ইংরেজি: Neville Tufnell; জন্ম: ১৩ জুন, ১৮৮৭ - মৃত্যু: ৩ আগস্ট, ১৯৫১) তৎকালীন ব্রিটিশ ভারতের শিমলা এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১০-এর দশকের শুরুতে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন নেভিল টাফনেল।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]এটন কলেজে অধ্যয়ন শেষে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশুনো করেন।[১] ১৯০৭ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত নেভিল টাফনেলের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
তৎকালীন পাঞ্জাব প্রদেশের শিমলায় জন্মগ্রহণকারী নেভিল টাফনেল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯০৬ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত উইকেট-রক্ষক হিসেবে খেলেছিলেন তিনি।
১৯২২ সালে সারের সদস্যরূপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে একটিমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন নেভিল টাফনেল। ১১ মার্চ, ১৯১০ তারিখে কেপ টাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
১৯০৬-০৭ মৌসুমে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সদস্যরূপে নিউজিল্যান্ড গমনার্থে দলে অন্তর্ভুক্ত হন। এরপূর্বে তিনি মাত্র একটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন। এছাড়াও, কেমব্রিজের ছাত্র থাকা অবস্থাতেই ১৯০৯-১০ মৌসুমে কেপ টাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১৯০৮ সালে কুইন্স রয়্যাল ওয়েস্ট সারে রেজিম্যান্টের প্রথম ভলান্টিয়ার ব্যাটালিয়নে (পরবর্তীতে চতুর্থ ব্যাটালিয়ন) কমিশন্ডপ্রাপ্ত হন। যুক্তরাজ্যের রাজার সিংহাভিষেকে জেন্টলম্যান উশার মনোনীত হন। ১৯৩৯ সালে ন্যাশনাল ডিফেন্স কোম্পানীজের গ্রুপ কমান্ডার হিসেবে লেফট্যানেন্ট-কর্নেল মনোনীত হন। একই বছরের শেষদিকে কিংস রয়্যাল রাইফেল কোরের সদস্য হিসেবে স্থানান্তরিত হন।
নেভিল টাফনেল রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৪৫ সালের সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বার্কশায়ারের উইন্ডসর এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় স্থান দখল করেন ও পরবর্তীতে আর সংসদ নির্বাচনে অংশ নেননি তিনি।[২]
৩ আগস্ট, ১৯৫১ তারিখে ৬৪ বছর বয়সে লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় নেভিল টাফনেলের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Murland, Jerry (২০১০)। Aristocrats Go to War: Uncovering the Zillebeke Cemetery। Pen and Sword।
- ↑ British parliamentary election results 1950-1973, Craig, F.W.S.
আরও দেখুন
[সম্পাদনা]- ফিল টাফনেল
- নেভিল কারদাস
- এক টেস্টের বিস্ময়কারী
- ইংরেজ টেস্ট ক্রিকেটারদের তালিকা
- প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা
- আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে নেভিল টাফনেল (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে নেভিল টাফনেল (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ১৮৮৭-এ জন্ম
- ১৯৫১-এ মৃত্যু
- ইংরেজ ক্রিকেটার
- ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার
- এইচ. ডি. জি. লেভেসন গাওয়ার একাদশের ক্রিকেটার
- এল. জি. রবিনসন একাদশের ক্রিকেটার
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটার
- জেন্টলম্যান অব ইংল্যান্ডের ক্রিকেটার
- জেন্টলম্যানের ক্রিকেটার
- নরফোকের ক্রিকেটার
- নর্থ ভার্সাস সাউথের ক্রিকেটার
- পি. এফ. ওয়ার্নার একাদশের ক্রিকেটার
- ফ্রি ফরেস্টার্সের ক্রিকেটার
- ব্রিটিশ আর্মির ক্রিকেটার
- মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার
- সারের ক্রিকেটার
- ট্রিনিটি কলেজ, কেমব্রিজের প্রাক্তন শিক্ষার্থী
- প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশ সেনা কর্মকর্তা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনা কর্মকর্তা
- ব্রিটিশ ক্রীড়াবিদ-রাজনীতিবিদ
- ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ ব্যক্তি