নিকারাগুয়া জাতীয় ফুটবল দল
ডাকনাম | নীল-সাদা | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | নিকারাগুয়ান ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | কনকাকাফ (উত্তর আমেরিকা) | ||
প্রধান কোচ | হুয়ান বিতা | ||
অধিনায়ক | হুয়ান বারেরা | ||
সর্বাধিক ম্যাচ | হোসু কুইহানো (৬২) | ||
শীর্ষ গোলদাতা | হুয়ান বারেরা (১৮) | ||
মাঠ | নিকারাগুয়া জাতীয় স্টেডিয়াম | ||
ফিফা কোড | NCA | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩৪ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ৯২ (ডিসেম্বর ২০১৫) | ||
সর্বনিম্ন | ১৯৩ (মে ২০০১) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১২৮ ১৮ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ১২৬ (জুলাই ২০১৭) | ||
সর্বনিম্ন | ২০৪ (মে–নভেম্বর ২০০১) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
এল সালভাদোর ৯–০ নিকারাগুয়া (সান সালভাদোর, এল সালভাদোর; ১ মে ১৯২৯) | |||
বৃহত্তম জয় | |||
নিকারাগুয়া ৬–০ অ্যাঙ্গুইলা (এরেদিয়া, কোস্টা রিকা; ১৪ অক্টোবর ২০১৮) | |||
বৃহত্তম পরাজয় | |||
হন্ডুরাস ১০–০ নিকারাগুয়া (স্যান হোসে, কোস্টা রিকা; ১৩ মার্চ ১৯৪৬) নেদারল্যান্ডস এন্টিলস ১১–১ নিকারাগুয়া (গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা; ২ মার্চ ১৯৫০) | |||
কনকাকাফ গোল্ড কাপ | |||
অংশগ্রহণ | ৫ (১৯৬৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ষষ্ঠ স্থান (১৯৬৭) |
নিকারাগুয়া জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Nicaragua) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নিকারাগুয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নিকারাগুয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিকারাগুয়ান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯২৯ সালের ১লা মে তারিখে, নিকারাগুয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; এল সালভাদোরের সান সালভাদোরে অনুষ্ঠিত উক্ত ম্যাচে নিকারাগুয়া এল সালভাদোরের কাছে ৯–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
২০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট নিকারাগুয়া জাতীয় ফুটবল স্টেডিয়ামে নীল-সাদা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হুয়ান বিতা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়াল এস্তেলির মধ্যমাঠের খেলোয়াড় হুয়ান বারেরা।
নিকারাগুয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে নিকারাগুয়া এপর্যন্ত ৫ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬৭ কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অধিকার করা।
হোসু কুইহানো, হুয়ান বারেরা, মানুয়েল রোসাস, কার্লোস চাবারিয়া এবং রাউল লেগুইয়াসের মতো খেলোয়াড়গণ নিকারাগুয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে নিকারাগুয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৯২তম) অর্জন করে এবং ২০০১ সালের মে মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৯৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নিকারাগুয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১২৬তম (যা তারা ২০১৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৩২ | সলোমন দ্বীপপুঞ্জ | ১১১৩.৫৭ | |
১৩৩ | রুয়ান্ডা | ১১০৭.০৪ | |
১৩৪ | নিকারাগুয়া | ১১০৪.২৬ | |
১৩৫ | ফ্যারো দ্বীপপুঞ্জ | ১১০২.১ | |
১৩৬ | কুয়েত | ১০৯৮.০৭ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১২৭ | ৪ | জিম্বাবুয়ে | ১৩৩৭ |
১২৮ | ১৮ | নিকারাগুয়া | ১৩৩২ |
১২৯ | ৩০ | গুয়াদলুপ | ১৩২৭ |
১৩০ | ৫ | জাঞ্জিবার | ১৩২৬ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | ফিফার সদস্য ছিল না | ফিফার সদস্য ছিল না | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ১ | ১০ | ||||||||
১৯৯৮ | ২ | ০ | ০ | ২ | ১ | ৩ | |||||||||
২০০২ | ৪ | ০ | ০ | ৪ | ০ | ১০ | |||||||||
২০০৬ | ২ | ০ | ১ | ১ | ৩ | ৬ | |||||||||
২০১০ | ২ | ০ | ০ | ২ | ০ | ৩ | |||||||||
২০১৪ | ৪ | ২ | ০ | ২ | ৫ | ৭ | |||||||||
২০১৮ | ৬ | ৫ | ০ | ১ | ১৫ | ৫ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ২২ | ৭ | ১ | ১৪ | ২৫ | ৪৪ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
- ↑ "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"। La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়) (ইংরেজি)
- ফিফা-এ নিকারাগুয়া জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ নিকারাগুয়া জাতীয় ফুটবল দল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)